স্কুল কলেজও রেল ভ্রমনে ঝাল মুড়ির না খেলে যেন অসম্পূর্ণ থেকে যায়।ঝলমুড়ি মানেই কাঁচা,মরিচ,পেয়াজও সরিষার তেলের ঝাঁঝালো ঝাল।তবে ইদানীং ঝালমুড়িতে লেবুর টুকরাও আদা স্লাইস করে দিয়ে থাকে যা ঝাল মুড়ির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়।ধন্যবাদ সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য।