আপনারা পাখির প্রতি ছোটবেলা থেকে ভালোবাসা জেনে ভালো লাগলে।আমারও বেশ ভালো লাগে পাখি দেখতে।আপনার পুকুর পাড়ে এতো প্রকারের শাক,সবজি দেখে অবাক হয়ে গেলাম আপু।কি সুন্দর সব তরতাজা সবজি।গাছ থেকে টাটকা সবজিও শাক তুলে এনে রান্না করার মজাই আলাদা। ধন্যবাদ আপনাকে সুন্দর অনুভূতি ও ফটোগ্রাফি গুলো শেয়ার করে আমাদের কে দেখার সুযোগ করে দেয়ার জন্য।
আমি ছোটবেলা থেকে ফসলের মাঠ ও পশুপাখি বেশি পছন্দ করি