আমার স্বরচিত অনুভূতির কবিতা - ❤️❤️ " তোমার জন্য " ❤️❤️
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি স্বরচিত কবিতা নিয়ে হাজির হয়েছি।আশাকরি কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।
আমার স্বরচিত অনুভূতির কবিতাঃ
কানভা দিয়ে তৈরি
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে হাজির হয়ে গেলাম নতুন একটি কবিতা নিয়ে।কবিতা পড়তেও লিখতে খুবই ভালো লাগে আমার।প্রতিনিয়ত নানা বিষয়ের উপর ভিত্তি করে আমি কবিতা লেখার চেষ্টা করি।আর কবিতার লাইনগুলো চেষ্টা করি সহজ সরল ভাষায় লেখার।আজকের কবিতাটি ভালোবাসার অনুভূতি নিয়ে লেখা।
কবিতা লেখা কিন্তু সহজ বিষয় নয়।কবিতা লিখতে হলে বেশকিছু বিষয়ের উপর লক্ষ্য রাখতে হয়।আমি সব সময় চেষ্টা করি কবিতা লেখার সময় সেই বিষয় গুলোর দিকে।কবিতার মধ্যে কুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো ছন্দ। কবিতার মধ্যে ছন্দ থাকলে সেই কবিতাগুলো পড়ে ভীষণ ভালো লাগে।
কবিতা হলো মনের অনুভূতি। মনের অনুভূতি যে যেভাবে ফুটিয়ে তুলে কবিতা লিখে সেটাই মূলত কবিতা হয়ে যায়। অবশ্য গদ্য ময় কবিতা ও আছে।যাই হোক আমার আজকের কবিতাটির নাম হলো **তোমার জন্য। **যেহেতু আজ ভালোবাসার অনুভূতি নিয়ে কবিতা লিখছি তাই কবিতার প্রতিটি লাইন ভালোবাসার অনুভূতি দিয়েই লেখার চেষ্টা করেছি।ভালোবাসা এমন এক অনুভূতি যা অনুভুতি দিয়ে ই বুঝতে হয়।লেখার মধ্যে সেই অনুভূতি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি মাত্র। আশাকরি আপনাদের কাছে আমার আজকের এই কবিতাটি ভালো লাগবে।
প্রিয় মানুষটিকে নিয়ে মনের মাঝে কতোকিছুই না ভেসে উঠে।মনের মানুষের জন্য আমরা কতো কিছুই না করি।মানুষটিকে কাছে পেলে মনের সব কথা বলে হালকা হতে তার জন্য অপেক্ষা করা।তার মুখের কথা,মিষ্টি হাসি আমাদের ভাবনাকে আরো বেশী চঞ্চলতায় ভরিয়ে তোলে।দুজন মানুষ দুজনাকে ভালোবেসে সারাজীবন পাশে থাকার অঙ্গীকার করে।এমন কিছু অনুভূতি নিয়ে আজকের এই কবিতাটি লেখা।
আসুন কবিতাটি আবৃত্তি করি---
কবিতার নাম - "তোমার জন্য "
লেখা-শিমুল আক্তার
তোমার জন্য পথ চেয়ে
এই নিরালায় আছি বসে
কখন তুমি আসবে কাছে
দেখবো তোমায় দুচোখ ভরে।
কতো কথা জমে আছে
ছোট্ট এই মনের মাঝে
রাতদিন যে কেটে যাবে
মিষ্টি কথার আলাপনে।
তোমার মায়ায় পরেছি বাঁধা
কাটে না সময় তোমাকে ছাড়া
একা বসে বসে আজ ই
পথপানে চেয়ে প্রতীক্ষাতে।
কাছে এসে মিষ্টি হেসে
কতো কথা যাও যে বলে
মিষ্টি মুখের মিষ্টি কথা
শুনতে বড্ড ভালো লাগে।
ভালোবেসে শুধু দুজন
দুজনাতে রইবো মিশে
ভালোবেসে পাশে থেকো
তুমি আমার আপন হয়ে।
আজ আর নয়।আশাকরি আজকের কবিতাটি আপনাদের কাছে ভালো লেগেছে।আবার নতুন কোন কবিতা অন্য কোন অনুভূতি নিয়ে লিখব আশাকরি।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
শ্রেনি | কবিতা |
---|---|
ফটোগ্রাফির জন্য ডিভাইস | samsungA20 |
ফটোগ্রাফার | @shimulakter |
