ফটোগ্রাফি পোস্ট -- 🥰 " সবুজের সতেজতায় মনে আছে মিশে মাধুর্যতা "

in আমার বাংলা ব্লগ5 months ago

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয় "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।আর প্রতিনিয়ত ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি। আশাকরি আপনারা ও এমনটাই চেষ্টা করে যাচ্ছেন ভালো থাকার।

আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কিছু নিয়ে পোস্ট শেয়ার করতে।তার ই ধারাবাহিকতায় আজ আমি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে চলে এলাম।

সবুজের সতেজতায় মনে আছে মিশে মাধুর্যতাঃ


3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyG2dUv9um8LRFHXaK8CsizAmDqVSEWqp62GFH13LULqLCuXg5ahujVdoWL8Y...Qztn3ANbwzb7yCqAL7ievKsMHYUu778y4KU6urdxKNfMsCqftK1twV3tNzeGWKekHsvWD5KZBuZqd3kD6A24iRafNDY82KkY1sBRybFAyGc9VnmGNfB6zDaMk.jpeg

কানভা দিয়ে বানানো

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYwvCsM3DoT5vZNx6SWDkcjMp1AtFeZ1huVwxLmQabnGLawo8Q4k4mEKpqYdDkq...Tgq1hvQ9cANkeDxVXEk7f289qy4irqT93Y6pxXZ8BMKNGDfef4eddpS9yYDxFe77rqdr7DbeMPAVWBxCjxfUcfKXk1dCRro9G67haMkvEJeM6hn9SpgucZQqav.png

বন্ধুরা,আজ নতুন একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে চলে এলাম।সত্যি কথা বলতে ঢাকাতে সবুজ প্রকৃতি নেই বললেই চলে।যা কিছু আছে সেভাবে বের হওয়া ও হয় না।তাই সবুজ প্রকৃতি থেকে অনেকটা ই দূরে থাকতে হয় শহরের মধ্যে।কেউ যদি আমার কাছে জানতে চায় আমার কি পছন্দ? সমুদ্র নাকি পাহাড় ও সবুজ অরণ্য।আমি কিন্তু এক বাক্যে বলে দিব সবুজ অরণ্য ও পাহাড়ের কথা।মানুষ ভিন্ন তাই সবার পছন্দ ও ভিন্ন।আমি প্রকৃতি প্রেমী মানুষ।তাই প্রকৃতির মাঝেই সুখ খুঁজে পাই।তাইতো ছেলের স্কুলে গিয়ে বসে থাকিনি।কিংবা গাল গল্পে যোগ দেইনি।সাথে ছিল একজন ভাবী তাকে নিয়ে ঘুরে বেড়িয়েছি অনেকটা পথ।এরপর দোলনায় বসে দোল খেয়েছি।আমার মতো কে কে আছেন দোলনা দেখলে যে না উঠে পারেনা।

20240924_083822.jpg

ঘুরতে ঘুরতে আমি বেশ কিছু প্রকৃতি ও গাছের ফটোগ্রাফি করে নিয়েছি।কারন এই সবুজের মাঝে সব সময় না যেতে পারলেও সবুজের ফটোগ্রাফি গুলো দেখলেও মনে প্রশান্তি বিরাজ করে।তাই সব সময় সবুজ প্রকৃতির ফটোগ্রাফি আমি তুলে থাকি।আর একটা কাজ আমি করি,তা হলো সবুজ প্রকৃতির মাঝে গেলে চোখ বড় বড় করে প্রকৃতির মাঝে তাকিয়ে থাকি।

20240924_075307.jpg

আমরা সারাক্ষণ নানা ভাবে চোখের উপর প্রেশার দিয়ে চলেছি।তাই চোখকে ঠিকঠাক রাখতে হলে ভিটামিন যুক্ত খাবার যেমন খাওয়া জরুরী। ঠিক তেমনি সবুজের সান্নিধ্যে কিছুটা সময় কাটানো উচিত।

20240924_075136.jpg

সবুজের মাঝে থাকতে পারার মাঝে যে আনন্দ খুঁজে পাই তা কিন্তু আর কিছুতেই সেভাবে পাই না।তাইতো পরিবারের সদস্য সবাই মিলে যখন কোথাও ঘুরতে যাওয়ার কথা ভাবি তখনই ভাবনায় কিন্তু আমার সেই প্রকৃতিই চলে আসে।আব্বু অসুস্থ। নয়ত আমরা ঠিক করেছিলাম সবাই মিলে বান্দরবান ঘুরতে যাব।সবাই বার বার সমুদ্রে যেতে চাইলেও আমি কিন্তু পাহাড় ও অরন্যে যাওয়ার মধ্যে ই আটকে থাকি।

20240924_083845.jpg

20240924_075144.jpg

কে কে আছেন আমার মতো সবুজ প্রেমী? তাদেরকে দেখতে চাই।সবুজ আছে বলেই কিন্তু আমরা টিকে আছি।তাই সবুজ অরণ্যকে আমাদের সজীব রাখতে হবে।নিজেদের ভালো থাকাটা যার উপর নির্ভর তাকে কেন আমরা ভুলে যাব।সবুজ প্রকৃতিকে আমরা ভালোবাসলে প্রকৃতিও আমাদের কে ভালো রাখবে।তাই আসুন আমরা প্রকৃতিকে ভালোবাসি।সবুজের সতেজতায় মনে মিশে রাখি মাধুর্যতা।

