ক্লে দিয়ে কলা ফেসবুকে দেখেছিলাম এবং ভেবেছিলাম বানাবো আজ নয় কাল করতে করতে আজ আপনি বানিয়ে ফেলেছে চমৎকার ভাবে।দারুণ বানিয়েছেন আপু কাঁচা, পাকা কলা গুলো।ধাপে ধাপে বানানো পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর কলা বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
ঠিকই বলেছেন আপু ফেসবুক ঘাটলে অনেক সময় অনেক কিছু পাওয়া যায় । তবে আলসেমি করে আর বানানো হয়না । আমিও বেশ কিছুদিন আগে এটি সেভ করে রেখেছিলাম বানাবো বানাবো করে বানাতে পারছিলাম না । আজকে হঠাৎ করে বানিয়ে ফেললাম । ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।