কি বলবো আর লজ্জার কথা আপনার পোস্ট টি পড়াতে ও ফটোগ্রাফি গুলো দেখে আমার জিভে জল চলে এসেছে।চালতার আচার স্কুলের মামাদের গুলো খুব মজা করে খেতাম ছোটবেলায়। খেজুরের আচার আমিও কোনদিন খাইনি আজ জানতে পারলাম খেজুর ও আচার হয়।চেরির আচার খেতে যতোটা না সুন্দর দেখতে বেশি সুন্দর হয়।তবে তেঁতুল, জলপাই,বড়ই আচার সব থেকে বেশি ভালো লাগে খেতে।ঠিক বলেছেন গরম ভাতের সাথে আচার খুব সুন্দর লাগে খেতে।সব গুলো আচারের বর্ণনা দিয়েছেন খুব সুন্দর ভাবে।ধন্যবাদ সুন্দর লোভনীয় আচারের ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
আচার দেখে জিভে জল আসবে এটাই তো স্বাভাবিক।🤤আর যদি কেউ বলে যে লোভ লাগে না তাহলে তা সম্পূর্ণ মিথ্যা 😁আমাদের স্কুলের চালতার আচার খুবই সুস্বাদু ছিলো।তোমাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।