ইলিশ পোলাও রেসিপি❤️

in আমার বাংলা ব্লগ3 months ago

হ্যালো

আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ ও সৃষ্টিকর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।

InShot_20241204_172955748.jpg

IMG_20241204_172706.jpg

দিন দিন শীত ভালো মতোই জেগে বসছে।বেশ ঠান্ডা পড়ে গেলো। ঠান্ডায় আলস্য বেড়ে যায় আমার।অলটাইম কম্বলের নিচে চুপটি করে শুয়ে থাকতে ভাল্লাগে।
মেয়ের পরিক্ষা আট তারিখে এদিকে ঠান্ডাজনিত কারণে সর্দি,জ্বর এসেছে মেয়ের কাশিও হয়েছে বেশ।আসলে এখন একটু পড়ো হয়েছে তাই নিজের ইচ্ছে মতো চলতে গিয়ে ঠান্ডা লেগে গেছে।

বেশ কিছুদিন থেকে ভাবছিলাম ইলিশ পোলাও খাবো।আমার ইলিশ মাছ অনেক পছন্দের। ইদানীং ইলিশ মাছ একটু বেশি ভালো লাগে।সর্ষে ইলিশ ভাপা আমার পছন্দের তবে ইলিশ পোলাও খেতে দারুণ লাগে।বেশ অনেক দিন হয়ে গেছে ইলিশ পোলাও খাওয়া হয় না।

আজকে ইলিশ পোলাও করে ফেল্লাম এবং রন্ধন প্রনালী আপনাদের সাথে ভাগ করে নিলাম।একদমই ঘরোয়া পদ্ধতিতে রান্না করেছি ইলিশ পোলাও রেসিপিটি।খেতে দারুণ হয়েছিলো।আমার মেয়ের মুখে স্বাদ নেই তবুও খেয়ে বলছিল মা দারুণ টেষ্টি হয়েছে।
মেয়ে যদিও ইলিশ মাছ পছন্দ করে না তাই সে শুধু পোলাও খেয়েছে।
মাছের রাজা ইলিশ। স্বাদের রাজাও ইলিশ। ইলিশ মাছে অনেক পুষ্টিগুণ।ইলিশ মাছ মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এবং ইনসুলিন নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে। ইলিশ চোখের জন্য উপকারী। ইলিশ রক্ত কোষের জন্যও বিশেষভাবে উপকারী। ইলিশ মাছ দেহের রক্ত সঞ্চালনে বিশেষ ভূমিকা পালন করে।

তো চলুন দেখা যাক ঘরোয়া পদ্ধতিতে দারুণ স্বাদের রেসিপিটি কেমন হলো।

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzysttswxAwteuzG8k7rigLpUdPiKeJwnc7J9ZRi5o4eRGMFdxRJ63oSBiZecnou8XKhBzucKKDZQoxauc.png

পোলাওয়ের চালএক কেজি
ইলিশ মাছমাঝারি সাইজের একটা
পেঁয়াজ কুচিপরিমাণ মতো
জিরা বাটাতিন চামুচ
আদা বাটাদুই চামুচ
কাঁচা মরিচ বাটাএক চামুচ
রসুন বাটাদুই চামুচ
লবনস্বাদ মতো
হলুদএক চামুচ
মরিচের গুড়াএক চামুচ
তেজপাতাদুটো
গরম মসলাপরিমাণ মতো
ঘিদুই চামুচ
দই৫০ গ্রাম
কাঁচা মরিচছয়টি

PhotoCollage_1733293896829.jpg

IMG_20241204_174215.jpg

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1TV9DE9h5gxv6UVYWS3V1nVGdqPkduRYi4sVgkWAktaKrKvQbfbEFsDN9u2DT35iDwjR8QTk3Ni9zAoKc.png

প্রথম ধাপ

প্রথমে ইলিশ মাছটি কেটে ধুয়ে পরিস্কার করে নিয়েছি। আমি মাছটির ল্যাজা,মাথা সহ নিয়েছি মানে পুরা মাছটি।

