💕 " নিজের প্রয়োজনীয় কিছু কেনাকাটা "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।
আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের মাঝে যুক্ত আছি।আমি প্রতিনিয়ত নতুন নতুন বিষয় নিয়ে ব্লগ শেয়ার করে থাকি।আমি বিশ্বাস করি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে।আমি আমার প্রতিদিনের নানা রকম কর্মকান্ড থেকে কিছু কিছু বিষয় আপনাদের মাঝে শেয়ার করে থাকি।আজ ও এসেছি এমন একটি বিষয় আপনাদের মাঝে তুলে ধরতে।আশাকরি সঙ্গেই থাকবেন।
নিজের প্রয়োজনীয় কিছু কেনাকাটাঃ
বন্ধুরা,প্রতিদিনের মতো আজ ও এসেছি নতুন কোন বিষয়ে ব্লগ শেয়ার করতে।আশাকরি আমার ব্লগ আপনারা ভীষন উপভোগ করেন।আসুন তবে আজকের বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরছি।বন্ধুরা,শীতকাল চলে এলেও শীতের কিন্তু তেমন আমেজ শহরে পাওয়া যায় না।তবে শীত এসেও না আসাতে গরম ঠান্ডা অনুভবে আমাদের মাঝে নানা রকমের রোগ দেখা যায়।তাই এই সময়টাতে সকলের সাবধানতা অবলম্বন করে চলতে হয়।আমি আজ এসেছি আমার প্রয়োজনীয় কিছু কেনাকাটা করার অনুভূতি গুলো আপনাদের মাঝে শেয়ার করতে।আসলে মানুষের প্রয়োজনের যেনো কোন শেষ নেই।জীবন যেখানে আছে প্রয়োজন সেখানে থাকবেই।
আমার বাংলা ব্লগ কমিউনিটি তে যোগদান করার পর থেকে কম কিছু শিখিনি।আর কতো কিছু করতে পেরেছি এটা ও সত্যি এখানে না এলে সম্ভব হতো না।এই কমিউনিটিতে এসে আজ ডাই পোস্ট,আর্ট এসব কিছুই করছি।আর এসব করতে হলে বিশেষ কিছু উপকরণের প্রয়োজন হয়।আমি এসব উপকরন সাধারণত এলাকার লাইব্রেরি থেকে ই নিয়ে থাকি।কিন্তু সেদিন মার্কেটে যেতে হয়েছিল।তাই কাজ সেরে নিজের প্রয়োজনীয় জিনিস গুলো কেনার জন্য আমি চলে গেলাম।আর দোকানে গিয়ে নিজের প্রয়োজনীয় সবকিছু কিনে নিলাম।
জীবনে চলার পথে মানুষের শেখার কোন শেষ নেই।মানুষ যেকোনো সময়ে যেকোনো বয়সে যেকোনো কিছুই শিখতে পারে।শুধু শেখার আগ্রহটা থাকলেই তা সম্ভব হয়।আমাদের এই কমিউনিটিতে সবাই অনেক আগে থেকেই ক্লে দিয়ে নানান জিনিস তৈরি করে আসছিলেন।যা প্রতিনিয়ত দেখে দেখে আমি মুগ্ধ হয়ে আসছিলাম। সেই থেকে নিজের মধ্যে আগ্রহের জন্ম নিলো ক্লে দিয়ে কিছু তৈরি করার।তাই ক্লে কেনার জন্য চিন্তা করলাম।আর নিয়েও এলাম।এই ক্লে দিয়েই গত কিছুদিন আগে একটি ওয়ালমেট শেয়ার করেছিলাম।সেই ওয়ালমেটটিকে সবাই ভীষণ পছন্দ করেছিলেন।
আর আর্ট তো সেই আগে থেকে ই চেষ্টা করে চলেছি।তবে আর্টের জন্য সময়,সুযোগ,পরিবেশ সবকিছুর ই দরকার হয়।আমি চেষ্টা করি সময় বের করে আঁকার।তাই আঁকার জন্য তুলি,সাইন পেন নিয়ে এসেছিলাম।এসব ই আমার প্রয়োজনীয় জিনিস পত্র।আর প্রয়োজনীয় জিনিস কেনার জন্য সময় বের করে নিয়ে সেই শপে ও চলে গিয়েছিলাম সেদিন।এরপর এক এক করে সবকিছু কেনা শেষ করে বাসায় চলে এসেছিলাম।নিজের প্রয়োজনীয় কিছু কেনাকাটা গুলো আপনাদের মাঝে শেয়ার করে নিলাম।আশাকরি আমার অনুভূতি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে।
আমার মনের অনুভূতি গুলো আপনাদের মাঝে নিজের মতো করে শেয়ার করে নিলাম।আশাকরি আপনাদের সকলের কাছে আমার অনুভূতি গুলো ভালো লেগেছে।সবাই ভালো থাকবেন,সুস্থ ও সুন্দর থাকবেন।আজ এখানেই শেষ করছি।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
শ্রেনি | লাইফ স্টাইল |
---|---|
প্রয়োজনীয় ডিভাইস | Samsung A 20 |
ফটোগ্রাফার | @shimulakter |
স্থান | ধানমন্ডি,ঢাকা |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আজকে আপনি অনেক সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন প্রয়োজনীয় কেনাকাটার বিষয়গুলো। যেখানে আর্ট এবং ডাই পোস্ট তৈরি করার জন্য অনেক কিছু কেনাকাটা করেছেন। বেশ ভালো লাগলো এত সুন্দর সুন্দর উপকরণগুলো।
X-promotion
আমিও এই সব কাজের জিনিস অনেক কিনে আনি একসাথে। কারণ এসব খুবই প্রয়োজনীয়। নিয়মিত ব্লগে ঠিক ঠিক কাজের ভ্যারাইটি বজায় রাখতে গেলে এই সব তো খুবই প্রয়োজনীয়। ভালো করেছেন আপু কিনে নিয়ে।
বাহ্ বেশ কিছু জিনিস কিনেছেন দেখছি। এখন দেখার অপেক্ষায় রইলাম এগুলোর আউটপুট কি বের হয়। তবে আশাকরি করি খুব ভালো কিছু হয়তো পাবো আমরা। আমি যদিও ক্লে দিয়ে এখনও তেমন কিছু করিনি, দেখি আপনাদের দেখে হয়তো শুরু করবো। অনেক ধন্যবাদ আপু।
আজকে আপনি অনেক সুন্দর সুন্দর জিনিস কিনে এনেছেন। আর এই জিনিসগুলো কিনেছেন কেন সেটা আমি নিশ্চিন্তে বলতে পারি, আমাদের মাঝে অসাধারণ সব পোস্ট নিয়ে উপস্থিত হবেন। এখন শুধু অপেক্ষার পালা এই রং পেন্সিল রং দিয়ে আপনার দক্ষতার পরিচয় উপস্থাপন করবেন ডাই পোস্ট আর্ট পোস্ট করার মধ্য দিয়ে। আশা করব অনেক সুন্দর সুন্দর কিছু আমাদের মাঝে উপস্থাপন করবেন।
প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কেনাকাটা করতে সত্যি অনেক ভালো লাগে। আপনার কেনাকাটা দেখে আমারও মনে হচ্ছে বেশ কিছু জিনিস কিনতে হবে। আপু আপনি অনেক সুন্দর করে নিজের অনুভূতি তুলে ধরেছেন জেনে অনেক ভালো লাগলো।