20240924_075312.jpg

20240924_075055.jpg

আজ আর নয়।আশাকরি আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে।আপনাদের ভালো লাগার মাঝেই আমার স্বার্থকতা।আবার কোন নতুন ব্লগ নিয়ে হাজির হবো।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেণীফটোগ্রাফি পোস্ট
ক্যামেরাsamsung A20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনপিলখানা,ঢাকা

আমার পরিচয়

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFv2JKCUcMNfCcMEjybGCW7SacrN1cXLYVvtF4WeVsso9rbDYeVDHvs3UwFMnhLNxFpJPxeDARUi4BdrHnKMpzjhwGwx9hNv4rY8pcMC.jpeg

আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

7AzetLrHVAgHwGYdyYhcd6W1ZFmwPuKeayULXZvV74jWJiYdxcTDg2LhEfugT9XQiehdVjbtAbBU1XdRNXiEF84z5xvEBxaDkrUVjrn3AA...Lme7uHzhBsZNhAwjoPuur37mLpdDUuvdg1BAY5TZSuBhbAxCSvbNMhw31WQJNBoEaz5nQZwwfEzvj2CLYAoyJuR7DiEL6442cdxyPvPjEPk4inCxeffnYMCVXL.png

IMG_5113.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...MHv3w7VxjkyjsCq93AGBRKdJvUDckiCn5Bi4X9PoVnE5EWdAdzbeVkhbJeoNBCvJeVxgXn64VKXqDqc5zAtEYcjVCpDPqNwqmJzcR62ny1kmLqJAK3qWzkMesp.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxeToZJatrzXJ26wyJvrfyUjWUHbwevxJfcy1wNaX2uYf5yHRjEM6kRmppRUgc...Y4qhGk41e9xshdKq7axZeLWprzfJqgtshHQPZjCGuXiyHFG1XqYcZSdGGLYKKmVtY1zvpEFteA1FrU83LMRPP7BcAne3avpKyGdHz9yne2nakYyhwHTfUardAv.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxgugFkjBFNEHgnHxgjqRLKWnKFTwwKJ9vDEph9jyEpATxyrkzsRxUofieSXvW...XVCPrZEiBQY3DNWnVp6gQMYW4TcQUU4y1uo3Ezg1XbNauP1DnGa1WaLqAP9WHuqV91uPvSqP1kx1PYJ64PVyuWqBr4dV3UwHGUMTVT74SoLbnwqJdiWJhDn669.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 months ago 
 5 months ago 

সবুজ শ্যামল প্রকৃতি পছন্দ করে না এরকম মানুষ তো অনেক কম আছে। আমি তো অনেক বেশি পছন্দ করি এরকম সুন্দর প্রকৃতি। প্রকৃতির মাঝে ঘুরাঘুরি করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সেই সাথে এরকম সৌন্দর্যের ফটোগ্রাফি করতে পারলে তো আরো বেশি ভালো লাগে। আজ আপনি অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। যেগুলো দেখে আমার মন অনেক ভালো হয়ে গিয়েছে। এরকম সুন্দর প্রকৃতি ফটোগ্রাফির মাধ্যমে দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম।

 5 months ago 

ধন্যবাদ জানাচ্ছি আপু, সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 5 months ago 

প্রাকৃতিক পরিবেশের ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লাগে। যেন গ্রাম বাংলার সৌন্দর্য খুঁজে পাই এর মধ্যে। আজকে আপনি আমাদের মাঝে কিন্তু সেই সবুজের সৌন্দর্য তুলে ধরেছেন। অনেক সুন্দর হয়েছে আপনার পোস্ট। দেখে মন ভরে গেল।

 5 months ago 

মন্তব্যটি পড়ে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।

 5 months ago 

ওয়াও আপু আপনি চমৎকার সবুজ বৃষ্টির ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখতে সুন্দর লাগছে। এটা আপনি সত্যি বলেছেন চোখকে ভালো রাখার জন্য যেমন আমরা ভিটামিনযুক্ত খাবার খায় তেমনি সবুজ প্রকৃতির দেখলে চোখ অনেক ভালো থাকে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 5 months ago 

মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 5 months ago 

সবুজ প্রকৃতির মধ্যে সময় কাটাতে পারলে সত্যিই দারুণ লাগে। মনের ভিতর একটা প্রশান্তি কাজ করে। আপনার ক্যাপচার করা প্রকৃতির ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। খুবই সুন্দর হয়েছে প্রত্যেকটা ফটোগ্রাফি। ধন্যবাদ আপু এত সুন্দর একটা ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য।

 5 months ago 

ধন্যবাদ জানাচ্ছি আপু।

 5 months ago 

আসলে বর্তমানে সবুজের সমরহ দিন দিন কমে যাচ্ছে। আর এর মাঝে আপনি এত সুন্দর একটা সবুজের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে খুব ভালো লাগছে। এছাড়া প্রতিটা ছবি কিন্তু আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর কতগুলো সবুজের সমারোহের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 months ago 

আসলে এই সবুজ শ্যামল দেশে যদি সবুজের ফটোগ্রাফি না দেখা হয় তাহলে তা আমাদেরই দুঃখ কষ্টের একটি ব্যাপার৷ আজকে আপনি খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি আপনার এই পোস্ট এর মাধ্যমে ফুটিয়ে তুলেছেন৷ আপনার কাছ থেকে এত সুন্দর কিছু ফটোগ্রাফি দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.23
JST 0.032
BTC 87114.57
ETH 2417.57
USDT 1.00
SBD 0.65