লেভেল ২ হতে আমার অর্জন @shy-fox ১০% বেনিফিসিয়ারী।

আসসালামু আলাইকুম

"আমার বাংলা ব্লগ" কমিউনিটি তে এইটি আমার লেভেল ২ ভেরিফিকেশন পোস্ট। বাংলা ভাষার একটি কমিউনিটির সাথে নিজেকে যুক্ত করতে পেরে খুবই গর্বিত বোধ করছি।

WhatsApp Image 2021-12-04 at 9.15.58 AM.jpeg

আমার নাম শারমিন জাহান। আমার জাতীয়তা বাংলাদেশী। আমার বাড়ি ফরিদপুর শহরে। আমার ছেলেবেলা কেটেছে ফরিদপুরে। আমি বর্তমানে আমার পরিবারের সাথে ঢাকাতে বসবাস করি ।ঢাকায় আমি আমার স্বামীর সাথে থাকি। আমার দুই বছরের একটি ছেলে আছে। তাকে নিয়ে আমার সারা দিন কাটে।

@abb-school এর study-level-02 থেকে আমার অর্জন

@abb-school এর study-level-02 এর 'যে ক্লাস গুলো হয়েছে আমি২৯ তারিখ এবং ১ তারিখের ক্লাস করেছি। ক্লাস টিচার ছিলেন@winkles ভাইয়া। ভাইয়া যথেষ্ট আন্তরিকতার সাথে এবং অনেক সময় নিয়ে বিস্তারিত ভাবে বিভিন্ন জিনিস বুঝিয়ে দিয়েছেন। ১ তারিখের ক্লাস শেষে আমি স্টেজে গিয়েছিলাম । মৌখিক পরীক্ষার জন্য পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়ার পর হয়েছি এখন আমি আমার লিখিত পরীক্ষা দিচ্ছি।

Posting key এর কাজ কি ?

সোশ্যাল একটিভিটি জন্য এই কী ব্যবহার করা হয়।যাবতীয় পোস্টিং কার্যক্রম এই কীর মাধ্যমে সংঘটিত হয় অর্থাৎ পোস্ট করা কমেন্ট করা পোস্ট ও কমেন্ট এডিট করা ,আপভোট ও ডাউনভোট দেয়া ,কাউকে ফলো আনফলো করা ও অনাকাঙ্ক্ষিত কোন অ্যাকাউন্ট মিউট করা এ ধরনের এই কী দিয়ে কাজ করা সম্ভব।

Active key এর কাজ কি ?

এই কী দিয়ে আর্থিক কাজগুলো সংগঠিত করা হয়।অর্থাৎ কোন লেনদেন করার সময় এই কী ব্যবহার করা হয় ।এখানে যেহেতু আর্থিক বিষয় জড়িত তাই এই কী ব্যবহারের সময় একটু সতর্ক থাকা উচিত। কারণ কেউ যদি এই কি পেয়ে যায় তাহলে মুহূর্তে আপনার ওয়ালেট খালি করে দিতে পারবে । এই কী দিয়ে ট্রান্সফারের কাজ , পাওয়ারআপ,পাওয়ার ডাউন, উইটনেসভোট দেয়া , কোন এক্সচেঞ্জে ক্রয়-বিক্রয় করা, SBD Steem কনভার্শন, প্রোফাইলের তথ্য পরিবর্তন ,নতুন ব্যবহারকারী তৈরি এ সংক্রান্ত কাজ করা যায় ।

Owner key এর কাজ কি ?

এটি একধরনের মালিকানা সংক্রান্ত কী । মালিকানা প্রমাণ করতে গেলে এই কী দরকার হয়। কোন কারণে যদি অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় সে ক্ষেত্রে অনার কী মাধ্যমে মালিকানা দাবি করা যায়। তাই এই কী আলাদা ভাবে যত্ন করে রাখা উচিত । ওনার কী মাধ্যমে ওনার, অ্যাক্টিভ ,পোস্টটি কী কে রিসেট করা যায়, একাউন্ট রিকভার করা, ভোটাধিকার প্রত্যাখ্যান করা যায়।

Memo key এর কাজ কি ?

কাউকে যদি কোনো প্রাইভেট মেসেজ পাঠাতে বা পেতে চাই এবং যেটাকে কোন সংকেতে মাধ্যমে পাঠিয়ে পরবর্তীতে দেখতে চাইলেই এই কী দরকার হয়।

Master password এর কাজ কি ?