IMG_20241204_164333.jpg

দ্বিতীয় ধাপ

এখন মাছ ম্যারিনেট করার জন্য আদা,জিরা,কাঁচামরিচ,লবন,হলুদ, শুকনো মরিচের গুড়া,টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি আধা ঘন্টার জন্য।

PhotoCollage_1733309278355.jpg

তৃতীয় ধাপ

এখন চুলায় একটি কড়াই বসিয়েছি ও তাতে পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি ও পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নিয়েছি।

PhotoCollage_1733309429949.jpg

চতুর্থ ধাপ

এখন বেরস্ত তৈরি তেলেই আগে থেকে ম্যারেনিট করা মাছের মসলা গুলো দিয়েছি মাছ গুলো তুলে রেখেছি আলাদা করে।মসলা গুলো কষিয়ে নিয়েছি।

PhotoCollage_1733309681179.jpg

পঞ্চম ধাপ

ভালো করে কষানো মসলা গুলোতে ইলিশ মাছের পিস গুলো একে একে দিয়েছি ও রান্না করে তুলে নিয়েছি।

PhotoCollage_1733309827690.jpg

ষষ্ঠ ধাপ

এখন কড়াই বসিয়েছি ও তাতে পেঁয়াজ, তেঁজপাতা গরম মসলা ফোঁড়ন দিয়েছি।

PhotoCollage_1733310561192.jpg

সপ্তম ধাপ

এখন আগে থেকে ধুয়ে জল ঝড়িয়ে রাখা পোলাও চাল গুলো কড়াইয়ে দিয়েছি ও লবন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি।

PhotoCollage_1733310707146.jpg

অষ্টম ধাপ

এখন ভাজা চাল গুলো একটি হাঁড়িতে দিয়েছি ও তাতে আগে থেকে গরম করে রাখা গরম জল দিয়েছি ও কাঁচা মরিচ দিয়েছি
সিদ্ধ না হওয়া অবদি জ্বাল করে নিয়েছি।

PhotoCollage_1733310937479.jpg

নবম ধাপ

পোলাও হয়ে গেছে তাই আগে থেকে রান্না করে রাখা ইলিশ মাছ গুলো পোলাওয়ে দিয়ে ঘি দিয়ে নারাচারা করে ঢাকা দিয়ে দমে রেখেছি।

PhotoCollage_1733311198589.jpg

দশম

ইলিশ পোলাওয়ের উপরে বেরেস্তা দিয়েছি ও পরিবেশের জন্য তুলে নিয়েছি।

IMG_20241204_172536.jpg

IMG_20241204_172100.jpg

IMG_20241204_172253.jpg

IMG_20241204_172400.jpg

পরিবেশন

IMG_20241204_172706.jpg

InShot_20241204_172955748.jpg

IMG_20241204_172732.jpg
এই ছিলো আমার মজাদার ইলিশ পোলাও রেসিপি।আশা করছি আপনাদের ভালো লাগবে।আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোন পোষ্টের মাধ্যমে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীরেসিপি
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG_20241130_225158.png

Sort:  
 3 months ago 

ইলিশ পোলাও রেসিপি দেখে লোভ সামলানো মুশকিল। অনেক দিন হলো ইলিশ পোলাও খাওয়া হয়নি। আগে জানলে আপনার বাসায় চলে যেতাম হা হা হা।ধন্যবাদ আপু লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 months ago 

চলে আসুন আপু।

 3 months ago 

Screenshot_2024-12-04-17-56-30-29_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2024-12-04-17-55-59-34_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Screenshot_2024-12-04-17-51-19-85_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2024-12-04-17-51-01-04_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

 3 months ago 

আপনার তৈরি করা রেসিপি টা আমার কাছে একটা ইউনিক রেসিপি বলে মনে হয়েছে। এর আগে আমি কোনদিন ইলিশ মাছের সাথে পোলাও খাইনি। কিন্তু আপনার তৈরি করার রেসিপি টা দেখে যেন এই রেসিপি খেতে ইচ্ছা করছে।

