You are viewing a single comment's thread from:
RE: টাকা দেখে মানুষের সাথে মেশা মোটেই ভালো না
এমন ঘটনা অহরহ ঘটে সমাজে কথা টায় আমিও একমাত কারণ আমাদের এলাকায় এমন ঘটনা দেখেছি সেখানে বড়ো মেয়ে অভাবি জন্য তার বাপের বাড়িতে কোন মূল্যায়ন নাই আর ছোট মেয়ের ঢাকা শহরে থাকে গাড়ি বাড়ির মালিক জন্য তার আদরের সিমা নাই।আসলে মানুষের সঙ্গে আত্মার সম্পর্ক হওয়া দরকার টাকার নয়।শুধু কি টাকা দিয়েই উপকার হয় না হয় না টাকা ছারাও মানুষের অনেক ভাবে উপকার হয়।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু মানুষের সঙ্গে আত্মার সম্পর্ক হওয়া দরকার টাকা নয়। মানুষ শুধু টাকা দিয়ে উপকার করতে পারে না অনেক সময় মানুষের মুখের কথা মানুষের জন্য অনেক বড় সাহায্য হতে পারে। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।