হঠাৎ বৃষ্টি
হ্যালো,
আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ ও সৃষ্টিকর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।
সৃষ্টি কর্তা চাইলে কি না পারে।সৃষ্টি কর্তা চাইলে দিনকে রাত আর রাতকে দিন করতে পারে তা বার বার প্রমাণিত। নিমিষেই কাটফাটা রোদে জীবন ওষ্ঠাগত করতে পারে সৃষ্টি কর্তা চাইলেই বন্যা এসে জীবন দূর্বিষহ করতে পারে। চাইলেই সস্তির বৃষ্টি এসে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে পারে।
বেশ কিছু দিন থেকে গরমে জীবন শেষ। খেয়ে শান্তি নাই, বসে শান্তি নাই, খেয়ে শান্তি নাই এইরকম এক অবস্থা। গরম যতো বেরে গিয়েছিল তেমন গরমের সাথে পাল্লা দিয়ে লোডশেডিং। লোডশেডিং এতো ছিলো যে গরমে পুরা শরীর জ্বালাপোড়া করতো।
সারা রাত অসহ্য গরমে জীবন হাসফাস করতো।চাতক পাখির ন্যায় তাকিয়ে থাকতাম কখন এক ফোঁটা বৃষ্টি হবে ধরনীর বুকে।সস্তির বৃষ্টি। গাছপালা গুলো পুড়ে যাচ্ছি গাছগুলোর কষ্ট হতো অনেক।গরমে ও অনাবৃষ্টির কারণে কিছু গাছ মরে গেছে।
এরকম অসহ্য গরমের পর অবশেষে বৃষ্টি এসেছে সস্তির বৃষ্টি। সেদিন ছিলো প্রচন্ড গরম সাথে লোডশেডিং। দুদিন একটানা না ঘুমানোর ফলে অবশেষে সেদিন যখন বিদুৎ এসেছে লোডশেডিং এর পর কখন ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি।ওমা ঘুম ভেঙ্গে গিয়ে দেখি জানালার গ্লাস দিয়ে রুমের ভীতরে রোদ।আমি তো অবাক কি করে সম্ভব এতো গরমে এতো ঘুম।মেয়েও একবারও জ্বালালো না গরমে তো সে জ্বালায় বাতাস শরীরে না থাকলে।
সকালে পরিবেশ টা ঠান্ডা ও মনে হলো কিন্তুু বৃষ্টি হওয়ার কোন স্মৃতিচিহ্ন নেই প্রকৃতির মাঝে।মাকে বল্লাম আজ রাতে এতো ঘুমিয়ে গেছি যে সকালে জাগনা পেয়েছি এটা শুনে মা বল্লো কাল রাতে তো অনেক ঝড় উঠেছিল তবে বৃষ্টি হয়নি।এতো পরিমাণ বাতাস হয়েছে যে নিমিষেই ঠান্ডা পরে গেছে।
আমি তখন বুঝতে পারলাম এতো ঘুমের কারণ সেই ঝড়। এতো ঝড় হলে মূলত ভয় লাগে কিন্তুু এখনকার ঝড়ের কারণে সবাই খুশি হয়েছে। ঝড় বৃষ্টির কারণে শান্তির ঘুম হয়।জনজীবনে সস্তি মেলে।ঝড় ও বৃষ্টি এক সাথে হওয়ার কারণে কৃষকের মুখে হাসি ফোটে।এই সময়ের ঝড় তেমন ক্ষতি করে না।বৃষ্টি ভীষণ ভালো লাগে সবার।
তবে একটানা বৃষ্টি হলে জনজীবনে অসস্তি নেমে আসে।নিম্নবিত্ত মানুষের জীবিকা নির্বাহ করতে কষ্ট হয়।আসলে একটানা বৃষ্টি কারোই ভালো লাগে না।একটানা বৃষ্টি হলে ঘর বাড়ি কেমন জানি স্যাতস্যাতে হয়।কিচ্ছু ভালো লাগে না তখন।
আবহাওয়া কেমন জানি হয়ে গেছে বৃষ্টি হলে বন্ধ হয় মানুষের বিরক্তি নিয়ে আবার রোদ হলে জনজীবনে হাসফাস অবস্থা হয়।
বৃষ্টি কারো জীবনে রোমান্টিকতা নিয়ে আসে আবার কারো জীবনে দুঃখ।
পশুপাখিদের মাঝেও সেম অবস্থা যেমন বৃষ্টি হলে সব পাখিতের কষ্ট হয় কারণ তাদের বাসা ও বাচ্চা ভিজে যায় কিন্তুু চাতক পাখির জন্য বৃষ্টি যেন জিবন ফিরিয়ে আনে।চাতক পাখি ফুটিকজল গান গায় বৃষ্টি হওয়ার জন্য।
