আমার স্বরচিত অনুভূতির কবিতা -- 💞 " বৃষ্টি আর অতীত স্মৃতি "
সবাইকে নতুন আর একটি দিনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি।
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভাল আছেন। আমি ও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভালো আছি।
আমি@shimulakter,আমি একজন বাংলাদেশী।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার। প্রতিদিনের মত আমি আজও এসেছি নতুন একটি পোস্ট নিয়ে।আমার আজকের পোস্ট স্বরচিত কবিতা।আমার পোস্ট আপনাদের কাছে ভালো লাগে এমনটাই প্রত্যাশা করি।
আমার স্বরচিত অনুভূতির কবিতাঃ
কানভা দিয়ে বানানো
সত্যি কথা বলতে কবিতা বলেন আর অনুকবিতাই বলেন ইচ্ছে হলেই কিন্তু লেখা যায় না।কবিতা লিখতে হলে অনুভূতির দরকার আছে।আমি আবার ছন্দ ছাড়া কবিতা একদমই লিখতে পারিনা।আমি সব সময় চেষ্টা করি সহজ ও সাবলীল ভাষায় কবিতা লেখার।কখনো কবিতা লিখবো ভাবিনি।তবে আজ আমাদের শ্রদ্ধেয় @rme বড় দাদার অনুকবিতা পড়ে পড়ে এতো বেশী ভালো লাগা মনের মাঝে তৈরি হয়েছে যে আজ কবিতা লিখতে যেমন ভালো লাগে ঠিক তেমনি পড়তে ও ভালো লাগে।
আমি বেশ অনেকদিন থেকে আপনাদের মাঝে কবিতা ও অনুকবিতা শেয়ার করে আসছি।এই কমিউনিটিতে যোগ দেয়ার পর থেকে প্রতিনিয়ত ছোট দাদা ও হাফিজ ভাইয়ার কবিতা গুলো ও আমার আবৃত্তি করা হয়।যার ফলে ধীরে ধীরে কবিতা লেখার প্রতি আরো বেশী আগ্রহ জন্ম নেয়।তারই ধারাবাহিকতায় আজ ও চেষ্টা করে চলেছি কবিতা লেখার।আমার বাংলা ব্লগ এর সকল সদস্য ভাই ও বোনদের অনুপ্রেরণায় কবিতা লেখার প্রতি আরো বেশী আগ্রহ আমার মাঝে বাড়তে থাকে।এভাবেই প্রতিনিয়ত কবিতা লেখার চেষ্টা করে যাব।আপনাদের অনুপ্রেরণায় এভাবে একের পর এক কবিতা আমি লেখার চেষ্টা করে যাব।
আজকের কবিতাটির নাম "বৃষ্টি আর অতীত স্মৃতি"।আজ দুই তিন দিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে।এই রকম বৃষ্টি হলে বাইরে যাওয়া আসা খুব বেশী কষ্টকর।এমন বৃষ্টির দিনে মনটা কিন্তু উদাস হয়ে যায়।বসে থেকে থেকে ছেলেবেলার অতীত স্মৃতিগুলো মনের দরজায় সত্যি ই কড়া নাড়ে।মনটা অতীত স্মৃতিতে হারিয়ে যায়।আর এই ঘন কাল মেঘ দেখে মনের মধ্যে জমে থাকা হাজারো পুরনো স্মৃতি গুলো মনে দোলা দিয়ে যায়।আমার আজকের কবিতাটি মূলতঃ সেই রকম কিছু অনুভূতি নিয়ে লেখা।আশাকরি প্রতিনিয়ত আপনাদের সাপোর্ট আমার মধ্যে প্রেরণা জোগাবে নতুন নতুন কবিতা লেখার।
আসুন,কবিতাটি আবৃত্তি করে আসি---
কবিতার নাম-- বৃষ্টি আর অতীত স্মৃতি
লেখা - শিমুল আক্তার
আকাশে কালো মেঘ জমেছে
এখনই বুঝি নামবে বৃষ্টি
চোখের কোণে শ্রাবণধারা
বয়ে চলেছে নিরবধি।
মেঘে মেঘে মিলন হলে
ঝরে পরে বৃষ্টিরধারা
পৃথিবীতে নামে তখন
শীতল করা জলধারা।
মনটা তখন উদাস হয়ে
চেয়ে থাকি আকাশ পানে
দুহাত দিয়ে অনুভব করি
স্পর্শ করি বৃষ্টিরধারা।
উতলা হাওয়ায় মনটা তখন
কতো স্মৃতির আনাগোনা
