ওয়ালমেট পেইন্টিং
হ্যালো আমার বাংলা ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভলো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার নিজের হাতে আঁকা আরও একটি ছবি🖼️। আমি ছবি আঁকতে অনেক ভালোবাসি💞।তাই বার বার আামার নিজের আঁকা ছবি আপনাদের সাথে শেয়ার করি🥰।আজও তার ব্যতিক্রম নয়।আশা করি ভালো লাগবে আপনাদের।
আজ আমি আপনাদের সামনে একটি ওয়ালমেট পেইন্টিং শেয়ার করবো। আমি প্রথমে ভেবে পাচ্ছিলাম নাকি আর্ট করব। যেহেতু গতকাল আমার পরীক্ষা শেষ হয়,তো সেটার একটা ভালো লাগা কাজ করছিলাম মনের মধ্যে। মনের মধ্যেই কলেজে না যাওয়ার একটা আনন্দ অন্যরকম ভাবে কাজ করছে।তো সেই ভালো লাগা থেকে বিভিন্ন ধরনের গান শুনছিলাম। গান শুনতে শুনতে হঠাৎ মনে পড়লো গানের কিছু ইন্সট্রুমেন্ট একেঁ ফেলি । সেখান থেকেই মাথায় আসলো আমি একটি গিটারের ছবি এঁকে ফেলি। তো আমি কিভাবে ওয়ালমেট পেইন্টিংটি করেছি তা আপনাদের সামনে উপস্থাপন করছি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করে দেই।
পেইন্টিং টি করতে যা যা ব্যবহার করেছি তা নিচে দেওয়া হলো।
ছবি আঁকার মূল উপকরণ :
১.একটি মোটা বোর্ড
২.জল রং
৩.রং করার জন্য তুলি
৪. 2b পেন্সিল
আমি তুমি একটি হার্ডবোর্ডের মত মোটা ও শক্ত বোর্ড নিয়েছি।
এরপর আমি হার্ডবোর্ডের উপরে হলুদ গেরুয়া রং দিয়ে সম্পূর্ণ অংশটি রং করে নিয়েছি। ছবিতে যেমনটি দেখছেন।
এ পর্যায়ে আমি যেটি আঁকবো সেটির একটি নমুনা চিত্র একে নিয়েছি 2 b পেন্সিল দিয়ে । ছবিটিতে আমি একটি গিটার একেঁছি এবং গিটারের উপরে এবং চারিপাশে আমি কিছু আলপনার মত ছবি এঁকেছি।
লাল রং দিয়ে আমি সম্পূর্ণ ডিজাইনটি এঁকে নিয়েছি। লাল রং দিয়ে আমি যে আলপনার মতো ডিজাইনটি করেছি সেটি করতে আমার অনেক সময় লেগেছে এবং ধৈর্যের প্রয়োজন হয়েছে। আসলে আর্ট এমন একটি বিষয় যা ধৈর্য থাকলেই সুন্দর কিছু ফুটিয়ে তোলা সম্ভব।
এ পর্যায়ে আমি নেভি ব্লু রঙ দিয়ে গিটারটির সেপ এঁকে নিয়েছি এবং গিটারটির তারগুলো এঁকে নিয়েছি নেভি ব্লু রং দিয়ে।
নেভি ব্লু রং দিয়ে লাল রঙে করা ডিজাইন টির উপরে আমি রি ড্র করে নিয়েছি। যাতে ছবিটি দেখতে আরো ভালো লাগে।
আমি গিটারের সাইডের দিকে একটি সুর বের হয়ে যাচ্ছে এরকম কিছু প্রতিক এঁকে নিয়েছি নেভি ব্লু রং এর সাহায্যে।
এ পর্যায়ে আমি ছবিটি যেখানে এঁকেছি তার চারিপাশে কিছু অংশ ফাঁকা রেখেছি এই ফাঁকা অংশে কালো রং দিয়ে পূরণ করেছি। যা দেখতে একটি ফ্রেমের মতো দেখাচ্ছে।
এরই মাধ্যমে আমি আমার আর্টটি সম্পন্ন করি। যার কিছু ছবি আপনাদের সামনে তুলে ধরছি।
তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি। আমার আর্ট টি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার জন্য দোয়া করবেন। সকলের জন্য শুভকামনা রইল।
hr>
আমি তাইয়্যেবা সরকার শ্যামা। আমি বাঙ্গালী। বাঙ্গালী হিসেবে আমি গর্ব বোধ করি। আমি অনার্স প্রথম বর্ষে পড়ি। আমি ঘুরতে ভালোবাসি। সময় পেলে পরিবার ও বন্ধুদের সাথে ঘুরি। আমি ছবি আঁকতে এবং নতুন কিছু তৈরি করতে ভালোবাসি। বই পড়তেও ভালো লাগে। এছাড়াও আমি অন্যের মতামতকে সম্মান করি। নতুন মানুষের সাথে পরিচিত হতে এবং অভিজ্ঞতা অর্জন করতে পছন্দ করি। সবসময় নতুন কিছু জানার চেষ্টা করি এবং নিজের জীবনে তা প্রয়োগ করার চেষ্টা করি।সাংস্কৃতিক বিষয় গুলো আমার ভালো লাগে।
বিষয়:নিজ হাতে আঁকা ছবি
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ....
