ডাল চচ্চড়ি রেসিপি❤️

in আমার বাংলা ব্লগ4 days ago

হ্যালো

আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ ও সৃষ্টিকর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।

InShot_20250101_185054456.jpg

মসুর ডালকে গরিবের আমিষ বলা হয়।গরিম মানুষেরা মাছ, মাংস তেমন কিনে খেতে পারে না কিন্তুু মসুর ডাল কিনে খেতে পারতো সহজেই।এখন এই ডালের ও অনেক দাম গরীবের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। মসুরের ডালে প্রচুর পরিমাণে আমিষ বিদ্যমান।মসুর ডালে প্রচুর পরিমাণে খাদ্য আঁশ থাকে।আমার ডাল একদমই পছন্দের নয়।শুধুমাত্র এই ডাল চচ্চড়ি রান্না হলেই আমি খাই কারণ এই ডাল চচ্চড়ি খুবই সুস্বাদু।

গরম গরম ডাল চচ্চড়ি ও ভাত খেতে দারুণ লাগে।

তো চলুন দেখা যাক রেসিপিটি।

IMG_20241231_144708.png

PhotoCollage_1735733733800.jpg

প্রথম ধাপ

প্রথমে মসুর ডাল ধুয়ে নিয়েছি।

IMG_20250101_181733.jpg

দ্বিতীয় ধাপ

এখন চুলায় কড়াই বসিয়েছি ও তাতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি।

IMG_20250101_182324.jpg

তৃতীয় ধাপ

এখন গরম তেলে রসুন পেঁয়াজ, কাঁচামরিচ ফোঁড়ন দিয়েছিও একটু ভেজে নিয়েছি।

PhotoCollage_1735734334966.jpg

চতুর্থ ধাপ

এখন ভাজা পেঁয়াজে মসুর ডাল দিয়েছি।

IMG_20250101_183729.jpg

পঞ্চম ধাপ

এখন লবন হলুদ দিয়েছি ও নারাচারা করে ভেজে নিয়েছি ডাল গুলো।

PhotoCollage_1735735170938.jpg

ষষ্ঠ ধাপ

এখন ভাজা ডালে জল দিয়েছি।

IMG_20250101_184031.jpg

সপ্তম ধাপ

এখন সিদ্ধ হওয়ার জন্য হাই হিটে জ্বাল দিয়ে নিয়েছি ও ডাল অর্ধেক সিদ্ধ হলে তাতে আগে থেকে কাটা আলুও টমেটো দিয়েছি।

InShot_20250101_184625129.jpg

InShot_20250101_184634870.jpg

অষ্টম ধাপ

ডাল চচ্চড়ি হয়ে গেছে। খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে।

IMG_20250101_184833.jpg

পরিবেশনের জন্য তৈরি

InShot_20250101_185054456.jpg

InShot_20250101_185054456.jpg

InShot_20250101_185113927.jpg
এই ছিলো আমার আজকের মজাদার চমৎকার সুন্দর ও সুস্বাদু ডাল চচ্চড়ি রেসিপি।আশা করছি আপনাদের ভালো লাগবে।আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্যকোন পোস্টের মাধ্যমে।
সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীরেসিপি
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG_20241231_211012.png

IMG_20241231_211022.png

Sort:  
 4 days ago 

মসুর ডাল হাই প্রোটিন খাবার এই কারণেই মসুর ডাল কি আমিষ খাবার বলা হয়। নইলে মসুর ডালের মধ্যে প্রাণীজ কোন কিছুই থাকে না। অনেক রকম ডাল রয়েছে আমাদের অড়হড়ের ডালের পর কিন্তু মসুর ডালের স্বাদই সব থেকে ভালো। এই রান্নাটা আমরাও করে থাকি। পেঁপে ফেলে দিয়ে এতে। বেশ ভালো হয় খেতে। পাতলা করে মসুর ডাল রান্না করে খেয়েও শরীরের পক্ষে উপকারী।

 4 days ago 

মসুর ডাল হচ্ছে ভেষজ প্রোটিন তবে এই ডালকে অনেকেই আমিষ ডাল বলে এবং সে জন্য আমারও বলা।মসুর ডাল উপোস করে খাওয়া নিষিদ্ধ প্রাণীজ কোন কিছু না থাকলেও।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 4 days ago (edited)

PhotoCollage_1735738293133.jpg

Screenshot_2025-01-01-19-41-57-30_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 4 days ago 

মসুর ডালের চচ্চড়ি টা আমার খুব ভালো লাগে খেতে। আপনি খুব সুন্দর ভাবে পুরো রেসিপিটা উপস্থাপন করেছেন। তবে এর সাথে কখনো আলু টুকরো করে দেওয়া হয়নি। দেখে খুবই লোভনীয় লাগছে। এই রেসিপিটা আমার বেশ পছন্দের। ধন্যবাদ আপু সুস্বাদু রেসিপি শেয়ার করার জন্য।

 2 days ago 

মসুর ডালের চচ্চড়ি খেতে আপনার ভালো লাগে জেনে ভালো লাগলো।

 4 days ago 

ডাল টমেটো আলু দিয়ে খুব সুন্দর খাবার তরকারি বানিয়েছেন। এত সুন্দর একটা লোভনীয় তরকারি রান্না করতে দেখে চোখ ফেরানো দল। অনেক মজাদার রেসিপি হয়েছে।

 2 days ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করেছেন জন্য

 4 days ago 

অসাধারণ আপু আপনি অনেক সময় নিয়ে ধৈর্যের সাথে যত্ন সহকারে ডাল চচ্চড়ি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমার খুবই ভালো লাগলো। এই মসুর ডাল চচ্চড়ি আমার খুবই পছন্দনীয় একটি ডাল চচ্চড়ি। তবে এই চচ্চড়ির মধ্যে টমেটো দেওয়ার জন্য আরও বেশি আকর্ষণীয় লাগছে। তাছাড়া আপনার রন্ধন প্রণালী এবং পরিবেশন দেখে মনে হচ্ছে রেসিপিটা অনেক সুস্বাদু হয়েছিল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এরকম সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 days ago 

আপনার পছন্দের রেসিপি এটি জেনে ভালো লাগলো।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য

 3 days ago 

অনেক অসাধারণ ও সুস্বাদু ডাল চচ্চড়ি রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। এ ধরনের রেসিপি খেতে অনেক বেশি সুস্বাদু হয়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 days ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করেছেন জন্য।

Coin Marketplace

STEEM 0.32
TRX 0.26
JST 0.040
BTC 97628.16
ETH 3611.02
USDT 1.00
SBD 3.42