আমার স্বরচিত অনুভূতির কবিতা - 💞 " নতুন বছর এলো "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি স্বরচিত কবিতা নিয়ে হাজির হয়েছি।আশাকরি কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।
আমার স্বরচিত অনুভূতির কবিতাঃ
কানভা দিয়ে বানানো
বন্ধুরা,বছর ঘুরে নতুন বছর এলো।নতুন বছরে সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।নতুন বছরকে নিয়ে আজ একটি কবিতা লিখে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম।কবিতা লিখতে আর পড়তে আমার অনেক বেশী ভালো লাগে।তাই প্রতিনিয়ত নানা বিষয় নিয়ে নানা অনুভূতি নিয়ে আমি কবিতা শেয়ার করে থাকি।আজকে ভাব্লাম নতুন বছর নিয়ে একটি কবিতা লিখি।তাই লিখে নিলাম মনের অনুভূতি নিয়ে নতুন বছরকে নিয়ে কবিতাটি।আশাকরি আমার আজকের কবিতাটি আপনাদের সবার কাছে ভালো লাগবে।
নতুন বছর কে নিয়ে আমার আজকের কবিতার নাম দিলাম নতুন বছর এলো।নতুন বছর নিয়ে আমাদের আগ্রহের যেনো শেষ নেই।নতুন বছরকে বরন করতে আমরা কতো ই না আগ্রহ নিয়ে অপেক্ষা করে থাকি।বিগত বছরে যা কিছু আমরা হারিয়েছি তা মনে রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে।কারন আমাদের স্বপ্ন পূরণ করতে হবে নতুন বছরে।যে স্বপ্নগুলো আমরা বিগত বছরে পূরণ করতে পারিনি তা এই নতুন বছরে নতুন করে পূরণ করার জন্য নতুন বছরকে বরণ করতে অপেক্ষা করে থাকি।
নতুন বছরে আমাদের কে অনেক বেশী মানবিক হতে হবে।আমরা যদি মানবিক মানুষ হয়ে না উঠি তবে আমাদের স্বপ্নপূরণ কখনোই সম্ভব হবে না।সবার আগে দরকার আমাদের কে মানুষ হিসেবে নিজেকে মানবিক মানুষ হিসেবে গড়ে তোলা।আমাদের সবার মাঝে মানবতা জাগ্রত হোক।আমরা আমাদের স্বপ্নপূরণে এগিয়ে যেতে পারবো। এমন কিছু অনুভূতি নিয়ে আমার আজকের লেখা কবিতাটি।আশাকরি সবার কাছে আমার লেখা কবিতাটি ভালো লাগবে।
আসুন কবিতাটি আবৃত্তি করি---
কবিতার নাম - "নতুন বছর এলো"
লেখা-শিমুল আক্তার
নতুন দিনের নতুন বছর
এলো সবার ঘরে
আনন্দ আর ভালোবাসায়
নেবো বরণ করে।
বিগত বছর কেটেছে যেমন
এবার কাটুক ভালো
পুরনো বছরকে রেখে মনে
এগিয়ে যাবো আরো।
আনন্দ -বেদনা,সুখ-দুঃখ
সবকিছু নিয়েই জীবন
ভুলে গেলে চলবে নাতো
অতীত দিনের বেদন।
কষ্ট সয়ে ভালোবেসে
এগিয়ে যেতে হবে
জয় হবে তখনই কেবল
স্বপ্নপূরণ হলে।
নতুন বছরের নতুন দিনে
এই করেছি পণ
কাজকে ভালোবেসে যাব
জীবন থেকে আজীবন।
মানবতা থাকবে মনে
সব মানুষের তরে
মানবিক হয়ে উঠবো মোরা
নতুন বছরের তরে।
আজ আর নয়।আশাকরি আজকের কবিতাটি আপনাদের কাছে ভালো লেগেছে।আবার নতুন কোন কবিতা অন্য কোন অনুভূতি নিয়ে লিখব আশাকরি।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
শ্রেনি | কবিতা |
---|---|
ফটোগ্রাফির জন্য ডিভাইস | samsungA20 |
ফটোগ্রাফার | @shimulakter |
স্থান | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
আসলেই আমাদের গত বছরের থেকে পাওয়া অভিজ্ঞতাকে মনে রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে।সেই সাথে হতে হবে মানবিক।সেই প্রেক্ষিতে নতুন বছরকে কেন্দ্র করে সুন্দর অনুভূতিময় নতুন বছর এলোরে নামের একটি সুন্দর ভাবময় কবিতা লিখে শেয়ার করেছেন ।আপনার কবিতার বাণীর মতই সবার জীবন হোক উৎফুল্ল। ধন্যবাদ কবিতা টি শেয়ার করার জন্যে।
অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
X-promotion
নতুন বছরকে নিয়ে আপনি আজকে অনেক সুন্দর একটা কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতার প্রতিটা লাইন অনেক বেশি সুন্দর হয়েছে। মনটা একেবারে ভালো হয়ে গেলো আপনার লেখা পুরো কবিতাটা পড়ে। খুব সুন্দর একটা টপিক নিয়ে কবিতাটা লেখায় বেশি ভালো লেগেছে।
সুন্দর ও সাবলীল মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।
প্রথমেই জানাই আপু আপনাকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছরকে ঘিরে দারুণ কবিতা লিখেছেন। নতুন বছরের সব কিছু আবার নতুন করে শুরু করবো আমরা। নতুন বছরে আমরা সবাই মিলে মিশে থাকবো। কবিতার প্রতিটি লাইন খুব সুন্দর হয়েছে। নতুন বছরের সবার ইচ্ছে পূরণ হোক। এই বছরটি সবার ইচ্ছে পূরণের বছর হয়ে ধারা দিক সবাই ভাল থাকে এই কামনাই করি। সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ আপু।
ধন্যবাদ দিদি।সুন্দর মতামত তুলে ধরার জন্য।
নতুন বছর নিয়ে আপনি খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। এই কবিতা পড়ে অনেক ভালো লাগলো। কবিতার ভাষাগুলো অসাধারণ হয়েছে।
অনেক ধন্যবাদ জানাই।
নতুন বছর নিয়ে আপনি চমৎকার একটা কবিতা লিখেছেন। সত্যি আমরা সবাই পুরানো দিনের সকল কিছু মুছে ফেলে নতুনকে বরণ করে নেওয়ায় আমাদের উচিত। আপনার কবিতা অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সুন্দর মতামত ব্যক্ত করার জন্য অনেক ধন্যবাদ আপু।
নতুন বছরের অনেক শুভেচ্ছা জানাই আপু। বেশ ভালো লাগলো আপনার আজকের কবিতাটা পড়ে। নতুন বছরকে নিয়ে খুব চমৎকার একটা কবিতা লিখেছেন। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটা কবিতা লিখে শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপু।
বেশ ভালো লাগলো আপনার কবিতাটি পড়ে। আমাদের সবারই ফেলে আসা বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন বছরে সামনে এগিয়ে যেতে হবে। এবং সবার মনে মানবতা জাগ্রত করে জীবের সেবা করে যেতে হবে।তবেইতো জীবন সার্থক হবে। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।
অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।