প্রথম মা হওয়ার অনুভুতি গুলো মনে হয় সবারই এক।প্রথম মা হওয়ার যোগ্যতা কারোই থাকে না আস্তে আস্তে হয়ে যায়। প্রথম মা হওয়াটা অজানা জগৎ তবুও কোথায় জানি একটা আনন্দ কাজ করে।বাচ্চা একটা খেলনার মতো হয়ে ওঠে কাছে না থাকলে অশান্তি লাগে আর থাকলে বিরক্ত লাগে এটাই মা।বাচ্চাদের সকল অন্যদায়, ভালো মন্দ মিলিয়ে এক সময় পরিপূর্ণ মা হওয়া হয়ে ওঠে সবাই। ধন্যবাদ সুন্দর পোস্ট টি ভাগ করে নেয়ার জন্য।