পুস আর্ট❤️
হ্যালো,
আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ ও সৃষ্টিকর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।
শরীর একদমই ভালো যাচ্ছে না।যতোদিন ভাবি মনোযোগ দিয়ে কাজ শুরু করবো ততদিনেই কোন না কোন সমস্যা বাঁধা এসে সামনে হাজির হয়।প্রচুর গ্যাসের সমস্যায় ভুগছি।গ্যাসের সমস্যা আমার অনেক কারণ আমার পিত্ত থলী অপারেশন করে বের করা হয়েছে আর সেজন্য খাবার হজমে সমস্যা হয় ও একটুতেই গ্যাস হয়ে যায়।
দুপুরে পোস্ট লিখবো ভাবছিলাম কিন্তুু শরীর ভালো লাগছিলো না জন্য ঘুমিয়ে গেছি আর ঘুম থেকে উঠেছি সন্ধ্যায়। ঘুম থেকে উঠেই খাতা-পেন্সিল নিয়ে বসে পড়েছি এবং আমাদের সকালের প্রিয় পুস আর্ট করতে বসেছি।পুসকে ভালোবেসে সবাই সুন্দর সুন্দর আর্ট পোস্ট দিয়ে থাকে তাই আমারও পুসের প্রতি ভালোবাসা থেকে পুস আর্ট করা।
আমি মনে করি যাকে ভালোবাসা যায় মন থেকে তাকে তার খারাপ সময়েও ভালোবাসতে হয় এবং ভালোবাসা আরো গভীর হয়।পুসের প্রতি আমাদের সকলের ভালোবাসা এক চুলও কমে নি।
তো চলুন দেখা যাক পুস আর্ট পদ্ধতি টি।
১.খাতা |
---|
২.পেন্সিল |
৩.জলরং |
৪.রাবার |
৫.তুলি |
প্রথম ধাপ
প্রথমে একটি খাতায় পেন্সিলের সাহায্যে পুসের কান এঁকেছি।
দ্বিতীয় ধাপ
এখন পুসের মাথাও পিঠের অংশ এঁকেছি।
তৃতীয় ধাপ
এখন সামনের পা ও বুকের অংশ এঁকেছি।
চতুর্থ ধাপ
এখন পুসের চোখ দুটো এঁকেছি।
পঞ্চম ধাপ
নাক ও মুখ এঁকে নিয়েছি।
ষষ্ঠ ধাপ
এখন পুসের কান সাইনপেন দিয়ে কালার করে নিয়েছি,চোখ দুটোতে কাজল পড়িয়ে দিয়েছি।
সপ্তম ধাপ
এখন পুসের নাক মুখ ও গোফ কালো কালার করে নিয়েছি।
অষ্টম ধাপ
এখন পুসের মাথাটি ব্রাউন কালার করে নিয়েছি। পুরা পুসটি ব্রাউন কালার করে নেবো।
নবম ধাপ
এখন পুসের পুরা বডিটি কালার করে নিয়েছি।
দশম ধাপ
এখন পুসের লেজ টি কালো কালার করে নিয়েছি। পুরা পুসটি কালার করা শেষ।
ফাইনাল লুক
এই ছিলো আমার আজকের আমাদের সকলের প্রিয় পুস আর্ট পদ্ধতি।
আশা করছি আপনাদের ভালো লাগবে।আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোন পোস্টের মাধ্যমে।
সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।
টাটা
পোস্ট | বিবরণ |
---|---|
পোস্ট তৈরি | @shapladatta |
শ্রেণী | আর্ট |
ডিভাইস | OppoA95 |
লোকেশন | বাংলাদেশ |
আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।
আপু আপনার সুস্থতা কামনা করছি। অসুস্থ থাকলে কোনো কাজ ঠিক মত করা হয়না। আমারও একই অবস্থা যেদিন ভালো লাগে সেদিন সকাল সকাল পোস্ট করা হয় কিন্তু শরীর খারাপ থাকলে একদম রাত হয়ে যায়। ঠিক বলেছেন আপু যাকে মন থেকে ভালোবাসা যায় তাকে সবসময়ই ভালোবাসা যায়। আপনি আজ খুব সুন্দর একটি পুস আর্ট করেছেন। পুস কে দেখতে বেশ কিউট দেখাচ্ছে। কালার করার জন্য দেখতে আরও বেশি ভালো লাগছে। ধন্যবাদ আপু এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
পুস আর্ট অসাধারণ হয়েছে। দেখে মুগ্ধ হলাম। খুবই সুন্দরভাবে অঙ্কন করেছেন। আপনার চিত্র অংকনটি আমার কাছে ভালো লেগেছে।
ধন্যবাদ ভাইয়া।
পুসের দৃশ্য দেখলেই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে একটি পুস আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার হাতে আর্ট করা পুসের দৃশ্য টি অসাধারণ হয়েছে। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে সাজিয়ে আর্ট করার চেষ্টা করেছেন।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
ঠিক বলেছেন আপু আমাদের সকলের প্রিয় পুশ নিয়ে সবাই অনেক সুন্দর সুন্দর আর্ট অথবা ডাই পোস্ট তৈরি করে থাকে। আপনি আজকে চমৎকার একটি পু্শ আর্ট করেছেন। আপনার তৈরি করা আর্ট দেখে ভীষণ ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
আজকে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর পুস এর আর্ট করে দেখিয়েছেন। আপনার এত সুন্দর আর চোখে দেখে আমি মুগ্ধ হয়েছি আপু। আপনার দারুন আর্ট দক্ষতা রয়েছে দেখলাম। এত সুন্দর ভাবে পুসের আর্ট করে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
আপু কিউট একটি পুস আর্ট করেছেন ।জলরং এবং পেন্সিল দিয়ে অসাধারণ পুস আর্ট করলেন দেখতে বেশ ভালো লাগলো। সত্যি আপনি ঘুম থেকে উঠে সন্ধ্যা বেলা অসাধারণ পুস আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন। চমৎকার একটি পুস আর্ট করে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
অসুস্থ হলে লিখব লিখব করে সময় হয়ে ওঠে না আপু। তারপরও আপনি পুসকে ভালোবেসে অনেক সুন্দর একটি পুস আর্ট করেছেন। খুবই সুন্দর হয়েছে আর্ট টি। ধন্যবাদ সুন্দর একটি পুসের আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।