লেভেল ৩ হতে আমার অর্জন - By@sharmin86(shy-fox ১০%বেনিফিশিয়ারী।)

আসসালামুয়ালাইকুম। আমার বাংলা ব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন ।আমিও ভাল আছি ।আলহামদুলিল্লাহ

আমি লেভেল ৩ গত চারটি ক্লাস করেছি। ক্লাসে আমার শিক্ষক হিসেবে ছিলেন @hafizullah,@engrsayful@alsarzilsiam ভাইয়ারা। তারা যথেষ্ট আন্তরিকতার সঙ্গে এবং সময় নিয়ে আমাদের মার্কডাউন কোডিং, কনটেন্ট এবং কিউরেশন বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করেছেন।আমি গতকাল আমার লেভেল ৩মৌখিক পরীক্ষা দিয়েছি।মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হবার পর আজ আমি লিখিত পরীক্ষা দিচ্ছি।

WhatsApp Image 2021-12-20 at 3.02.51 PM.jpeg

মার্কডাউন কি ?

কোন একটা লেখাকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্যএবং লেখাকে দৃষ্টিনন্দন করার জন্য আমরা লেখার ভিতর যেসব কোডগুলো ব্যবহার করি তাকে মার্কডাউন বলে ।

মার্কডাউন কোডের ব্যবহার কেন গুরুত্বপূর্ণ ?

যেকোনো কনটেন্ট সুন্দর ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার জন্য মার্ক ডাউনকোডের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি কোন লেখাকে একটু বড় বা ছোট করতে চাই, কোন কোড লেখার ভিতরে উক্তি যুক্ত করতে চাই, কোন গুরুত্বপূর্ণ অংশ কে বোঝাতে চায় তাহলে আমাদের বিভিন্ন মার্কডাউন কোড ব্যবহার করতে হবে ।যেমন : হেডার ,ইটালিক, বোল্ড,টেবিল ,টেক্সট জাস্টিফাই ,কোট করা ,হাইলাইট ,সেন্টার ইত্যাদি মার্কডাউন বিভিন্ন ব্যবহার করলে কনটেন্ট আরও বেশি আকর্ষণীয় এবং সুন্দর দেখাবে ।এসব ক্ষেত্রে আমাদের অবশ্যই মার্ক ডাউনকোডের ব্যবহার করতে হবে।

পোষ্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে কিভাবে দৃশ্যমান করে দেখানো যায় ?

আমরা যদি কোন পোস্টের ভেতর মার্ক ডাউন কোডের প্রতিফলন না ঘটিয়ে দৃশ্যমান করতে চাই তাহলে পোস্টের শুরুতে চারটা স্পেস দিলেই হবে তাতেই কোডটি দৃশ্যমান হয়ে যাবে ।এছাড়াও পোস্টের শুরুতে এবং শেষে এপোস্টপি ('কোড') চিহ্ন বহার করেও কোডটি দৃশ্যমান করা যায়।

নিচের ছবিতে দেখানো টেবিলটি কিভাবে তৈরি করা হয়েছে? মার্কডাউন কোডগুলো উল্লেখ করুন

| User  | Post |Steem power|
| ------------- | ------------- |------------- |
| User 1   | 10 |500|
| User 2  | 20  |900|

সোর্স উল্লেখ করার নিয়ম কি?

নিচে আমি সোর্স উল্লেখ করার নিয়ম দেখিয়ে দিচ্ছি

[source](https://www.youtube.com)

বৃহৎ হতে ক্ষুদ্র - ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড লিখুন

# আমার বাংলা ব্লগ
## আমার বাংলা ব্লগ
### আমার বাংলা ব্লগ
#### আমার বাংলা ব্লগ
##### আমার বাংলা ব্লগ
###### আমার বাংলা ব্লগ

টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোড টি লিখুন

টেক্সট জাস্টিফাই এর মার্কডাউন কোড নিচে দিয়ে দিচ্ছি ।

   <div class="text-justify">টেক্সট </div>

কনটেন্টের টপিকস নির্বাচনে কোন বিষয়ের উপর বেশী গুরুত্ব দেয়া উচিত?

শুধু মাত্র কোন কিছু লেখাকেই কনটেন্ট বলে না। আমরা কোন নির্দিষ্ট বিষয়ে যদি আমাদের জ্ঞান অভিজ্ঞতা এবং সৃজনশীলতা সমন্বয়ে মাধ্যমে আমাদের ভালোলাগা-মন্দলাগা তো উপস্থাপন করতে পারে তবে সেটা কনটেন্ট হিসেবে গণ্য হবে। যেসব বিষয় আমাদের জ্ঞান ,অভিজ্ঞতা এবং দক্ষতা বেশি রয়েছে সেসব কনটেন্ট আমাদের নির্বাচন করা উচিত। এছাড়া কমিউনিটিতে কিছু শেয়ার করতে চাইলে নির্দিষ্ট কিছু নিয়ম আছে সেগুলো আমাদের চলা উচিত।এটা না করে আমরা যদি শুধু ধারাবাহিকভাবে বর্ণনা করে যাই ছবির সাথে লেখার কোন মিল না থাকে তাহলে লেখা বা পোস্ট আকর্ষণীয় হবে না।

ধরুন প্রতি STEEM কয়েনের মূল্য $0.50 । আপনি একটি পোস্টে $7 এর ভোট দিলেন। তাহলে আপনি কত $ [USD] কিউরেশন রেওয়ার্ড পাবেন ?

