"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৩২ | | কার্ড বোর্ড দিয়ে বাচ্চাদের বেডরুম -[ ১০% লাজুক খ্যাঁকের জন্য ]
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।
আমি @shimulakter, আমি একজন বাংলাদেশী।"আমার বাংলা ব্লগ" এর আমি একজন নিয়মিত ইউজার। প্রতিদিনের মত আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমার আজকের ব্লগ কিছুটা ভিন্ন।আজ আমি আমার বাংলা ব্লগএর চমৎকার একটি প্রতিযোগিতায় অংশগ্রহন করার জন্য নতুন এই পোস্টটি নিয়ে হাজির হলাম। আমি আজ কার্ড বোর্ড দিয়ে বাচ্চাদের বেডরুম নিয়ে হাজির হলাম।আশাকরি আমার বানানো বেডরুমটি আপনাদের ভালো লাগবে।চলুন আগে প্রয়োজনীয় উপকরনগুলো এক এক করে দেখে নেই।
কার্ড বোর্ড দিয়ে বাচ্চাদের বেডরুমঃ
প্রয়োজনীয় উপকরনঃ
১. রঙিন কাগজ।
২.সাদা কাগজ।
৩.টেপ
৫.আঠা
৬.কলম
৭.কার্ড বোর্ড
৮.স্কেল
৯.স্ট্র
১০.টিস্যু
কার্য প্রণালীঃ
ধাপ-১
প্রথমে আমি ঘরের দেয়াল করতে তিন টুকরো কাগজ কেটে নিয়েছি।এরপর টেপ দিয়ে খুব শক্ত করে আটকে নিয়েছি।এরপর গোলাপি রঙের কাগজ কেটে দেয়াল ও ফ্লোরে আঠা দিয়ে আটকে দিয়েছি। বাচ্চারা গোলাপি রঙটা খুব পছন্দ করে।তাই এই রঙটা দিলাম।
ধাপ-২
খাট বানাতে কার্ড বোর্ডকে সমান করে চারটি টুকরো করে নিলাম।এরপর আঠা দিয়ে চারটি লাগিয়ে নিলাম।এরপর সাদা কাগজ দিয়ে আঠা লাগিয়ে দিলাম।
ধাপ- ৩
এরপর খাটের দুই পাশের জন্য চার টুকরো কার্ড বোর্ড কেটে কলম দিয়ে এঁকে কেটে নিলাম।এবার কার্ড বোর্ডটি সাদা কাগজে রেখে মাপ মত কেটে নিলাম।এরপর কার্ড বোর্ডের মধ্যে সাদা কাগজ রেখে আঠা দিয়ে আটকে নিলাম।
ধাপ-৪
এরপর খাটের দুই পাশে আঠা দিয়ে লাগিয়ে নিলাম।
ধাপ-৫
এরপর উপরের খাটের জন্য পাশের জন্য মাপ দিয়ে কাগজ কেটে নিলাম।এরপর কাগজ কেটে সাদা কাগজ দিয়ে আঠা দিয়ে আটকে নিলাম।এরপর দ্বিতীয় খাটটিও করে নিলাম।
ধাপ-৬
এবার দ্বিতীয় খাটটিও আঠা দিয়ে লাগিয়ে দিলাম।
এরপর স্ট্র দুটোর মধ্যে সাদা কাগজ দিয়ে আঠা দিয়ে আটকে দিলাম। এরপর আর একটি স্ট্র ছোট ছোট করে কেটে সাদা কাগজে আঠা লাগিয়ে সিঁড়ি করে আঠা দিয়ে লাগিয়ে নিলাম।এরপর টিস্যু দিয়ে ভেতরে কার্ড বোর্ড দিয়ে পিলো করে খাটের উপর দিয়ে দিলাম।
উপস্থাপনাঃ
আশাকরি আমার বানানো কার্ড বোর্ড দিয়ে বাচ্চাদের বেডরুম আপনাদের কাছে ভালো লেগেছে।ভাল লেগে থাকলেই আমার বানানো সার্থক হবে।
পোস্ট বিবরন
শ্রেণী | কার্ড বোর্ড দিয়ে ডাই প্রজেক্ট |
---|---|
ডিভাইস | SamsungA20 |
ফটোগ্রাফার | @shimulakter |
লোকেশন | বাংলাদেশ |
ধন্যবাদ সবাইকে
🎀ব্লগটি পড়ার জন্য অনেক শুভেচ্ছা ওঅভিনন্দন সবাইকে।🎀
আমি শিমুল আক্তার। আমার ইউজার আইডি @shimulakter আমি একজন বাঙালি।বাংলায় লিখতে ও পড়তে পেরে অনেক বেশি ভাল লাগা কাজ করে আমার মধ্যে।গতানুগতিক কোন কাজ ই আমায় টানে না।সব সময় চেষ্টা করি নতুন কিছু করতে।বাংলাকে ভালবেসে "আমার বাংলা ব্লগ" এর সাথে আছি,থাকব আজীবন। অন্যের মতামতের মূল্যায়ন করি।মানুষকে ভালোবাসি,তাই চেষ্টা করি মানুষের উপকার হয় এমন কাজ করতে।
প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি খুবই চমৎকার ভাবে বাচ্চাদের বেডরুম তৈরি করেছেন। যেটা দেখতে দুর্দান্ত লাগছে। এই প্রতিযোগিতার মাধ্যমে সবার দক্ষতার বিকাশ ঘটছে। এটা তৈরি করতে আপনার নিশ্চয় অনেক সময় লেগেছে। ধন্যবাদ আপনাকে প্রতিটা ধাপ সুন্দর ভাবে বর্ণনা করার জন্য।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকেও। আপনার ভাল লেগেছে জেনে খুব ভাল লাগলো।
কার্ডবোর্ড দিয়ে অনেক সুন্দর করে বাচ্চাদের বেডরুম তৈরি করেছেন। এটা দেখতে অসাধারণ লাগছে। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনার মন্তব্য পেয়ে অনেক ভাল লাগলো। ধন্যবাদ আপু আপনাকে ও।
