আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি ❤️

in আমার বাংলা ব্লগ10 days ago

#হ্যালো

আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ ও সৃষ্টিকর্তার কৃপায়।

আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।

কিছুদিন আগে আমি গিয়েছিলাম বাণিজ্য মেলায় আর সেখানে গিয়ে হরেক রকমের জিনিসপত্র দেখেছি ও কিনেছি আর সেখানে দেখছি কয়েক প্রকারের আর্টিফিশিয়াল ফুলের সমাহার। আর্টিফিশিয়াল ফুল ঘর সাজাতে বা ঘরে টবে রাখতে দারুণ লাগে।আমার খুব পছন্দের ঘর সাজানোর জন্য আর্টিফিশিয়াল ফুলে।আমি আর্টিফিশিয়াল বেশ কিছু ফুল কিনে রেখেছি ঘরে যা আমার ঘরের সোভা বাড়িয়ে তুলেছে। বাণিজ্য মেলা থেকে গত বছর ও সূর্যমুখী ও কাঁশফুল কিনেছিলাম আর এবার কিনেছি নাম না জানা ফুল। রংপুর থেকে একটি মাটির চমৎকার সুন্দর ফুলের টব কিনেছিলাম আর সেই টব সাজানোর জন্যই মূলতো ফুল গুলো কিনেছি।ফুল কিনতে গিয়ে ফটোগ্রাফি গুলো করেছি।

তো চলুন দেখা যাক ফটোগ্রাফি গুলো।

আর্টিফিশিয়াল সূর্যমুখী ফটোগ্রাফি

সূর্যমুখী ফুল একটি মনোমুগ্ধকর হলুদের রাণী।অসম্ভব সুন্দর এই ফুলটি সবার নজর ও মন কারতে সক্ষম। বাস্তব সূর্যমুখী দেখতে অনেক সুন্দর হলেও ঘরে সাজিয়ে রাখার জন্য আর্টিফিশিয়াল ফুল ছারা সম্ভব নয়।ফুল সৌন্দর্যে প্রতিক আর ফুল ভালোবেসে ঘরে টবে রাখার জন্য আর্টিফিশিয়াল ফুল একমাত্র অবলম্বন। আমি গত বছর আর্টিফিশিয়াল সূর্যমখী কিনে এনেছি আর সেজন্য এবছর আর কিনিনি শুধু ফটোগ্রাফি করে নিয়েছি। এই সেই মনোমুগ্ধকর সূর্যমুখীর ফটোগ্রাফি। আশা করছি ফটোগ্রাফি আপনাদের ভালো লাগবে।

IMG20250116135139.jpg

আর্টিফিশিয়াল টিউলিপ ফটোগ্রাফি

টিউলিপ একটি বিদেশি প্রজাতির সুন্দর ফুল।এই ফুলটি বিশেষ যত্নে আমাদের দেশেও ফুটোও বাগান হয়।টিউলিপ ফুল ভীষণ জনপ্রিয় একটি ফুল।টিউলিপ ফুলের ব্যাবহার হয়ে থাকে যে কোন ফুল দিয়ে সাজানোর কাজে তবে ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতে আর্টিফিশিয়াল টিউলিপের জুড়ি নেই।বাড়ির সুন্দর্য বৃদ্ধি করতে বাগানে ও রুমের বা অফিসের টেবিলের সৌন্দর্য বৃদ্ধি করতে আর্টিফিশিয়াল টিউলিপের প্রয়োজন।

