You are viewing a single comment's thread from:
RE: মোবাইল ফোন সাইলেন্ট করে বিপাকে পড়ার একটি ঘটনা||
আসলেই সাইলেন্ট করে রাখতে হয় কখনো কখনো। আমার তো এমন অবস্থা হয়েছে সাইলেন্ট করে রেখে এখন ফোনের রিংটোন বাজলে আমার সমস্যা হয় মাথা ব্যাথা শুরু হয়ে যায়।আমাকে ফোন দিয়েও অনেকেই পায় না। যতোক্ষণ ফোন কাছে থাকে ততক্ষণ আমি রিসিভ করতে পারি নইলে নয়।কতোবার ফোন খুজে পাই না। ফোন দিলেও রিংটোন বাজে না সমস্যায় পরতে হয়।আসলে আমাদের উচিত যথা সময়ে আবার ফোনে রিংটোন দেয়া দরকার। নইলে আপনার মতো সমস্যায় পরতে হতে পারে।
জি আপু,ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।