তাল আমার খুব প্রিয়। তালের গন্ধ আমার খুব ভালো লাগে।আমিও তালের বড়া করেছিলাম কালীপূজায়।ঠিক বলেছেন হাজার টাকা দিলেও এখন তাল পাওয়া যায় না।তাই তাল প্রেমিরা সারা বছরের জন্য তাল সংরক্ষণ করে থাকে ডিপ ফ্রিজে।আমিও ফ্রীজে রেখেছি আপনারা আসলে খাওয়া হবে।তালের ক্ষীর গুলো খুব লোভনীয় লাগছে।ধাপে ধাপে সুন্দর করে ফুঁটিয়ে তুলেছেন। ধন্যবাদ সুন্দর লোভনীয় পোস্ট করার জন্য।
হ্যাঁ খুব যত্ন করে রেখে দাও যাতে বাড়িতে গিয়ে খেতে পারি।🤤তালের গন্ধ আমারও খুব ভালো লাগে।আমি কাঁঠালের রস রেখেছি কিন্তু তাল রস করার ভয়ে রাখিনি😥ধন্যবাদ তোমাকে।