স্থান | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
আসলেই আমাদের প্রিয় মানুষটিকে নিয়ে আমাদের নিজেদের মনে কল্পনা জল্পনার শেষ নেই। অজস্র স্বপ্ন বুনে থাকি সেই প্রিয় মানুষটিকে নিয়ে। সঠিক বলেছেন কাছের মানুষটিকে নিজের সব কষ্টের কথাগুলো বলে একটু হলেও হালকা লাগে। সেই প্রিয় মানুষের প্রতি উৎসর্গ করে চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার লেখা তোমার জন্য কবিতার মধ্যে প্রিয় মানুষের প্রতি প্রেম ভক্তির এক চরম প্রকাশ ঘটেছে। দোয়া রইল আপনাদের বন্ধন অটুট থাকুক।
অনেক ভালো লাগলো মন্তব্যটি পড়ে। ধন্যবাদ জানাচ্ছি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
X-promotion
অনেক সুন্দর একটি কবিতা লিখে উপস্থাপন করেছেন আপু। আপনার লেখা চমৎকার এই কবিতা আমাকে মুগ্ধ করেছে। কবিতার ভাষা অনেক সহজ সরল এবং সাবলীল। লাইনগুলো বেশ দারুন। কবিতার মধ্যে অনেক ভালোলাগা খুঁজে পেলাম।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
আপু আপনার লেখা 'তোমার জন্য' শিরোনামের কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। কবিতাটির মধ্যে এক অকৃত্রিম ভালোবাসার চমৎকার অনুভূতি দারুণভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। অনেক সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।
প্রিয় মানুষকে নিয়ে আপনার মনের অনুভূতি খুব সুন্দর ভাবে এই কবিতার মধ্যে ফুটিয়ে তুলেছেন। আমাদের সবার মধ্যেই প্রিয় মানুষকে নিয়ে অনেক ধরনের অনুভূতি ভালোলাগা রয়েছে। কেউ সেগুলো মুখে বলে বোঝাতে পারে কেউ বা আবার বিভিন্ন কবিতার মাধ্যমে তুলে ধরে। যাই হোক আপনার কবিতা পড়ে অনেক ভালো লেগেছে। কবিতার প্রতিটা লাইন খুব সুন্দর ভাবে মিলিয়ে লিখেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপু মতামত প্রকাশ করে পাশে থাকার জন্য।
আপু আপনি আপনার প্রিয় মানুষটাকে ঘিরে ধারণ কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে আমার কাছে ভীষণ ভালো লাগলো। আর আপনার কবিতার বর্ণনায় অনুভূতিটা পড়ে আরো বেশি ভালো লাগলো। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
সুন্দর ও সাবলীল মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।
এত সুন্দর অনুভূতি নিয়ে আজকের এই কবিতা লিখেছেন দেখে ভালো লাগলো। ভালোবাসার অনুভূতি অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে এই কবিতার প্রতিটা লাইনের মধ্যে। আপনার আজকের কবিতাটা যতই পড়ছিলাম ততই আমার কাছে ভালো লাগছিল। আপনি কিন্তু অনেক দারুন কবিতা লিখতে পারেন এটা বলতেই হচ্ছে।
অনেক ভালো লাগলো আপু আপনার মন্তব্যটি পড়ে। অনেক ধন্যবাদ আপনাকে।
যেন অন্যরকম ভালোলাগা নিয়ে কবিতা লিখেছেন। সব মানুষ চাই নিজের ভালোবাসার মানুষের ভালবাসা পেতে। ভালোবাসার মানুষকে ঘিরে কত কথা মনের মধ্যে জমে থাকে। খুবই সুন্দর লিখেছেন আপনি। অনেক ভালো লাগলো আপনার লেখা।
ধন্যবাদ জানাচ্ছি।