IMG20250116135151.jpg

আর্টিফিশিয়াল লাল গোলাপ ফটোগ্রাফি

এবার আপনাদের সাথে ভাগ করে নেবো আর্টিফিশিয়াল ফুল গোলাপ ফুলের ফটোগ্রাফি। গোলাপ ফুল কে ফুলের রাণী বলা হয়। গোলাপ ফুল যে ফুলের রাণী তা গোলাপ ফুলের প্রতি মানুষের ভালোবাসা ও ব্যাবহার দেখেই বোঝা যায়।ভালোবাসার প্রতিক গোলাপ,সৌন্দর্যের প্রতিক গোলাপ।পৃথিবীর সব জায়গায় গোলাপ ভালোবাসার প্রতিক হিসেবে ব্যাবহার হয়ে থাকে।গোলাপ আনন্দের ও সুখের সময়ের একটি ফুল।তো চালুন সুন্দর লাল টুকটুকে আর্টিফিশিয়াল গোলাপ ফুলের ফটোগ্রাফি দেখে আসি।

IMG_20250129_162526.jpg

আর্টিফিসিয়াল মাউটান পনি

এই ফুলটিও বিদেশি একটি ফুল।এই ফুলের নাম মাউটান পনি। খুবই সুন্দর আকর্ষণীয় ফুলটি।এই ফুলও আমাদের দেশে হয়।বাগানে এই ফুল বাগানের সৌন্দর্য বাড়িয়ে দেয়।

IMG-20250129-WA0006.jpg

আর্টিফিশিয়াল ব্যালনকুনি প্যাটেড প্লান্ট

ব্যালকুনি প্যাটেড প্লান্ট এই ফুলটির নাম।এই ফুলটিও বিদেশি ফুল।এই ফুলটির পাতা গুলো বেশি ভালোলাগে আমার।এখানে দু কালারের ব্যালকুনি প্যাটেড প্লান্ট ফুলটি দারুণ লাগছে।অসাধারণ সুন্দর লাগছে ফুল গুলো।

IMG-20250129-WA0007.jpg

আর্টিফিশিয়াল চাইনিজ পোনি ফুলের ফটোগ্রাফি

চাইনিজ পোনি ফুলটি অসাধারণ সুন্দর লাগছে।এই চাইনিজ পোনি ফুলটিও বিদেশি একটি আকর্ষণ ফুল।এই ফুল এখানে লাল ও সাদা কালারের রাখা হয়েছে। লাল ও সাদা এক সাথে তাই খুবই সুন্দর আকর্ষণীয় লাগছে।আর্টিফিশিয়াল ফুলের ভীষণ চাহিদা তাই তো সবাই খুব কিনছে এই আর্টিফিশিয়াল ফুল।

IMG_20250129_170918.jpg
এই ছিলো আমার তোলা মন মুগ্ধ করার আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি। আশা করছি আপনাদের ভালো লাগব। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্যকোন পোস্টের মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG_20250129_181918.png

IMG_20250129_181931.png

Sort:  
 10 days ago 

বর্তমান সময়ে আর্টিফিশিয়াল অনেক ফুল দেখতে পাওয়া যায়। এই ফুলগুলো আমার কাছে অনেক ভালো লাগে। বাজারের দেখা যায় অনেক দোকানে এগুলো বিক্রয় করে থাকে। দূর থেকে মনে হয় যেন একদম বাস্তব ফুলের মত। আপনি খুব অনেক রকমের ফুলের ফটোগ্রাফি করেছেন দেখে খুশি হলাম।

 10 days ago 

ঠিক বলেছেন বর্তমান আর্টিফিশিয়াল ফুল অনেক দেখতে পাওয়া যায় এবং এর ব্যাবহারও অনেক।

 10 days ago 

আপু আপনি বানিজ্য মেলা থেকে বেশ চমৎকার সব আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। বাস্তবের ফুলের মতো আর্টিফিশিয়াল ফুল গুলোও দেখতে খুব সুন্দর। এই ধরনের ফুল দিয়ে ঘর সাজালে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। আপনার ফটোগ্রাফির প্রতিটা ফুল দেখতে খুবই সুন্দর। ধন্যবাদ আপু এত চমৎকার সব ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 10 days ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 10 days ago 

