অধিকাংশ ক্ষেত্রে মানুষের চরিত্র বা অভ্যাস ভালো অথবা খারাপ হওয়াটা নির্ভর করে তার পরিবারের উপর ভিত্তি করে।একটা সন্তান ছোট থেকেই তার বাবা মা সহ পরিবারের অন্যান্য সদস্যদের আচরণ আয়ত্ত করতে শিখে। পরিবারের সদস্যগণ যদি অভ্যাসের অধিকারী হন, তাহলে সন্তানও ভালো অভ্যাসের দাস হয়ে গড়ে উঠবে।
অন্যথায়, সন্তানের অভ্যাস হবে খারাপ।