গরিব কোন নিম্নবিত্ত পরিবারের কেউ অনেক মেধাবী হলে তাতে ভাব সম্প্রসারণে গোবরে পদ্ন ফুল বলে থাকে।আসলে মেধাবী গরিব পরিবারে বেশি দেখা যায়।তাদের মেধাটা কিন্তুু সত্যি ইশ্বর প্রদত্ত হয়ে থাকে।তবে অনেক নিম্নবিত্ত পরিবারের মেধাবীরা কিন্তু মাঝ পথেই ঝড়ে পড়ে।আবার যারা নানান ঝড় ঝাপটা পেরিয়ে সামনে এগিয়ে যেতে পারে তারাই তাদের লক্ষ পুরন করতে সক্ষম হয়ে থাকে।
জি আপু একদম,ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।