😋 " ঝাল ঝাল মুরগি ভাজা রেসিপি "

in আমার বাংলা ব্লগ24 days ago

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

আমি @shimulakter"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের মাঝে যুক্ত আছি।আমি চেষ্টা করি প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করতে।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আমি আজ একটি রেসিপি পোস্ট নিয়ে চলে এলাম।আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে।

ঝাল ঝাল মুরগি ভাজা রেসিপিঃ


20241217_221439.jpg

20241217_221419.jpg

20241217_221400.jpg

20241217_215402.jpg

20241217_214953.jpg

বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম একটি দারুন মজার রেসিপি নিয়ে।হে,বন্ধুরা আজ এসেছি ঝাল ঝাল মুরগি ভাজা রেসিপি নিয়ে।সত্যি কথা বলতে ঝাল আমি খুবই পছন্দ করি।আর মুরগি ভাজা যদি ঝাল ঝাল তৈরি করা যায় তবে খেতেও খুব ই সুস্বাদু লাগে।এইতো কিছুদিন আগে মুরগি ভাজা খেতে ইচ্ছে করলো তাই ঝাল ঝাল করেই ভেজে নিয়েছিলাম।কি যে সুস্বাদু হয়েছিল তা আর কি বলবো। আপনারা কে কে আমার মতো ঝাল পছন্দ করেন?? অবশ্যই জানাবেন। মুরগি ভাজা রেসিপিটি খুবই মজার হয়েছিল বলেই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করে নেয়া যাক।আসুন বন্ধুরা আগে দেখি এই ঝাল ঝাল মুরগি ভাজা রেসিপিটি তৈরি করতে আমার কি কি উপকরন লেগেছিল ---

প্রয়োজনীয় উপকরনঃ

১.মুরগির মাংস - হাফ কেজি
২. তেল -- আন্দাজ মতো
৩. হলুদ গুঁড়া - এক চামচ
৪.মরিচের গুঁড়া - দুই চামচ
৫.. লবন - আন্দাজ মতো
৬.পেঁয়াজ কুচি - ৩/৪ টি
৭. সয়া সস - আন্দাজ মতো
৮.গোল মরিচ - ১ ০/১১ টি
৯. কাঁচা মরিচ - ৮/৯ টি
১০. আদা বাটা - ১ চামচ
১১. রসুন বাটা - ১ চামচ
১২. জিরা পেস্ট - হাফ চামচ
১৩.ময়দা -২ চামচ

20241217_210435.jpg

20241217_210422.jpg

20241217_210415.jpg

20241217_205950.jpg

20241217_205942.jpg

20241217_205630.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPpvALR7MwGr65nsY93YZLXP2JTgPU7mz3DqgHDLr8yJB5oGRZsQKbMsZ7Jt5E...iAtZDyLjNoEDHBUk844TWGQkEuVFSsi7dk3uJjNZT3H6qHJRLMTYroXTYbyghc7bWWT7w1FojrHCNaQWn4GJxU2ogbmSb2b6S9GNnricJwQ7jYBKfFW1KsSJvz.png

রান্নার ধাপ সমুহঃ

ধাপ -- ১


20241217_210804.jpg

20241217_211035.jpg

প্রথমে আস্ত সব মসলা আমি ব্লেন্ড করে নিয়েছি।

ধাপ -- ২


20241217_211111.jpg

20241217_211217.jpg

এবার মুরগির মাংস ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিলাম।এবার ব্লেন্ড করা মসলাগুলো মাংসের উপর দিয়ে দিলাম।

ধাপ -- ৩


20241217_211242.jpg

20241217_211255.jpg

এবার বাকি সব গুড়া মসলা ও আন্দাজমতো লবন দিয়ে দিলাম।

ধাপ -- ৪


20241217_211354.jpg

20241217_211405.jpg

20241217_211607.jpg

এরপর পরিমান মতো সয়াসস দিয়ে একটি চামচের সাহায্যে সবকিছু ভালো মতো মাখিয়ে নিলাম।চামচ নিয়েছি কারন এতো পরিমান মরিচ আমি ইউজ করেছি এজন্য। যাতে হাত জালা না করে আমার।

ধাপ -- ৫


20241217_211640.jpg

20241217_211916.jpg

সবকিছু দিয়ে ভালো মতো মাখানো হলে পরিমান মতো ময়দা দিয়ে মাখিয়ে রাখলাম বেশ কিছু সময়।

ধাপ -- ৬


20241217_212933.jpg

20241217_213147.jpg

এবার চুলায় ফ্রাই পেন বসিয়ে পরিমান মতো তেল দিয়ে গরম করে নিলাম।তেল গরম হয়ে এলে একটি একটি করে মুরগির টুকরো তেলে দিয়ে দিলাম।

ধাপ -- ৭


20241217_213138.jpg

20241217_213304.jpg

ডিপ করে মুরগির টুকরো গুলো ভেজে তুললাম।এভাবেই তৈরি হয়ে গেলো ঝাল ঝাল মুরগি ভাজা রেসিপি।আশাকরি সবার কাছে আমার এই রেসিপিটি ভালো লাগবে।মতামত জানাতে পারেন কেমন হলো রেসিপিটি।

