তিতাস নদীর বোয়াল মাছ খেতে তো অনেক সুস্বাদু। মাঝিকে বলে রাখে এবং মাঝি মাছ তুলে আপনাদের বাড়িতে দিয়ে যায় জেনে ভালো লাগলো।আপনি নদীর টাটকা বোয়াল মাছ দিয়ে টমেটোর দিয়ে চমৎকার সুন্দর করে ভুনা রেসিপি করেছেন।দারুণ হয়েছে আপনার রেসিপিটি। কালার দেখেই বোঝা যাচ্ছে কতোটা সুস্বাদু এই মাছ।আসলে বোয়াল মাছে কাটা কম থাকার কারনে নিজেদের যেমন খেতে ভালো লাগে তেমনি বাচ্চাদের খাওয়াতেও অনেক সুবিধা হয়।অনেক লোভনীয় হয়েছে আপনার রেসিপিটি। ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।