মাস্টার পাসওয়ার্ড একাউন্টের সবচেয়ে সেনসিটিভ কী যা আমরা অ্যাকাউন্ট খোলার সময় পেয়ে থাকি ।উপরের সবগুলো কী মূলত তৈরি হয়েছে মাস্টার পাসওয়ার্ড এর ভিত্তিতে । মাস্টার পাসওয়ার্ডের দাবা খেলার মন্ত্রী সাথে তুলনা করা হয়েছে ।মন্ত্রী দিয়ে যেমন আমরা যে কোন দিকে যাতায়াত করতে পারি মাস্টার পাসওয়ার্ড এর সাহায্যে আমরা যেকোনো কাজ করতে পারব। কোন কারণে যদি আমার অন্যান্য পাসওয়ার্ড হারিয়ে যায় শুধুমাত্র মাস্টার পাসওয়ার্ড থাকে তাহলে আমি এটির মাধ্যমে আমার একাউন্ট পুনরায় ফেরত পেতে পারি।

Master password নিরাপদে সংরক্ষণ করার জন্য আপনার প্ল্যান কি?

মাস্টার পাসওয়ার্ড গুরুত্ব সহকারে সংরক্ষন করতে হবে ।আমার মাস্টার পাসওয়ার্ড আমি প্রিন্ট করে একটি ফাইলে সংরক্ষণ করে রেখেছি। আমার কম্পিউটারে এবং পেনড্রাইভ সংরক্ষন করে রেখে দিয়েছি।

পাওয়ার আপ কেন জরুরী?

নিজের সক্ষমতা বৃদ্ধির জন্য পাওয়ার আপ খুবই দরকারি । আমি যদি এখানে দীর্ঘমেয়াদি কাজ করতে চাই তাহলে আমাকে অবশ্যই পাওয়ার আপ করতে হবে। পাওয়ার আপ বলতে বোঝায় স্টিমকে পাওয়ার এ কনভার্ট করা বা উন্নীত করা। পাওয়ার আপ এর মাধ্যমে আমাদের নিজের ভোটিং পাওয়ার তৈরি হয় এর মাধ্যমে আমরা অন্যকে ভোট প্রদানের মাধ্যমে তাদেরকে সাপোর্ট করতে পারি এবং একটা ভালো করে শোন পেতে পারি । ভবিষ্যতে অন্যদের কাছ থেকে সাপোর্ট না পাওয়া গেলে যাতে আমরা টিকে থাকতে পারি এজন্য আমাদের পাওয়ার অফ করা উচিত

পাওয়ার আপ করার প্রসেস সম্পর্কে আপনি কি জানেন?

প্রথমে অ্যাক্টিভ এর মাধ্যমে ওয়ালেট এ লগইন করতে হবে। এরপর স্টিমের ব্যালেন্স এর পাশে ড্রপডাউন মেনুতে ক্লিক করলে কিছু অপশন পাওয়া যায় যেখানে পাওয়ারআপ বাটন আছে তাতে ক্লিক করতে হবে। এবার একটা ছোট উইন্ডো ওপেন হবে যেটাতে আমার ইউজারনেম দেয়া থাকবে এবং আমি কি পরিমান স্টিম পাওয়ার অফ করতে চাই সেটা উল্লেখ করতে হবে। এরপর পাওয়ার আপ বাটনে ক্লিক করলেই আমার পা স্টিম্পাওয়ার্ড ট্রান্সফার হয়ে যাবে।

সেভিংস এ থাকা STEEM অথবা SBD উইথড্র দেওয়ার কতদিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয় ?

সেভিংস এ থাকা STEEM অথবা SBD উইথড্র দেওয়ার ৩দিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয়।

মেমো ফিল্ড এর কাজ কি?

আমি যদি কাউকে কোন স্ট্রিম ট্রানস্ফার করতে চাই বা কোনো গিফট পাঠাতে চাই কিন্তু নির্দিষ্টভাবে তাকে জানাতে না চাই কেন স্টিম পাঠাচ্ছি তখন মেমোফিল্ডে উল্লেখ করতে পারি। পরবর্তীতে সেই মেসেজটি ডিক্রিপ্ট করে পরতে পারবে এবং জানতে পারবে কেন তাকে স্টিম পাঠিয়েছি ।

ডেলিগেশন ক্যানসেল করার কতদিন পর উক্ত এস.পি নিজের অ্যাকাউন্টে ফেরত আসে?

ডেলিগেশন ক্যানসেল করার ৫দিন পর উক্ত এস.পি নিজের অ্যাকাউন্টে ফেরত আসে।

ধরুন, আপনি প্রজেক্ট @Heroism এ ২০০ এস.পি ডেলিগেশন করেছেন। কিছুদিন পর আরো একশত এসপি ডেলিগেশন করতে চান। এখন ডেলিগেশনের পরিমাণ লেখার সময় আপনাকে কত এস.পি লিখতে হবে?

