এরকম কথা লাগানো ব্যাক্তি অবশ্যই খুব খারাপ তবে যদি তা সত্যি হয় কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় কথা হয় এক কিন্তুু অন্যকারো কান অবদি যেতে যেতে হয় আরেক। তাই অবশ্যই এরকম স্পর্শকাতর কাথা গুলোকে যাচাই বাছাই করা উচিত বলে মনে করি। আমি এবং আমাকে এধরনের কেউ কিছু বল্লে অবশ্যই চেষ্টা করি যে ব্যাক্তি বলেছে এবং যে ব্যাক্তিকে বলেছে দুজনে সামনাসামনি করে মুখস টেনে বের করতে।ধন্যবাদ পোস্ট টি ভাগ করে নেয়ার জন্য।
এটা সঠিক বলেছো, কথা বহু কান হলে তার অর্থ বদলে যায়। তবে উপরের দুটি উদাহরণ এর কোনটাই বহু কান হয় নি! আর সামনাসামনি নিয়ে কথা বলার যে সিস্টেম তুমি বলছো, সেটা আদতেও ফলপ্রসূ নয়। কারণ সামনাসামনি কেউ ই কারোর সাথে সম্পর্ক নষ্ট করতে চায় না, কেউ ই কারোর কাছে খারাপ হতে চায় না।