হারিয়ে যাওয়া দিনগুলো মোর
ভীড় করে যে মনের কোণে।
হারিয়ে যাওয়া সেই দিনগুলো
স্মৃতির পাতায় মিশে আছে
বাদল দিনের এই অবেলায়
ভাবছি বসে আজ আমি।
আজ আর নয়।আশাকরি আমার আজকের কবিতাটি আপনাদের ভাল লেগেছে।ভাল না লেগে থাকলেও কমেন্ট করে জানাবেন। আমি প্রতিনিয়ত নতুন নতুন কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব।সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
শ্রেনি | কবিতা |
---|---|
ফটোগ্রাফির জন্য ডিভাইস | samsungA20 |
ফটোগ্রাফার | @shimulakter |
স্থান | ঢাকা,বাংলাদেশ |
বড় দাদার কবিতা আমার কাছে বেশ ভালো লাগে,তবে আমি কবিতা লিখতে পারি না।হাজারো চেষ্টা করে এক লাইনও লিখতে পারিনা।কবিতার লাইনগুলো বেশ চমৎকার। ধন্যবাদ
অনেক ধন্যবাদ আপু।
আপু বৃষ্টি এবং অতীত স্মৃতিকে নিয়ে বেশ দারুন একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা আজকের কবিতাটি আমার কাছে বেশ ভালোই লেগেছে। গতকাল যখন বৃষ্টি হলো তখন আমি নিজেও এমন বৃষ্টিতে বেশ ভিজেছিলাম। ধন্যবাদ আপু সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সুন্দর একটি মন্তব্য শেয়ার করেছেন এজন্য অনেক ধন্যবাদ আপু।
বৃষ্টি আর অতীতের স্মৃতি গুলি নিয়ে আপনি সুন্দর একটি কবিতা লিখেছেন আপু।অতীতের বৃষ্টি গুলো আসলেই যেন স্মৃতির পাতায় রয়ে গিয়েছে সবার জীবনে।ভালো লাগলো পোস্টটি ।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।
বাহ আপু আপনি তো মনের অনুভূতি দিয়ে সুন্দর কবিতা লিখেছেন।বৃষ্টি আর অতীত স্মৃতি কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। তবে আমাদের এইদিকে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির সময় সবাইর অতীতের কথা মনে পড়ে। তবে আপনার কবিতার প্রতিটি লাইন অসাধারণ হয়েছে। এই ধরনের কবিতাগুলো বারবার পড়তে মন চায়। মনের অনুভূতি দিয়ে সুন্দর কবিতা লিখে শেয়ার করেছেন আমাদের মাঝে।
সুন্দর ও সাবলীল মন্তব্য করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।
অসাধারণ! আপনার কবিতা "বৃষ্টি আর অতীত স্মৃতি" পড়ে মনটা সত্যিই খুব ভালো লাগলো। বৃষ্টির দিনের নীরবতা আর স্মৃতির আনাগোনার অনুভূতি যে কতটা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন, তা সত্যিই প্রশংসনীয়। আপনার ছন্দময় ভাষা এবং সহজবোধ্য বর্ণনা মন ছুঁয়ে গেছে। আশা করি, আপনি এভাবে আরও অনেক কবিতা আমাদের উপহার দেবেন। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য। আল্লাহ আপনাকে ভালো রাখুন।
[@redwanhossain]
সুন্দর ও গঠনমূলক মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো।ধন্যবাদ জানাচ্ছি।
খুবই চমৎকার একটি কবিতা লিখেছেন আপু বৃষ্টি ও অতীতের স্মৃতি কে ঘিরে। লাইনগুলো এতটা সুন্দর ভাবে উপস্থাপন করেছেন যা পড়ে বেশ মুগ্ধ হলাম।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।