📷 " কিছু আর্টিফিশিয়াল ফুল ও পাতাবাহার গাছের ফটোগ্রাফি "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয় "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।আর প্রতিনিয়ত ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি। আশাকরি আপনারা ও এমনটাই চেষ্টা করে যাচ্ছেন ভালো থাকার।
আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কিছু নিয়ে পোস্ট শেয়ার করতে।তার ই ধারাবাহিকতায় আজ আমি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে চলে এলাম।
কিছু আর্টিফিশিয়াল ফুল ও পাতাবাহার গাছের ফটোগ্রাফিঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে।আমি সব সময় চেষ্টা করি ভিন্ন ভিন্ন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হতে।আজকের ব্লগ আর্টিফিশিয়াল ফুল ও পাতাবাহারের ফটোগ্রাফি। ফটোগ্রাফি করতে সব সময়ই ভালো লাগে আমার। যদিও বাইরে খুব একটা বের হওয়া হয় না।যতটুকু বাইরে বের হই চেষ্টা করি ফটোগ্রাফি করার।আমার মোবাইলের গ্যালারি নানা রকমের ফটোগ্রাফিতে ভরপুর।যদিও আগে মোবাইলের গ্যালারি নিজেদের ফটোগ্রাফিতে ভরপুর থাকতো।তবে এখন নানা রকমের ফটোগ্রাফি দিয়ে আমার গ্যালারি পূর্ণ।যাই হোক আজ কিছু ফটোগ্রাফি শেয়ার করছি আপনাদের ভালো লাগার মাঝেই আমার তৃপ্তি।
বেশ কিছুদিন আগে আমি বাবার বাসা ওয়ারীতে গিয়েছিলাম। সেখানে গিয়ে কিছু প্রয়োজনীয় কেনাকাটা সেরে আমি মার্কেট ঘোরাঘুরি করি।এরপর আমি ফুলের দোকান গুলোতে দেখতে থাকি কি কি নতুন আইটেম এলো।আর্টিফিশিয়াল ফুল দিয়ে ঘর সাজাতে ভীষণ ভালো লাগে।কারন এই ফুল গুলো দেখতে বাস্তবের মতোই হয়।আর নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে না।কেননা কাঁচা ফুল ঘরে রাখলে দুদিন পর ই ফেলে দিতে হয়।কারন কালচে হয়ে যায় ফুলগুলো।তাই আমার কাছে পারফেক্ট মনে হয় এই আর্টিফিশিয়াল ফুলগুলো দিয়ে ঘর সাজালে।
নানান রকম আর্টিফিশিয়াল ফুল দেখে চোখ ধাধিয়ে উঠে।কোনটা রেখে কোনটা নিব এমন একটা অবস্থা হয় আমার।আমি বেশ কিছু ফটোগ্রাফি করে আপনাদের মাঝে শেয়ার করে নিলাম।
আশা নয় বিশ্বাস করি আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে।চেষ্টা করেছি সুন্দর কিছু আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি শেয়ার করার।কেমন লেগেছে আপনারাই তা ভালো বলতে পারবেন।
আজ আর নয়।আশাকরি আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে।আপনাদের ভালো লাগার মাঝেই আমার স্বার্থকতা।আবার কোন নতুন ব্লগ নিয়ে হাজির হবো।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
শ্রেণী | ফটোগ্রাফি পোস্ট |
---|---|
ক্যামেরা | samsungA20 |
পোস্ট তৈরি | @shimulakter |
লোকেশন | রাজধানী মার্কেট,ঢাকা |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
এমন সুন্দর আর্টিফিশিয়াল পাতাবাহার ফুলের গাছগুলি আমার বাড়িতেও আগে ছিল। কিন্তু বর্তমানে সেগুলি আর সংরক্ষণ করা হয় না। ঘরে এই ধরনের গাছ রাখলে দেখতে খুব সুন্দর লাগে। এই ফুলগুলি নষ্ট হয় না আবার ঘরের শোভা বর্ধন করে। দারুণ কিছু ছবি আপনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন।
আর্টিফিশিয়াল ফুলগুলো দেখতে দারুন। একবার কিনে রাখলে এটা সব সময়ের জন্যই ব্যবহার করা যায়। আর দেখতেও একদম বাস্তবিক ফুলের মতোই লাগে। দারুন কিছু ফুল এবং পাতা বাহারের ছবি শেয়ার করেছেন আপু। এগুলো দিয়ে ঘর সাজালে ঘরের সৌন্দর্য দ্বিগুণ হয়ে যায়।
আপনার মত আমারও মোবাইলের গ্যালারি ফটোগ্রাফিতে ভরপুর থাকে আপু। আর এই ফরপুর ফটোগ্রাফি গুলো আমার বাংলা ব্লগে শেয়ার করে ভীষণ ভালো লাগে। আপনি আজকে অনেকগুলো আর্টিফিশিয়াল ফুল ও পাতার ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে মুগ্ধ হলাম। প্রতিটি ফটোগ্রাফি বিস্তারিত ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ।
আপনি আর্টিফিশিয়াল ফুল এবং পাতার খুব সুন্দর ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। প্রথম পাতার ফটোগ্রাফি টা সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে। এগুলো দিয়ে ডেকোরেশন করলে আসলে চমৎকার লাগে দেখতে। খুব সুন্দর ফটোগ্রাফি ক্যাপচার করেছেন আপু। ধন্যবাদ আপনাকে।
X-promotion
অনেক সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার চমৎকার এই আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি গুলো দেখে ভালো লেগেছে। এই জাতীয় ফুলের ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লাগে।