উত্তর : $ 3.5[USD]

সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়ার কৌশল কি?

সর্বোচ্চ কিউরেশন পাওয়ার জন্য অবশ্যই ভাল এবং কোয়ালিটিফুল পোস্টে ভোট দিতে হবে। কোন পোস্ট করার পাঁচ মিনিট পরে যদি সর্বপ্রথম ভোট করা যায় তাহলে সবচেয়ে বেশি কিউরেশনপাওয়া যায়।কারণ আমার ভোট দেয়ার পরে যদি বড় কোন ভোট পড়ে তাহলে অনেক বেশি কিউরেশন রিওয়ার্ড পাওয়া যায়।এজন্য কোন পোষ্টের সর্বোচ্চ কিউরেশন পাওয়ার জন্য পাঁচ মিনিট পর থেকে ৬ দিন ১২ ঘণ্টার মধ্যে ভোট দিতে হবে ।এরপরে ভোট দিলে আর কিউরেশন রিওয়ার্ড পাওয়া যাবে না ।

নিজে কিউরেশন করলে বেশি আর্ন হবে, নাকি @Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে…?

যদি আমরা @Heroism এ ডেলিগেশন করি তাহলে বেশি আর্ন হবে ।কারণ আমরা যদি নিজে কিউরেশন করি তাহলে শুধু রিওয়ার্ড পাব স্টিম পাওয়ার হিসেবে।কিন্তু যদি @Heroism এ ডেলিগেশন করা হয় তাহলে ভালো কোয়ালিটি ফুল পোস্টে ভোট পাওয়ার সাথে সাথে আবার লিকুইড স্টিম পাওয়া যায়।এজন্য @Heroism এ ডেলিগেশনএজন্য এলিগেশন করলে বেশি আর্ন করা যায়।

এটাই ছিল আমার আজকের লেভেল ৩ লিখিত পরীক্ষা ।আমি এসব প্রশ্নের উত্তর মোটামুটিভাবে দেয়ার চেষ্টা করেছি ।যদি কোন ভুল-ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে আমার পোস্ট দেখার জন্য ।আজকের মত এখানেই শেষ করছি ।আল্লাহ হাফেজ।

Sort:  

Level 3 exam for what?

 3 years ago 

আমার বাংলা ব্লগ কমিউনিটি তে স্টিম সম্পর্কে যাবতীয় তথ্য ক্লাস আকারে নেওয়া হয় এবং এই সবকিছু বিষয়গুলোকে বিভিন্ন লেভেল ভাগ করা হয়েছে তার মধ্যে একটি হচ্ছে লেভেল 3 এক্সাম। আপনাকে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে কাজ করতে হলে অবশ্যই একটি পরিচিতিমূলক পোস্ট করতে হবে এবং সেটি সম্পূর্ণ বাংলা লিখতে হবে।

Don't know the language. Can you write in English please?

 3 years ago 

Use Google ,
Bangla to English.

To become a verified member.

Verified member of what?

Verified member in "amar bangla blog" community.

Ah ok.

 3 years ago 

আমার বাংলা ব্লগ কমিউনিটি লেভেল ৩ এক্সাম আপনি অনেক সুন্দরভাবে সম্পন্ন করেছেন যা আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রত্যেকটি প্রশ্নের প্রায় সঠিক উত্তর দিয়েছেন এবং আপনার উপস্থাপনা উঠেছিল দেখার মত। আপনার পরবর্তী লেভেলের জন্য শুভকামনা রইল।

ভাইয়া অনেক ধন্যবাদ আপনার সুন্দর ও গঠনমূলক মন্তব্যের জন্য এবং আমাকে লেভেল ৩ ট্যাগ দেয়ার জন্য।

 3 years ago 

স্বাগত আপনাকে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে। খুব সুন্দর করে আপনি লেভেল 3 এর প্রতিটি বিষয়বস্তু বিস্তারিত বর্ণনা করেছেন। আপনার উপস্থাপনা খুবই সুন্দর হয়েছে।
শুভকামনা রইল আপনার আগামী পথ চলার জন্য আপু।

অনেক ধন্যবাদ পোস্টটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য ।

  • আপু আপনি খুব সুন্দর করে লেভেল 3 এক্সাম দিয়েছেন আপনি সবকিছু বুঝেছেন আপনার জন্য শুভকামনা রইল.

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57621.01
ETH 3094.14
USDT 1.00
SBD 2.32