আপনি কার্ডবোর্ড ব্যবহার করে বাচ্চাদের বেডরুম তৈরি করে ফেলেছেন দেখছি।আসলে কার্ডবোর্ড দিয়ে খুবই সুন্দর সুন্দর জিনিসপত্র তৈরি করা যায়। এরকম প্রতিযোগিতাগুলোর মাধ্যমে কিন্তু আমরা আমাদের দক্ষতার প্রকাশ ঘটাতে পারি। আপনি অনেক সময় দিয়ে এটি তৈরি করেছেন যা দেখে বুঝতে পারছি। ভালো লাগলো আপনার প্রতিযোগিতা উপলক্ষে এই প্রজেক্ট তৈরি।
ধন্যবাদ আপু।
কার্ড বোর্ড দিয়ে বাচ্চাদের বেডরুম তৈরি দারুন হয়েছে আপু। সত্যি কথা বলতে এই কাজগুলো আমার অনেক ভালো লাগে। যদিও কখনো করা হয়নি। তবে আজকে আপনার কাছে নতুন ভাবে এই কাজগুলো শিখলাম। অনেক ভালো লেগেছে আপু। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
অনেক ধন্যবাদ আপু আপনাকে ও। আমার ব্লগটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক অনেক অভিনন্দন জানাই আপু।বাচ্চাদের দোতলা বেড গুলো দেখতে খুবই সুন্দর লাগে,আগে অনেক শখ ছিলো এরকম একটা দোতলা বেড বানাবো, কিন্তু সেই শখ আর পূরণ করা হয়নি।আপু আপনি কার্ড বোর্ড নিয়ে দোতলা বেড টি খুবই সুন্দর হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন।অনেক সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপু। শুভকামনা রইলো আপু।
আপনার মত আমারও শখ ছিল যখন ছেট ছিলাম এমন একটি বেডের। কিন্তু ভাড়া বাসায় শখের পূর্নতা পায়নি। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপু।
প্রথমে প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতা সহকারে কার্ড বোর্ড দিয়ে বাচ্চাদের বেডরুম তৈরি করেছেন। দেখে খুব ভালো লাগলো। বাচ্চাদের বেডরুম তৈরি করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়েছে। আপনার উপস্থাপন বেশ দুর্দান্ত হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত চমৎকার ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার জন্য শুভকামনা রইল আপু ।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে ও।
কার্ডবোর্ড দিয়ে বাচ্চাদের বেডরুম দেখে তো অবাক হয়ে গেলাম আপু। কি চমৎকার করে তৈরি করেছেন, যা দেখেই ভালো লেগে গেল। প্রথমে কার্ডবোর্ডগুলো কেটে তারপরে রঙিন কাগজে মুড়িয়ে আপনি খুবই নিখুঁত করে বাচ্চাদের বেডরুম তৈরি করেছেন। ছোট ছোট সোনা মনিরা এত সুন্দর বেডরুম পেলে তাদের হয়তো আনন্দের সীমাই থাকবে না। আপু, খুব সুন্দর করে কার্ডবোর্ড দিয়ে বাচ্চাদের বেডরুম তৈরি করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। এজন্য আপনাকে অনেক অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে এই প্রতিযোগিতায় সফলতা লাভ করুন এই কামনা করছি। ধন্যবাদ
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া। চেষ্টা করেছি মাত্র। যাই হোক আপনার কাছে ভাল লেগেছে জেনে খুব ভাল লাগলো।
সবাই চেষ্টা করছে নিজের ইউনিক আইডিয়া দিয়ে কিছু তৈরি করার। প্রতিযোগিতার মাধ্যমে সেই বিষয়টি উপলব্ধি করতে পারছি। ছোট বাচ্চাদের খেলনা বেডরুম খুব সুন্দরভাবে তৈরি করেছেন হাড বোর্ড দিয়ে দেখতে অনেক সুন্দর লাগছে।
অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
বাহ্ খুবই চমৎকার একটি বেডরুম তৈরি করে ফেলেছেন দেখছি বেডরুমে কি থাকা যাবে। যদিও আপনি বাচ্চাদের বেডরুম তৈরি করেছেন তাহলে আমাকে দিয়ে দিয়েন আমার বাবুকে এটি গিফট করবো। যাইহোক আপনি কিন্তু প্রতিযোগিতা উপলক্ষে বেশ চমৎকারভাবে এটি তৈরি করেছেন অনেক সময় ব্যবহার করে। প্রতিযোগিতার মাধ্যমে রকম অনেক কাজ দেখতে পারি আমরা। সেই সাথে দক্ষতার প্রকাশ ঘটাতে পারি। ভালো লাগলো।
মন্তব্য পড়ে খুব ভাল লাগলো। অনেক ধন্যবাদ ভাইয়া।