এখন ডেলিগেশনের পরিমাণ লেখার সময় ৩০০এস.পি লিখতে হবে।

ডেলিগেশন

যদি আমার কাছে অনেক স্টিম পাওয়ার থাকে কিন্তু হাতে সময় না আমি অন্য কাউকে ব্যবহার করার জন্য দিতে পারে অর্থাৎ ভোট দেয়ার জন্য কাউকে নিজের পাওয়ার ব্যবহার করার জন্য অর্থাৎ ভোট দেয়ার জন্য দেয়াকে ডেলিগেশন বলা হয়। একটি জনগোষ্ঠীর ক্ষুদ্র ক্ষুদ্র শক্তিকে এক জায়গায় জড়ো করে বড় শক্তিতে রূপান্তরিত করা ক সহজ ভাষায় ডেলিগেশন বলা হয়। আর সেই শক্তি ব্যবহার করে বৃহৎ কোন সুবিধা করা যায়।

ওয়ালেট

পোস্টিং সংক্রান্ত কাজ বাজ বাদে অন্যান্য সকল কাজ আমাদেরওয়ালেট মাধ্যমে সংগঠিত হয়ে থাকে ।আমরা যেমন আমাদের টাকা পয়সাগুলো রাখে তেমনি ভাবে এস্টিমেট ওয়ালেট আমরা লিকুইড স্টিম বা ইনভেস্ট করার সমস্ত সম্পদ এখানে জমা রাখি।ওয়ালেট নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ।আমাদের যাবতীয় আর্থিক অবস্থা আমরা এর থেকে জানতে পারি। আমাদের কত লিকুইড স্টিম রয়েছে, বর্তমানে স্টিম পাওয়ার কত ,একাউন্ট এর ব্যাপকতা ।এমনকি কাউকে স্টিম ট্রান্সফার করলে বা আমাকে স্টিমসেন্ড করলে এধরনের সব লেনদেন আমরা ওয়ালেট থেকে জানতে পারি। এখানে যেহেতু আর্থিক লেনদেন হয়ে থাকে তাই ওয়ালেটের ব্যবহারে আমাদের খুব সতর্ক থাকা উচিত।

আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। নতুন পোষ্টটা হয়তো আবার দেখা হবে। সবাই ভাল থাকবেন। এই কামনা করছি আল্লাহ হাফেজ।

Sort:  
 3 years ago 

অনেক ভালো লাগছে আপনি লেভেল ওয়ান অতিক্রম করে লেভেল টু অর্জন করেছেন এবং অনেক সুন্দর ভাবে বিশ্লেষণ করেছেন। আপনার জন্য শুভকামনা রইল। আপনি যেন এভাবেই এগিয়ে যেতে পারেন সামনে লেভেল গুলা ভালো হবে পার করতে পারেন।দোয়া রইল

ধন্যবাদ ভাইয়া ।

 3 years ago 
  • বাহ, আপু অনেক সুন্দর করে লেভেল ২ এর ভেরিফিকেশন পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন যেখানে আপনি ওয়ালেট সম্পর্কিত যাবতীয় বিষয় বলি যেমন পোস্টিং কি থেকে শুরু করে মেমো কি পর্যন্ত অনেক সুন্দর ভাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন। এই কি গুলো আমাদের মত ব্লগারের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা এই গুলো যদি একবার হারিয়ে যায় হয়তো আমরা আমাদের এই একাউন্টটা রিকভারি করতে পারবোনা।‌ সুতরাং এগুলো আমাদের সংরক্ষিত করে রাখতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আমার বাংলা ব্লগ কমিউনিটি তে আপনাকে স্বাগতম ।আশা করি আমার বাংলা ব্লগ কমিউনিটি যে সকল দিক নির্দেশনা আছে সেগুলো মেনে চলার চেষ্টা করবেন। এবং লেভেল টু এর ক্লাস থেকে আপনি অনেক কিছুই জানতে পেরেছেন। যেটা আপনার বেসিক বিষয় স্টিমিট প্লাটফর্মে কাজ করার জন্য আপনাকে অনেক সহায়তা করবে।

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনি একজন নতুন মেম্বার হিসেবে আপনাকে স্বাগত জানাই। এবং আপনি অনেক সুন্দর করে লেভেল টু এর লিখিত পরীক্ষার পোস্ট করেছেন। যেখানে আপনি খুব সুন্দর করে কি এর ব্যবহারগুলো থেকে শুরু করে ডেলিগেশন, ওয়ালেট, পর্যন্ত আপনি অনেক সুন্দর করে ধাপে ধাপে গুছিয়ে লিখেছেন। আপনি আমাদের পরবর্তী ক্লাসগুলো নিয়মিত করুন। আপনার ভবিষ্যতে ভালো হবে। এবং আপনি খুব সহজে বুঝতে পেরেছেন এটা দেখেই খুবই ভালো লাগছে। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

অনেক ভালো লাগলো আপনার পোষ্টটি পড়ে। আপনি লেভেল ওয়ান অতিক্রম করে লেভেল টু অর্জন করেছেন। পোষ্টের বিস্তারিত বর্ণনা পড়ে বোঝা যাচ্ছে আপনি দারুণভাবে শিখতে পেরেছেন বিষয়গুলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনি এভাবেই এগিয়ে যান।

ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57298.55
ETH 3059.61
USDT 1.00
SBD 2.29