 3 months ago 

কোনদিন খাননি একদিন বানিয়ে খেয়ে ফেলুন ভাইয়া ভালো লাগবে।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 months ago 

আজকে আপনি আমাদের মাঝে চমৎকার রেসিপি তৈরি করে দেখিয়েছেন। আপনার এত সুন্দর রেসিপি তৈরি করতে দেখে খুবই ভালো লেগেছে আমার। ইলিশ পোলাও রেসিপিটা পর্যায়ক্রমে তৈরি করে দেখিয়েছেন দেখে ভালো লাগলো।

 3 months ago 

ধন্যবাদ ভাইয়া আমার রেসিপিটি আপনার ভালো লেগেছে জন্য।

 3 months ago 

আপু ঠান্ডা পরার সাথে সাথে আমার বাসায় সবাই অসুস্থ হয়ে পরেছে। আমার মেয়েরও পরীক্ষা চলছে আর ঠান্ডায় অসুস্থ হয়ে পরেছে।
ইলিশ পোলাও আমার ভীষণ পছন্দের খাবার। আপনার রেসিপি ভীষণ গোছানো এবং সুন্দর হয়েছে।
অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর রেসিপি উপস্থাপন করার জন্য।

 3 months ago 

ইলিশ পোলাও আপনার পছন্দের জেনে ভালো লাগলো

 3 months ago 

জি আপু মনে হয় এবার মোটামুটি শীত পড়বে। ইলিশ পোলাও রেসিপি দেখে তো লোভ সামলাতে পারলাম না। এভাবে গরম গরম ইলিশ পোলাও খেতে ভীষণ মজাদার লাগে ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

ঠিক গরম গরম ইলিশ পোলাও দারুণ হয় খেতে।

 3 months ago 

প্রথমেই বলি তোমার প্লেট টা দেখে আমি ভাবলাম যে ভাঙ্গা ভাঙ্গা প্লেট জুড়েছো নাকি! হা হা হা। বেশ অভিনব প্লেটের ডিজাইন টা। সুন্দর প্রসেস মেনে ইলিশ পোলাও বানিয়েছো। দেখতে তো বেশ লোভণীয় লাগছে আশা করি খেতেও বেশ ভালো ছিল। অনেকটা লোক দিয়ে দিলাম।

 3 months ago (edited)

হাহাহাহা তোমার কমেন্ট পড়ে মজা লাগলো।এই প্লেটটি ডিনার সেটের বিয়েতে গিপ্ট পেয়েছিলাম। বাংলাদেশ চলে এসো খাওয়াবো।

 3 months ago 

গেলে অবশ্যই তোমার এমন চমৎকার পোলাও খেয়ে আসব।

 3 months ago 

শীতের দিনে খিচুড়ি কিংবা পোলাও খেতে খুবই ভালো লাগে। আর আপনি ইলিশের পোলাও করলেন দারুণ একটি রেসিপি। অনেক ধন্যবাদ মজাদার রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 months ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 3 months ago 

মজাদার ইলিশ পোলাও রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপির পরিবেশনে আমার কাছে অনেক ভালো লেগেছে। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 months ago 

ইলিশ পোলাও খেতে খুবই মজা। বেশ কিছুদিন আগে আমার ছোট মামী আমার জন্য স্পেশাল ভাবে ইলিশ পোলাও রান্না করেছিল। অনেক মজা করে খেয়েছিলাম। অনেকদিন পর আজকে আপনার তৈরি ইলিশ পোলাও দেখে আবারো খেতে খুব ইচ্ছা করছে। নিশ্চয়ই খেতে খুবই সুস্বাদু হয়েছিল। মজাদার এবং লোভনীয় ইলিশ পোলাও রেসিপি তৈরির পদ্ধতি আমাদের মাঝে এত সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95745.34
ETH 2808.33
SBD 0.67