আবার হাসেঁর খুব ভালো লাগে বৃষ্টির দিনে হাসেরা বৃষ্টিতে খেলা করে।নতুন জল পেলে পানকৌড়ি, ডুবুরি,ব্যাঙ্গ মানে জলল সব প্রাণীদের বৃষ্টি ভীষণ পছন্দের।ব্যাঙ তো নতুন জল পেলে খুশিতে আত্নহারা হয়ে যায়।ঘ্যাংগোর ঘ্যাং শব্দে গান শুরু করে দেয় মনের সুখে।চাতক পাখি কিছুদিনের জন্য বৃষ্টির জল পেয়ে ফুটিক জল আর বলে না।হয়তো বৃষ্টির জলে তার পিপাস নিবারন হয়।
কথায় আছে চাতক পাখির কাছে না কি কেউ একজন জল থেকে চেযেছিলো কোন জন্মে তখন চাতক পাখি মানুষ ছিলো।আর চাতক পাখি জল খেতে দেয়নি জন্য এ জন্মে চাতক পাখি হয়ে গেছে এবং জলের জন্য হাহাকার করতে থাকে।বৃষ্টি ছারা সে জল খেতে পায় না।যদিওবা এসব গল্পের সত্যতা নেই তবুও বুশ্বাসে মিলায় বস্তুু তর্কে বহুদূর এই ভাবনা ভাবতে হয়।
হঠাৎ বৃষ্টি আমাদের জীবনে সত্যি স্বস্তিও অস্বস্তি দু'টো ই নিয়ে আসে।আমরা সকল প্রাণী সব কিছু মেনে নিয়েই থাকতে হয়।আমাদের তো ঝড় বৃষ্টি থেকে বাঁচতে ঘর বাড়ি আছে কিন্তু পশুপাখিদের তো ঝড় বৃষ্টিতে ভিজে ভিজে জীবন ধারণা করতে হয়।
কতোই না কষ্ট তাদের বিশেষ করে ছোট বাচ্চাদের। যখন ঝড়ে গাছপালা লন্ডভন্ড হয়ে যায় তখন পাখির বাসা কখনো কখনো মাটিতে পরে যায় বাচ্চাসহ সে সময় মা পাখির ডানা ঝাপটানো কান্না আকাশ বাতাস ভারি করে তোলে।পাখি তার বাচ্চার মৃত্যু সামন থেকে দেখে কারণ তার তো হাত নেই যে বাচ্চাদের আবার গাছের ডালে তুলে আনবে।
এই ছিলো আমার আজকের হঠাৎ বৃষ্টি নামক কিছু কথা। আশা করছি আপনাদের ভালো লাগবে।আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোন পোস্টের মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন।
টাটা
পোস্ট | বিবরণ |
---|---|
পোস্ট তৈরি | @shapladatta |
শ্রেণী | জেনারেল রাইটিং |
ডিভাইস | OppoA95 |
লোকেশন | বাংলাদেশ |
আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।
কখনও রোদ, কখনও বৃষ্টি।
এইতো স্রষ্টার অপরূপ সৃষ্টি।
আপনার লেখা খুলেছে দৃষ্টি।
দারুণ পোস্ট করেছেন সৃষ্টি।
হাহাহাহা ছন্দে ছন্দে চমৎকার মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।
হঠাৎ বৃষ্টি নিয়ে খুব সুন্দর কিছু কথা লিখেছেন। বৃষ্টি সবার জন্য আনন্দের হয় না। কারো জন্য আনন্দের আপার কারো জন্য দুঃখের। খুব সুন্দর কিছু কথা লিখেছেন পোস্টে। লেখাগুলো পড়ে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপু এত সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু আমার পোস্ট টি ভালো লেগেছে জন্য ও সুন্দর মন্তব্য করার জন্য।
ঝড় বৃষ্টি হলে তো ভীষণ ভালো লাগে আপু ঘুম শান্তিতে হয়। কিন্তু একটানা বৃষ্টি হলে কিছুই ভালো লাগেনা। সবকিছু কেমন জানি স্যাঁতছেতে লাগে। তারপর আবার ঝড় বৃষ্টি হলে পশুপাখিদের অনেক সমস্যা। সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপু ধন্যবাদ।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
লোডশেডিং এবং গরম জীবনের সবচাইতে বড় সমস্যার নাম। এইসময় শুধু প্রত্যাশা থাকে প্রশান্তির বৃষ্টির। তবে এটাও ঠিক অনবরত বৃষ্টি টাও বেশ বিরক্ত করে অবশ্য। বেশ লাগল আপনার পোস্ট টা। বৃষ্টির সময় এইসব মূহূর্ত গুলো এখন অনেক মিস করি।
ধন্যবাদ মন্তব্য করার জন্য।