জেনারেল রাইটিং ---💕 " চেষ্টা করলে সব কাজই করা সম্ভব হয় "
আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগে সবাইকে স্বাগতম
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।
বন্ধুরা,আমি @shimulaktet,আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।কাজ সময়মতো না করা হলে আসলে ভালো থাকাটা ঠিক মতো হয়ে উঠে না।তাই এখন চেষ্টা করছি লেখার।আজ জেনারেল রাইটিং নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রতিদিন আমি চেষ্টা করে যাচ্ছি পোস্টের ভিন্নতা এনে নিজের সৃজনশীলতাকে প্রকাশ করতে।তাই আজ একটি জেনারেল পোস্ট শেয়ার করছি।আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লাগবে।
চেষ্টা করলে সব কাজই করা সম্ভব হয়ঃ
বন্ধুরা,আজ একটি জেনারেল রাইটিং আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি।আর সেই বিষয়টি হলো চেষ্টা করলে সব কাজই করা সম্ভব হয়।দেখুন, মানুষ সৃষ্টির সেরা জীব।সেরা জীব হলেই যে সবকাজে আমরা পারদর্শী হবো এমনটা কিন্তু নয়।প্রতিটি মানুষের মাঝেই কিছু কিছু দুর্বলতা রয়েই যায়।তবে সেই দুর্বলতাকে চাইলে মানুষ সেই দুর্বলতা থেকে মুক্ত হতে পারবে।তবে তার জন্য দরকার অবিরাম চেষ্টার।চেষ্টা করলে সব ই মিলে।
আমরা অনেকেই আছি এটা পারি না, ওটা পারি না করে বসে থাকি।কিন্তু না পেরে বসে থাকলে কি হবে। না, হবে না। আমরা যেকোনো কাজে চেষ্টা করলে সেই কাজে একদিন ঠিকই সফল হওয়া যায়। আর যেকোনো কাজ করতে করতেই সহজ হয়ে যায়।যেকোনো কাজ প্রথমে করতে গেলে কঠিন মনে হয়।তাই কোন কাজকে পারিনা বলে বসে না থেকে কাজটি শুরু করতে হবে।
বন্ধুরা, এই কমিউনিটিতে আসার আগে কোন গদ্যের লাইন লিখতে পারলেও কোন পদ্যের একটি লাইন ও আমার লেখার সাধ্য ছিল না।কিন্তু এখানে এসে পোস্টের ভিন্নতা খুঁজতে গিয়ে আমি আজ কবিতা,অনুকবিতা লেখার চেষ্টা করছি।খুব যে ভালো হয় তেমনটা বলবো না।তবে সবাই যে খুব সাপোর্ট করে তাতে করে কবিতা লেখার আগ্রহ আমার দিন দিন বেড়েই চলেছে।।তাই আমি মনে করি নিজের মধ্যে ইচ্ছা থাকলে প্রতিনিয়ত যেকোনো কাজ করে কাজটা সহজ করা যায়।
এমন আরো অনেক কাজ আছে আমি নিজের চেষ্টাতে নিজে সম্ভব করেছি। কারন আমার চেষ্টাটা ছিল।আমাদের মধ্যে এমন অনেকজন আছেন কোন একটি কাজ না পারলে সেটা করতে গেলে নিজেকে ছোট মনে করেন।এই ছোট মনে করা মানেই পিছিয়ে পরা।আমি মনে করি কোন কাজই ছোট নয়।আর কোন কাজই সহজ নয়।তবে চেষ্টার দ্বারা সহজ হয়।চেষ্টা করে সেই মানুষটি আসলে সেই কাজে সফলতা পেতে পারে।প্রতিটি মানুষের জীবনে সবকাজ সহজ হয়ে একবারে আসেনা।কারো কারো সফলতা পেতে অনেক বেশি কাঠখড় পোড়াতে হয়।আর কেউ বা অল্প সময়ের মধ্যে ই সফলতা লাভ করে থাকেন।তবে আমরা যদি প্রতিনিয়ত চেষ্টা করে যাই তবে যেকোনো কাজ করা আমাদের জন্য সম্ভব হবে এবং আমরা সফল হতে পারবো খুব সহজেই।
তাই বলবো এটাই হাত আর পা গুটিয়ে বসে থেকে পারিনা পারিনা বলা ঠিক নয়।আসুন আমরা প্রতিনিয়ত নিজ নিজ কাজগুলো করার চেষ্টা করে যাই।এতে করে কাজগুলো সহজ হবে।আর আমরা খুব সহজে সফলতার মুখ দেখতে পাবো।
আজ আর নয়।আশাকরি আমি আমরা জেনারেল রাইটিং এর বিষয়টি আপনাদের মাঝে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছি।আসুন আমরা এখন থেকেই চেষ্টা করে যাই আমাদের করতে না পারা কাজগুলো।চেষ্টা করলে সব কাজই করা সম্ভব।
পোস্ট বিবরন
বিষয় | জেনারেল রাইটিং |
---|---|
লেখা | @shimulakter |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
মানুষ পারেনা এমন কোন কাজ নেই। মানুষ চেষ্টা করলে সব কাজ করতে পারে। তবে অনেক মানুষ আছে তারা বসে বসে বলে এই কাজ পারে না ওই কাজ জানিনা। তবে ঠিক বলেছেন চেষ্টা করাই বিধায় আপনি পোষ্টের ভিন্নতা আনার জন্য কবিতা ও অনু কবিতা বিভিন্ন ধরনের পোস্ট করতেছেন। আসলে চেষ্টা করলে সব কিছু সম্ভব। সুন্দর একটি টপিক নিয়ে পোস্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।
অনেক ধন্যবাদ ভাইয়া।
একদম ঠিক কথা বলেছেন আপু চেষ্টা করলে কঠিন কাজও সহজ হয়ে যায়। তবে কোনো কাজ শুরু করার আগে মনে হয় কাজটি কঠিন কিন্তু যখন আমরা চেষ্টা করি তখন সকল কাজই সহজ হয়ে যায়। যেমন আপনি আপনার কবিতা লেখার আগ্রহটা সুন্দরভাবে উপস্থাপন করে বুঝিয়েছেন আমাদের মাঝে। ধন্যবাদ আপু।
ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য।
Twitter link
আপু সত্যি বলছি কিন্তু আপনি আজ একটি দারুন পোস্ট শেয়ার করেছেন। আমি শুধু মুগ্ধ হয়ে আপনার লেখা গুলো পড়ছিলাম। আসলে যারা বলে আমি এটা পারি না আমি ওটা পারিনা তাদের সাথে আমি পথ চলতে নারাজ। আমি মনে করি নিজের মধ্যে যদি ইচ্ছে শক্তি থাকে তাহলে কোন কিছুই অসম্ভব নয়। আর কথায় তো আছে- পারিবো না ও কথাটি বলিও না আর, একবার না পারিলে দেখ শতবার।