ছাদবাগানে অনেক সুন্দর বেগুন গাছ ও বেগুনের ফুল হয়েছে। আপনি ছাদ বাগানের গাছে জল দিতে গিয়ে চমৎকার সুন্দর এক কালো কুচকুচে ভ্রমর দেখতে পেয়েছেন এবং চমৎকার সুন্দর করে ভ্রমরের ফটোগ্রাফি করেছেন বেশ ভালো লাগছে।আমিও অনেক দিন পর এই ভ্রমরের দেখা পেলাম।চমৎকার সুন্দর হয়েছে ভিডিওগ্রাফি টি।ধন্যবাদ সুন্দর ভ্রমরের ফটোগ্রাফি টি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।
এধরনের ভ্রমর দেখলাম বহুদিন পর।
আর দেখতে একদম কুচকুচে কালো।
ধন্যবাদ আপু চমৎকার মন্তব্যের জন্য।