চিকেন খাইনা জন্য এর স্বাদ জানি না কিন্তুু খেতে খুবই সুস্বাদু এই চিকেন ভেজিটেবল রাইস তা রেসিপিটি দেখেই বুঝতে পারছি। দারুণ হয়েছে। এরকম রেসিপি থাকলে আর কোন আইটেম দরকার পরে না।অসাধারণ সুন্দর হয়েছে আপনার রেসিপিটি। ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর ও সুস্বাদু রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।
হ্যাঁ তোমরা তো এর স্বাদ বুঝবা না যারা চিকেন খায় না তাদের জন্য একটু সমস্যা।সময় বাঁচানোর জন্যই এই রেসিপি টি করেছিলাম।ধন্যবাদ।