আলু পুরি রেসিপি 🥰

in আমার বাংলা ব্লগ7 days ago

হ্যালো

আমার বাংলা ব্লগ বাসী বন্ধুরা কেমন আছেন সবাই।আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি তবে প্রচন্ড গরমে অস্বস্তিতে আছি।যতো বেশি গরম ততবেশি লোডশেডিং। বিশেষ করে রাত্রিনেলায় বারো ঘন্টার মধ্যে আট ঘন্টা কারেন্ট থাকে না।রাতে সারাদিনের ক্লান্তির পর সবাই যখন একটু ঘুমাতে যায় সে ঘুমটিও আরামে ঘুমাতে পারেন না কেউ।আমি রান্না করি না প্রতিদিন তবে রোসিপি গুলো সব নিজ হাতেই করে থাকি।কিছু দিন আগে আপনাদের সাথে বাগ করে নিয়েছিলাম আলু পরোটা রেসিপি।খুব সুস্বাদু হয়েছিল এবং সবাই খুব পছন্দ করে খেয়েছিলো। ভালো লাগা থেকে আবারও কয়েকদিন আগে বানিয়েছিলাম আলু পুরি রেসিপি। অসাধারণ সুস্বাদু হয়েছিলো রেসিপিটি এবং আমরা সবাই বেশ মজা করে খেয়েছি।আমি আলু পুরির সাথে আমের মোরব্বা দিয়ে পরিবেশ করেছি।

IMG_20240626_123653.jpg

তো চলুন দেখা যাক রেসিপিটি কেমন

IMG_20240621_195932.png

সিদ্ধ আলু
আটা
পেঁয়াজকুচি
কাঁচা মরিচ কুঁচি
আদা বাটা
রসুন বাটা
জিরা গুড়া
ধনিয়া গুড়া
লবন
হলুদ

PhotoCollage_1719378880731.jpg

প্রথম ধাপ

প্রথমে আলু সিদ্ধ করে নিতে হবে এবং তা মিহি করে ভর্তা বানিয়ে নিতে হবে।

InShot_20240626_111802502.jpg

দ্বিতীয় ধাপ

এখন আটায় তেল দিয়ে দিতে হবে এবং পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে মোলাইম করে ও আটার লেচি বানিয়ে নিতে হবে।

PhotoCollage_1719379323839.jpg

তৃতীয় ধাপ

এখন লেচি কেটে নিতে হবে পুরি বানানোর জন্য ও গোল করে নিতে হবে লেচি কেটে নিয়ে।

PhotoCollage_1719379479915.jpg

চতুর্থ ধাপ

এখন চুলায় একটি কড়াই বসিয়ে নিতে হবে এবং পরিমাণ মতো তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি,মরিচ কুচি দিয়ে বাদামী করে ভেজে নিতে হবে।

PhotoCollage_1719379699259.jpg

পঞ্চম ধাপ

এখন ভাজা পেঁয়াজ কুচিও কাঁচামরিচ গুলোতে সব গুলো মসলা উপকরণ, লবন হলুদ দিয়ে দিতে হবে ও নারাচারা করে নিতে হবে।

PhotoCollage_1719379909957.jpg

ষষ্ঠ ধাপ

এখন মসলা গুলোতে মিনি করে মেখে রাখা আলু গুলো দিয়ে দিতে হবে এবং খুব ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করে নিতে হবে পুরির পুরের জন্য। আমি এখানে এক চামুচ শুকনা মরিচের গুড়া ব্যাবহার করেছি ঝাল বাড়ানোর জন্য।

PhotoCollage_1719380106382.jpg

সপ্তম ধাপ

এখন আগে থেকে আলু পুরির জন্য বানিয়ে রাখা আটার গুটির ভীতরে আলুর পুর গুলো দিতে হবে ও একটি বেলনি চাকতির সাহায্যে বেলে নিতে হবে।

PhotoCollage_1719380519246.jpg

অষ্টম ধাপ

একে একে সব গুলো আলু পুরি একে একে ভেজে নিয়েছি।

IMG_20240626_123041.jpg

নবম ধাপ

এখন চুলায় কড়াই বসাতে হবে এবং পরিমাণ মতো তেল দিয়ে একে একে আলু পুরি গুলো সব ভেজে নিতে হবে।

PhotoCollage_1719383713380.jpg

দশম ধাপ

এখন ভাজা হয়ে গেছে তাই আচার দিয়ে পরিবেশন করে দিয়েছি।

IMG_20240626_123653.jpg

পরিবেশন

IMG_20240626_123653.jpg

IMG_20240626_123949.jpg
এই আমার আজকের মজাদার আলুপুরি রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে।আজকের মত এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো কষ্টের মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীরেসিপি
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG_20240617_223243.jpg

Sort:  
 7 days ago 

আপনার বাংলা ব্লগ পড়ে খুব ভালো লাগলো! আপনার আলু পুরি রেসিপির বর্ণনা শুনে জিভে জল আসছে 🤤। গরমের মাঝে আপনার রান্নার এই শৈল্পিক কাজ সত্যিই প্রশংসনীয়। আমের মোরব্বার সাথে আলু পুরির মিশ্রণটি চমৎকার একটি আইডিয়া। আশা করছি ভবিষ্যতেও আপনার এমন দারুণ রেসিপি এবং অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবেন। শুভ কামনা রইলো!