PhotoCollage_1738156524090.jpg

 10 days ago 

আমার কাছে এই ফুল ‍গুলো বেশ ভালো লাগে। আপনি বেশ সুন্দর করে ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপানার শেয়ার করা প্রতিটি ফুল আমার কাছে কিন্তু বেশ দারুন লেগেছে। ধন্যবাদ এমন দারুন কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 10 days ago 

আমার কাছেও এই ফুলগুলো অনেক ভালো লাগে।

 10 days ago 

আর্টিফিশিয়াল ফুল আমার দেখতে খুব ভালো লাগে। আমিও গত বছর মেলা থেকে অনেকগুলো ফুল সংগ্রহ করেছিলাম এখনও আছে। ঘরের সৌন্দর্যের বৃদ্ধিতে আর্টিফিশিয়াল ফুলের কোন বিকল্প নেই। আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো আমার দেখে খুবই ভালো লেগেছে।

 10 days ago 

একদমই ঠিক বলেছেন আপু ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে আর্ট শফি ফুলের কোন বিকল্প নেই।

 10 days ago 

ওয়াও। সবগুলো ছবিই বেশ কালারফুল এবং এট্রাক্টিভ।

ধন্যবাদ আপনাকে।

 10 days ago 

ধন্যবাদ আপনাকেও।

 10 days ago 

অফিস আদালত এবং বাসা বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য আর্টিফিশিয়ালি ফুল ব্যাপক ভাবে ব্যবহার করা হয়। আর্টিফিশিয়ালি ফুলের ফটোগ্রাফি করেছেন দেখে খুব ভালো লাগলো। ফুল দেখতে একেবারে বাস্তবের মতো মনে হচ্ছে। আসলে ফুল যেমন হোক না ফুলের সৌন্দর্য খুবই দারুণ হয়ে থাকে। ধন্যবাদ আপনাকে আপু।

 10 days ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করেছেন জন্য।

 10 days ago 

আসলে বর্তমান সময়ে আর্টিফিশিয়াল ফুল এবং অরিজিনাল ফুলের মধ্যে আমি কোন পার্থক্য খুঁজে পাই না। আর আপনি ঠিক সেরকম কতগুলো দারুন দারুন ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন যেগুলো দেখেও বোঝার উপায় নেই যে এগুলো নকল ফুল।

 9 days ago 

ঠিক তাই তাজা ও আর্টিফিশিয়াল ফুলের পার্থক্য খুঁজে পাওয়া মুসকিল।

 10 days ago 

আপু, বানিজ্য মেলা থেকে আপনি যেসব আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন, সেগুলো সত্যিই দারুণ।প্রতিটি ছবি যেন জীবন্ত ফুলের মতো দেখাচ্ছে।আর এই ফুল গুলোও বাস্তব ফুলের সৌন্দর্যকে হার মানায়। ঘর সাজানোর জন্য এরকম ফুলগুলো অসাধারণ,এই ফুল গুলো ঘরের সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি করে। আপনার ফটোগ্রাফি গুলো একেবারে মনোমুগ্ধকর, দেখে ভালো লাগছে ,ধন্যবাদ আপু!

 9 days ago 

ঠিক বলেছেন বাস্তব ফুলকে হার মানানোর মতো ফুল গুলো।

 9 days ago 

ঘর সাজানোর জন্য আর্টিফিশিয়াল ফুল অসাধারণ। আজকে আপনি খুব চমৎকার বিভিন্ন কালারের আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি করেছেন। আমি নিজেও ঘরের জন্য কিছু আর্টিফিশিয়াল ফুল কিনেছিলাম। তবে আর্টিফিশিয়াল ফুল গুলো সহজে নষ্ট হয় না অনেকদিন পর্যন্ত টিকে। ধন্যবাদ এত সুন্দর করে আর্টিফিশিয়াল ফুলের কিছু ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.23
JST 0.033
BTC 96070.72
ETH 2605.37
USDT 1.00
SBD 2.58