আর্ট করতে আপনার ভীষণ ভালো লাগে, সেটা আপনার আর্টের হাত দেখেই বোঝা যাচ্ছে। লাল রঙ এত আলপনা দিয়ে খুব সুন্দর করে গিটারের ডিজাইন করেছেন। তবে সায়মা আপু, একটা সাজেশন থাকবে, ফাইনাল আউটলুক এর ছবি গুলো রোটেট করে নিলে দেখতে আরো সুন্দর হতো। আর আপনার ফুটারের দিকে (আপনার ছবির ঠিক উপরে) একটু লক্ষ রাখবেন।
ধন্যবাদ আপনাকে আপু।আমি এরপর থেকে আপনার ধরিয়ে দেয়া আমার ভূলটি সংশোধন করার চেষ্টা করবো।
অসাধারণ একটি ওয়ালমেট পেইন্টিং করেছেন। পেইন্টিং টা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
ধন্যবাদ আপনাকে। দোয়া করবেন ও সাথে থাকবেন। আপনার জন্য শুভকামনা রইল।
পরীক্ষা শেষের আনন্দ দারুন ভাবে উপভোগ করছেন তাইলে। গান শুনতে শুনতে আইডিয়া টা চমৎকার এসেছে।এভাবে ম্যান্ডালা দিয়ে ওয়ালমেট আগে কখনো দেখিনি।চমৎকার লাগছে ওয়ালমেটটি। আপনার প্রতিভায় মুগ্ধ হয়ে গেলাম।ধন্যবাদ আপু চমৎকার ওয়ালমেটটি শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।
পরীক্ষা শেষ হয়ে গেছে জেনে ভালো লাগলো আপু। পরীক্ষা শেষ হলে খুবই ভালো লাগে। আপু আপনার তৈরি করা ওয়ালমেট পেইন্টিং অনেক সুন্দর হয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেক অনেক শুভকামনা রইলো আপু।
ধন্যবাদ আপনাকে। আমার পোস্টটি পরে সুন্দর মন্তব্য করার জন্য।
আপনার পরীক্ষা শেষ হয়ে যাবার কারণে মনের মধ্যে ভালো লাগা কাজ করছে এটা জেনে খুবই ভালো লাগলো আপু। খুবই সুন্দর একটা ওয়ালমেটের পেইন্টিং তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। ভিন্ন ধরনের এই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।
আসলে জল রং দিয়ে আঁকা পেইন্টিং গুলো খুবই অসাধারণ হয়ে থাকে। জল রং দিয়ে আঁকা পেইন্টিং দেখতে খুবই সুন্দর দেখায় । আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে ওয়ালমেট পেইন্টিং করেছেন। আপনার ওয়ালমেট পেইন্টিং খুবই অসাধারণ হয়েছে। আপনার আঁকা ওয়ালমেট পেইন্টিং অনেক সুন্দর হয়েছে। আমাদের মাঝে খুব দুর্দান্তভাবে উপস্থাপন করেছেন। এত চমৎকার আর্ট পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
ধন্যবাদ আপনাকে। দোয়া করবেন আমার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
জাস্ট অসাধারন একটি ওয়ালমেট পেইন্টিং তুমি নিখুঁতভাবে করে আমাদের সাথে শেয়ার করেছ।তোমার পেন্টিং করা ওয়ালমেটকে দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম।এত সুন্দর একটি ওয়ালমেট পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে।♥♥
ধন্যবাদ আন্টি আমার পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য করার।
আপু পরীক্ষা শেষ আর কলেজ ছুটি মানেই হলো বিন্দাস লাইফ। একটা সময় আমারও এমন অনুভূতি হতো। তবে আপনি গান শুনতে গিয়ে সেখান থেকে আইডিয়া নিয়ে খুবই চমৎকার পেইন্টিং করেছেন। আপনার এই পেইন্টিং আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ধরনের পেইন্টিং দেয়ালে টানিয়ে রাখলে দেখতে অনেক ভালো লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আপনার পেইন্টিং এত সুন্দর হয়েছে দেখে মনেই হয় না আপনি নিজের হাতে করেছেন। ধন্যবাদ এত সুন্দর পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি পরে এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।
পরীক্ষা শেষ হলেই আমরা অনেক ফ্রী সময় পার করি । এ সময় আপনি সুন্দর একটি ওয়ালমেটের পেইন্টিং আমাদেরকে উপহার দিলেন। অসম্ভব সুন্দর হয়েছে জল রং দিয়ে অঙ্কিত পেইন্টিংটি। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ
ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি দেখে সুন্দর একটি মন্তব্য করার জন্য।
আপনার দক্ষতা মূলক কাজ এত সুন্দর ছিল যেটার প্রশংসা করা লাগে। এত নিখুঁতভাবে আপনি এটি অঙ্কন করেছেন, যেটা দেখে আপনার দক্ষতার প্রশংসা করা লাগে। জল রং ব্যবহার করে ওয়ালমেট পেইন্টিং করেছেন আপনি। এই ওয়ালমেট যদি ঘরের দেয়ালে লাগিয়ে রাখা হয়, তখন দেখতে অনেক বেশি ভালো লাগবে। ঘরের সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি পাবে এটি যদি লাগানো হয়।
ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।