[@redwanhossain]

 7 days ago 

ধন্যবাদ ভাইয়া সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য।

 7 days ago 

আপু আলু পুরি আমার কাছে অনেক ভালো লাগে।তবে এগুলো সময় নিয়ে করলে অনেক ভালো লাগে। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে অনেক মজার ছিল। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

 7 days ago 

সত্যি অনেক সময় লাগে আপু এই ডাল পুরি বানাতে।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 7 days ago 

আপু এমন বিকাল বেলা লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন যা দেখে তো লোভ সামলাতে পারছি না। আলুর পুরি খেতে আমি খুব পছন্দ করি। অনেক দিন হয়েছে তৈরি করা হয় না। ছেলেকে নিয়ে বানাতে পারি না বলে দোকান থেকে কিনে খাওয়া হয়। সকাল কিংবা বিকালের নাস্তায় খেতে দারুণ লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 7 days ago 

আসলে অনেক সময় লাগে আপু এই আপুপুরি বানাতে ছোট বাচ্চা থাকলে তো এরমক রেসিপি করা খুব কষ্টের হয়ে যায়।সত্যি বিকেলের নাস্তায় দারুণ লাগে খেতে।ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 7 days ago 

বাড়িতে হাইজিন মেইন্টেইন করে দারুন আলুপুরী রেসিপি আপনি শেয়ার করেছেন।দেখতেই এতো লোভনীয় লাগছে না জানি খেতে কতো ভালো ছিল।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 7 days ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 7 days ago 

সারাদিনের ক্লান্তির পর যখন মানুষ একটু ভালো সময় কাটাবে কিংবা বিশ্রাম করবে তখনই লোডশেডিং দেখা দেয় আপু। কি আর করার আপু। আপু আপনি রান্না খুব কম করলেও দারুন দারুন রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেন জেনে ভালো লাগলো। আলু পুরি রেসিপি অসাধারণ হয়েছে। মনে হচ্ছে খেতেও দারুন হয়েছিল।

 7 days ago 

হ্যাঁ ভাইয়া খেতে অনেক মজাদার হয়েছিলো।ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য।

 7 days ago 

মনে হয় না আর এই গরম কমবে। দিন যত যাচ্ছে গরম তত বেড়েই চলেছে। পুরি খেতে ভীষণ মজা লাগে। কিছুক্ষণ আগে নাস্তায় আমি গরম গরম পুরি খেলাম। আলু পুরি রেসিপি দেখে তো খেতে ইচ্ছে করছে। গ্রামের কারেন্ট এর কথা কিছু বলার নেই। একবার গেলে আর আসার নাম মনে থাকে না। আপনার রেসিপি দেখে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে আপু সুন্দর রেসিপি পরিবেশন করার জন্য।

 7 days ago 

ঠিক বলেছেন ভাইয়া গরম গরম পুরি খেতে বেশ ভালো লাগে। আপনি গরম গরম পুরি খেয়েছেন জেনে বেশ ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 7 days ago 

আপু আজ আপনি আমাদের মাঝে খুব মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন। আপনার আলু পুরি দেখে আমার খুব লোভ হচ্ছে। আসলে বিকালে চায়ের সাথে এই আলুপুরি খেতে ভীষণ ভালো লাগে। আপনি আলুপুরি তৈরির প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আপনার আলুপুরি তৈরির ধাপ দেখে সহজেই তৈরি করে নিতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করে নেয়ার জন্য।

 7 days ago 

একদমই ঠিক বলেছেন আপনি বিকালে এক কাপ দুধ চায়ের সঙ্গেই পুরি খেলে অসাধারণ জমে যায়। ধন্যবাদ আমার পোস্টে সুন্দর কমেন্ট করে পাশে থাকার জন্য।

 7 days ago 

খুবই সুস্বাদু ভাবে আলু পরোটা তৈরি করেছেন আপু। আমার মা প্রায়ই এভাবে আলুর পরোটা তৈরি করে খেতে ভীষণ মজা লাগে। আপনি রেসিপির প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। এরকম মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 7 days ago 

আন্টি প্রায়ই এভাবে আলু পরোটা বানায় জেনে খুব ভালো লাগলো।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 7 days ago 

হায় হায় এটা তোমার খুবই প্রিয় একটি খাবার। আপু আপনাকে করেছেন কি আমার সবচেয়ে প্রিয় একটি খাবার আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন। এই খাবারটি সামনে থাকলে অন্য খাবার খাওয়ার ইচ্ছা থাকে না। তবে সকালের নাস্তা হলে খুব বেশি ভালো হয়।

 7 days ago 

আপনারও পছন্দ এই আলুপুরি জেনে ভালো লাগলো।ঠিক বলেছেন আপনি, সকালের নাস্তা এই আলুপুরি হলে ভীষণ ভালো হয়।ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য।

 7 days ago 

এরকম ইউনিক কিছু তৈরি করে খেতে খুব ভালো লাগে আপু। খাবারের স্বাদ আনার জন্য খাবারের ভিন্নতা আনার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করি। যেহেতু আপনি আলুর পরোটা রেসিপি শেয়ার করেছিলেন। আজকে আলুর পুরি রেসিপি শেয়ার করলেন। আলুর পরোটার কালার গুলো দেখেই মনে হচ্ছে খুবই সুস্বাদু ছিল। রেসিপিটি আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করলেন আমাদের সাথে।

 6 days ago 

অসংখ্য ধন্যবাদ আপু আমার পোস্ট টি ভিজিট করে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 60289.82
ETH 3304.15
USDT 1.00
SBD 2.42