কলস আর্ট পদ্ধতি
হ্যালো
আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ ও সৃষ্টিকর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।
আবহাওয়া বেশ ঠান্ডা। বিদুৎ বার বার চলে যায় তাতে কি বাতাস অনেক আবহাওয়া ঠান্ডা এজন্য লোডশেডিং এ বিরক্তিকর লাগছে না। ভাবছিলাম ঠান্ডা দিন যেহেতু তাই বসে বসে আর্ট করা যাক।যে কথা সেই কাজ বসে পড়লাম খাতা পেন্সিল নিয়ে।আগের দিনের গ্রামের মানুষ মাটির কলস ব্যাবহার করতো। মাটির কলস কাখে নিয়ে নদীর ঘাটে জল ভরতে যেতেন মেয়েরা দল বেঁধ। আজ সেগুলো শুধুই সিনেমায় দেখা যায়।বেশ ভালো লাগে মাটির কলস দেখতে।ভালোলাগা থেকে আর্ট করা।
তো চলুন দেখা যাক কেমন আর্ট পদ্ধতি কলসের
খাতা |
---|
পেন্সিল |
জল রং |
চুড়ি |
প্রথম ধাপ
প্রথমে আমি একটি খাতার মাঝে একটি চুড়ির সাহায্যে বিত্ত এঁকেছি। বিত্তের মাঝে লম্বা দাগ কেটে নিয়েছি।
দ্বিতীয় ধাপ
এখন কলসের গলা বানিয়ে নিয়েছি।
তৃতীয় ধাপ
এখন কলসের মুখ বানিয়েছি।
চতুর্থ ধাপ
এখন কসলের মাছের দাগ রাবার দিয়ে মুছে ফেলেছি ও কলসের গলায় দাগ কেটে নিয়েছি।
পঞ্চম ধাপ
এখন কলসের পেটে দাগ কেটে নিয়েছি ও তারপর দাগ কেটে ডিজাইন করে নিয়েছি।
ষষ্ঠ ধাপ
এখন গলায় ডিজাইন করে নিয়েছি পেন্সিলের সাহায্যে।
সপ্তম ধাপ
এখন কলসের বডিতে গোল গোল করে ডিজাইন করে নিয়েছি। কসল আর্ট সম্পূর্ণ করেছি। এবার কালার করার পালা।
অষ্টম ধাপ
কালো রঙ্গের সাইনপেন দিয়ে কলসের চারপাশে ও ডিজাইন গুলো ডিপ কালার করে নিয়েছি।
নবম ধাপ
এখন কলসের নিচের অংশ সবুজ কালার করে নিয়েছি।
দশম ধাপ
এখন কলসির বডির মাঝের বর্ডারে ব্ল কালার করে নিয়েছি ও কলসের মুখ কালার করে নিয়েছি।
একাদশ ধাপ
পুরাপুরি ভাবে কলসের কালার হয়ে গেছে।
ফাইনাল লুক
এই ছিলো আমার আজকের কলস আর্ট পদ্ধতি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোন পোস্টের মাধ্যমে।সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।
টাটা
পোস্ট | বিবরণ |
---|---|
পোস্ট তৈরি | @shapladatta |
শ্রেণী | আর্ট |
ডিভাইস | OppoA95 |
লোকেশন | বাংলাদেশ |
আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।
আপু আপনার আর্ট করা কলসটি দেখতে তো সত্যিকারের মাটির কলসের মতোই লাগছে। কালারটা বেশি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আমার খুবই ভালো লেগেছে আপু। দারুন হয়েছে দেখতে। অনেক দক্ষতার সাথে এই আর্ট করেছেন আপু।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।
বাহ আপু আপনি তো বেশ সুন্দর একটি কলস আর্ট করেছেন। দেখতে অনেক ভালো লাগছে। সুন্দর একটি আর্ট প্রতিটি ধাপে ধাপে উপস্থাপনা করে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
জ্যামিতিক ডিজাইন করে করে কলসিটি তো ভীষণ সুন্দর আঁকলে বোন। দুর্দান্ত আর্ট। মনে হচ্ছে এখনই জল ভরে ঘরে বসিয়ে রাখি আর গ্রীষ্মে কলসের শীতল জল পান করি। সহজ সরল ভাবে খুব সুন্দর বানিয়েছো। আমার শুভেচ্ছা নিও।
সুন্দর মন্তব্য করে উসাহিত করার জন্য ধন্যবাদ দাদা।
আপু আমি কিছুদিন আগে গ্ৰামে গিয়েছিলাম আর লোডশেডিংয়ের যন্ত্রায় তাড়াতাড়ি চলে আসি। তবে ঠান্ডার সময় লোডশেডিংয়ের সমস্যা হলেও তেমন বুঝা যায় না। এমন আবহাওয়ায় বসে আঁকাআঁকি করতে আমার কাছেও অনেক ভালো লাগে। আপনি আজ খুব সুন্দর একটি আর্ট শেয়ার করেছেন। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে কালার করার জন্য দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ আপু এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
হাহাহাহা গরমে তারাতাড়ি চলে গেছেন জেনে হাসি পেলো কারণ আমাদের বাড়িতে অনেকেই এসে লোডশেডিং দেখে তারাতাড়ি চলে যায়। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
আজ আপনি অনেক সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা আর্টটি দেখতে খুবই চমৎকার লাগছে। কালার টা বেশ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আপনি অনেক দক্ষতার সাথে কাজটি সম্পন্ন করেছেন। দারুন হয়েছে দেখতে।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
সু স্বাগতম মন্তব্য ভালো লাগার জন্য।
আপনার কলস আর্ট বেশ দুর্দান্ত হয়েছে। কলস আর্ট দেখে খুব ভালো লাগলো। আর্ট করার প্রক্রিয়া বেশ দুর্দান্ত হয়েছে। আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। এতো অসাধারণ কলস আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থেকে উৎসাহিত করার জন্য।
অনেক সুন্দর একটি কলস আর্ট করেছেন। আর কালার কম্বিনেশন টা বিশেষ করে আমার কাছে বেশি ভালো লেগেছে। এত সুন্দর করে আটটি করেছেন যা সকলের দৃষ্টি আকর্ষণ করবে।