পরিবেশন


CollageMaker_20241227152742233.jpg

20241217_221508.jpg

20241217_221250.jpg

20241217_214953.jpg

20241217_214933.jpg

20241217_221439.jpg

20241217_221352.jpg

পোস্ট বিবরন


শ্রেনিরেসিপি
ফটোগ্রাফির জন্য প্রয়োজনীয় ডিভাইসsamsungA20
ফটোগ্রাফার@shimulakter
স্থানঢাকা

আজ আর নয়।এই রেসিপিটি আশাকরি আপনাদের কাছে ও খুব ভাল লেগেছে।আবার কোন নতুন রেসিপি নিয়ে হাজির হবো।সবাই সুস্থ থাকবেন।ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়

96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1DAYEG3NCh1cGMczkPKfnE9jjtVxP35CYEZU6ZxZFFTSivQa1eh1ot6ZzwCmG...AwoqceF6TSWE4Nav1o7HAitS9PezzvoZEzSUMtfS3J217L9uHsjpx3ms5GbxwEGUAuTWUnSdiYDs2iCoK7nkvuuSpyiN2X6By4EGTxBFxVhS7R8KCXs5ErEmc.jpeg

আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmXA6ginRbBsbKGY2VtVnXzUUJNCrTg8j8t3NuJGgf2KbYWVhU7Jrqyce9L83...PNYeU1ZG126PQwwYwsEMXRPSgTDchsmsthTuCRnsXyUEgYAxXYHvD1KkAgZAv8CLWHJPSdQZmsDDyKM5Ubj9B5mKCqzYYqKNAPfqtYj6eigy9Evp46XYyTvpcv.png

HNWT6DgoBc14riaEeLCzGYopkqYBKxpGKqfNWfgr368M9U7RRG2y2M9YYSM48N5nbcXLb7PqdkYJ9oR9FoA2unvh83eqRV77XS1odgZghsEq4QSkRqvT13kzKTc.jpeg

mCz6aUXpYgcE9hndDxJeFHNCvijWNENnxm5KqcEUM3o1siTRM9RiHCBoSjHNuiJNg7JaN1YHkdVF2iL5yXmTwhgdJbBWGqp5o8DReVS38H...Ngs8B1ZxQ71gjBxiqfcH84Q1vPFSBFZmyW1T5WYxF2TL2KthznYPi6aVayXiVmeqrvyCqCmnquJrNciFufjx91GZCbFjkMM65HFSSmzsVSgn2g7Gro7uZrMtgv.png

Sort:  
 23 days ago 

আপু কেন যে রেসিপিটা এখন শেয়ার করলেন। দেখে তো আর লোভ সামলিয়ে রাখতে পারছিনা। রেসিপিটা দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে। এরকম ভাবে ঝাল ঝাল মুরগি ভাজি করলে খেতে দারুন লাগে। মনে হচ্ছে এটা অনেক মজা করে খেয়েছিলেন।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 24 days ago 

CollageMaker_20241227204557794.jpg

 24 days ago 
 24 days ago 

যদিও আগে ঝাল খেতে পারতাম না। তবে এখন ঝাল খাওয়া শেখে গিয়েছি। ঝাল যেকোনো খাবার খেতে মজা লাগে। ঝাল ঝাল মুরগি ভাজা গুলো দেখে তো খেতে ইচ্ছে করছে। আপনার রেসিপি দেখে শিখে নিলাম বাসায় তৈরি করবো ধন্যবাদ আপনাকে।

 24 days ago 

আপু ঝাল তেমন খাওয়া হয় না বাচ্চাদের জন্য। আর না খেতে খেতে তেমন পারি না। তবে আপনার মুরগী ভাজা রেসিপি দেখে লোভ সামলানো মুশকিল। নিশ্চয় অনেক মজা করে খেয়েছেন।ধন্যবাদ আপু সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 24 days ago 

অনেক লোভনীয় রেসিপি তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনি। এই জাতীয় রুচি সম্মত রেসিপিগুলো সব সময় ভালো লাগে। বেশ ভালো লাগলো দারুণভাবে আপনার রেসিপি প্রস্তুত করে উপস্থাপন করতে দেখে।

 24 days ago 

আজকে আপনি মজাদার রেসিপি তৈরি করে দেখিয়েছেন আপু। আপনার রেসিপি দেখে বেশী লোভনীয় মনে হলো আমার কাছে। একটু ভিন্ন স্বাদের রুচি সম্মত রেসিপি গুলো সব সময় ভালো লাগে।

 24 days ago 

ঝাল ঝাল মুরগি ভাজা রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। এত সুস্বাদু মজাদার রেসিপি তৈরি করেছেন, আমার কাছে অনেক ভালো লেগেছে।

 24 days ago 

বাহ আপু আপনি তো মজার রেসিপি করেছেন। আজকে আপনি ঝাল ঝাল মুরগি ভাজা রেসিপি বানিয়েছেন। তবে এই রেসিপি দিয়েই গরম রুটি গরম পরোটা খেতে বেশ মজাই লাগে। সত্যি বলতে আপনার এই রেসিপিটি দেখে আমার খেতে ইচ্ছে করতেছে। ধন্যবাদ খুব সুন্দর করে মজার ঝাল ঝাল মুরগি ভাজা রেসিপি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.24
JST 0.038
BTC 104901.64
ETH 3329.53
SBD 4.90