ক্যান্সার শব্দ টি শুনলেই বুকের ভীতরে তোলপাড় শুরু হয়ে যায়।ঢাকা সিএমএইসে আমিও আমার শ্বশুড়িকে নিয়ে কেমোথেরাপি দিয়েছিলাম দুটো থেরাপির পর আর ওনাকে বাঁচানো সম্ভব হয়নি থেরাপি সহ্য করতে পারেন নি।খুব কাছ থেকে ক্যান্সার রুগির মৃত্য দেখেছি আমি।ক্যান্সার নাম শুনলেই আমার খুব কষ্ট হয়।ঠিক বলেছেন ভাইয়া ক্যান্সার বাড়ছে বাংলাদেশে প্রতিনিয়ত।
আপনার শ্বাশুরির কথা জানতে পেরে খারাপ লাগছে আপু! কেমোথেরাপি আসলে সহ্য করা কঠিন! শরীরের চুল সহ লোম পরে যায়।