একটি বিয়ের অনুষ্ঠানে যাবার অভিজ্ঞতা।(10% beneficiary to @shy-fox)

আসসালামু আলাইকুম ।আমার বাংলা ব্লগের বন্ধুরা।সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন।করোনার এই সময় সবাই সুস্থ এবং সুরক্ষিত আছেন। আমিও ভাল আছি ।আলহামদুলিল্লাহ।

গত বেশ কয়েকদিন যাবৎ সমস্যার কারণে বাংলা ব্লগে নিয়মিত হতে পারিনি।গতকাল আমি গিয়েছিলাম আমার এক প্রতিবেশীর বিয়ের অনুষ্ঠানে।সেই অনুষ্ঠানের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি।

1643541414979.jpg

প্রথমে ভেবেছিলাম এই শীতের ভিতর যাব না ।কিন্তু পরে আমার হাজপ্রথমেবেন্ডের জোরাজুরিতে যেতে রাজি হলাম ।কমিউনিটি সেন্টারটি ছিল আমাদের বাসার একদিনে পাশে ।হেঁটে যেতে মাত্র ২ মিনিট সময় লাগে ।তো ভাবলাম ছেলেকে নিয়ে একটু ঘুরে আসি।বাসা থেকে বাইরে বের হলে আমার ছেলে খুব খুশি হয়।অনুষ্ঠানটি ছিল রাতের বেলায়। আমরা আমরা সবাই রেডি হয়ে রাত ৮ঃ৩০ ল্ল অনুষ্ঠানস্থলে পৌঁছে যায়।গিয়ে দেখি তখনও বর এবং কনে এসে পৌঁছেনি ।কিন্তু অন্যান্য আমন্ত্রিত অতিথিরা বেশ অনেকেই চলে এসেছে।ওখানে গিয়ে সবার সঙ্গে কিছুক্ষণ পরিচিত লোকজন ছিল তাদের সঙ্গে কিছুক্ষণ গল্প গুজব করে বেশ ভালোই সময় কাটল।কিছুক্ষণ গল্পগুজব করে তারপর আমরা খেতে চলে যায় খাবারের আয়োজন যথেষ্ট ভাল এবং খাবার গুলো খুব মজাদার ছিল।তারপর আমরা খাবার দেওয়ার শেষ করে আসি উপরে তখন খাবার এসে দেখি বর কনে এসে পৌঁছে গিয়েছে। সবাই তাদের সঙ্গে ছবি তুলছে ।তো আমরা কিছু ছবি তুললাম।তারপর আরো কিছু সময় থেকে সেখানে গল্প-গুজব করে বেশ রাত হয়ে গিয়েছিল ।তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় ফিরে আসলাম । সেই অনুষ্ঠানের কিছু ফটোগ্রাফি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি ।

IMG-20220130-WA0036.jpg

IMG-20220130-WA0035.jpg

এটি হচ্ছে অনুষ্ঠানস্থলে প্রবেশমুখ ।প্রবেশমুখেই বর এবং কনের নাম খুব সুন্দর করে লেখা ছিল।

IMG-20220130-WA0008.jpg

IMG-20220130-WA0024.jpg

IMG-20220130-WA0022.jpg

IMG-20220130-WA0030.jpg

IMG-20220130-WA0028.jpg

তারপরে অনুষ্ঠানস্থলে প্রবেশের যে রাস্তার দুই পাশে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল। সবাই এখানে সেলফি তুলছিল।

IMG-20220130-WA0021.jpg

IMG-20220130-WA0004.jpg

IMG-20220130-WA0017.jpg

এখানে আবার একটি সেলফি কর্নার ছিল ।সব সময় দেখলাম প্রচণ্ড ভিড় লেগে আছে। সবাই একের পর এক সিরিয়াল দিয়ে ছবি তুলেছে।

IMG-20220130-WA0006.jpg

এটি বর কনের ছবি ।বর কনে দুজনকে অনেক সুন্দর লাগছিল এবং তাদের স্টেজ অনেক সুন্দর করে ডেকোরেশন করা ছিল।

আজকের মতো এখানেই শেষ করছি।সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে আমার পোস্ট টি দেখার জন্য। পরবর্তীতে আবার দেখা হবে। সবাই ভাল থাকবেন। আল্লাহাফেজ।

ছবি তোলার জন্য ব্যবহৃত ডিভাইসগ্যালাক্সি এম থার্টি ওয়ান
লোকেশনhttps://w3w.co/political.riding.plod
Sort:  
 2 years ago 

বিয়ে বাড়িতে তো মনে হয় ভালই সময় কাটিয়েছেন। আমার নিজেরও খাওয়া-দাওয়া থেকে ঘুরাঘুরি সবার সাথে আনন্দ হইচই করতে খুব ভাল লাগে। তেমনি আপনি অনেক সুন্দর একটা কাটানোর মুহূর্ত আমাদের সাথে ভাগ করে নিলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 🤗🤗

ধন্যবাদ আপু।

আপু খুব সুন্দর ভাবেই মনে হয় সমায়টা কাটিয়েছেন। ভালোই লাগলো দেখতে বিয়ের অনুষ্ঠান গুলো। এবং বিয়ের ফটোগ্রাফি গুলো দেখতে অসাধারণ লাগছে। ধন্যবাদ আপু আমাদের মাঝে শেয়ার করার জন্য। অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

বিয়ে বাড়ির মুহূর্ত গুলো খুব সুন্দর ভাবে অতিবাহিত করেছেন। আসলে এসব মুহূর্তগুলো জীবনের পাতায় স্মৃতি হয়ে রয়ে যাবে। খাওয়া-দাওয়া, হাসি আনন্দ, সেলফি তোলার মহাব্যস্ততা, চারদিকে রঙিন আলোকসজ্জা, সবার সাথে ভালো সম্পর্ক সব মিলিয়ে চমৎকার সময় কাটিয়েছেন আপনি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন।

ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57340.70
ETH 3072.28
USDT 1.00
SBD 2.37