দন্ড কলস কে আমরা কান শিসা গাছ বলে থাকি দাদা। আমাদের এলাকায় এই গাছগুলো আনাচে-কানাচে জমিতে রাস্তার ধারে অনেক দেখা যায়। এই ফুলে অনেক মধু থাকে আমরা তো ছোটবেলায় ফুলের মধু খেতাম সত্যিই অনেক মিষ্টি মধু থাকে ফুলে। আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। এই ফুল গাছ ঔষধীগুণে ভরপুর। ধন্যবাদ আপনাকে চমৎকার সুন্দর একটি ঔষধি ফুল গাছের বর্ণনা ও ফটোগ্রাফি আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য।