আপনার আচার দেখে দিদুর কথা মনে পড়ে গেলো। পুরা পোস্ট পড়তে গিয়ে দেখি আপনিও দিদুর আচার রেসিপিটি বানিয়েছেন। সত্যি দিদু খুব ভালো বানাতো আচার।একদমই দিদুর সেই আচার দেখতে পেলাম অনেক দিন পর আপনার মাধ্যমে।এই আচারের ভীতরে জলপাইয়ের বিচি দেয়ার কারণে বেশি ভালো লাগে খেতে।ধন্যবাদ আপনাকে লোভনীয় আচার রেসিপিটি ধাপে ধাপে চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।
হ্যাঁ আমারও খুব দিদুর কথা মনে পড়ছিলো তাই তো দিদুর রেসিপি টা করে ফেললাম।উপরে সফট জলপাই আর ভিতরে বিচি বিষয় টা সত্যিই দারুণ ছিলো।ধন্যবাদ।