ভাইকে আইবুড়ো ভাত খাওয়ানোর অনুভুতি ❤️
হ্যালো,
আশা করছি ভালো লাগবে আপনাদের আজকের পোস্ট টি।
আমার ভাই এর বিয়ে। বিয়ের আগে আইবুড়ো ভাত খাওয়াতে হয়।
আইবুড়ো ভাত
এটি হল বিয়ের আগের শেষ অবিবাহিত অবস্থায়
খাওয়া ।
প্লান ছিলো অনেক ধুমধামে খাওয়াবো আইবুড়ো ভাত। রংপুর থেকে জা আসবে সেও খাওয়াবে।ফোনে বলে রেখেছিলো আগে খাওয়াইও না তোমরা একসাথে খাওয়াবো।আমরাও রাজি যে একসাথে আনন্দ করে দেব সবাই মিলে।সে আশায় গুড়ে বালি। কারণ মাঘীপূর্ণিমা ২৪তারিখে,২৫তারিখে গায়ে হলুদ। মাঘীপূর্ণিমায় আমাদের নিরামিষ।গায়েহলুদেও হবে না।তাই হঠাৎ করে সিদ্ধান্ত নেয়া হলো যে ২৩তারিখেই দিতে হবে তাই কোন প্লান ছাড়াই আয়োজন শুরু করে দিলাম।
প্রথমে ভাইকে উপোস থাকতে বল্লাম ফোন করে।আইবুড়ো ভাত খেতে হলে উপোস থাকতে হয়।এরপর রান্না করলো দিদি মাছ,খাসির মাংস,বুটের ডাল,আলু ভাজা,কলার মোচার ঘন্ট।আমি করলাম পাটিসাপটা পিঠাও পায়েসও নারিকেলের নাড়ু। মিষ্টি। কেন জানি আজ পিঠা করতে গিয়ে ঝামেলা পোহাতে হলো।পিঠাগুলো আটকে যাচ্ছিল।যাইহোক কোনমতে করলাম পিঠা।
এরপর আমি সবগুলো খাবার কাসার থালায় ও বাটিতে সাজিয়ে নিলাম।
আসন পাতলাম।গাছের কিছু ফুল তুলে নিলাম,গোলাপ ও গাঁদা।বাকি ফুল কেনা ছিলো তাই দিয়ে চালিয়ে দিলাম।আসন পাতার পর ফুল দিয়ে সাজিয়ে নিলাম খাবার থালাসহ।এরপর ভাইকে বসালাম এবং ধুপকাঠিও মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে, সঙ্খবাজিয়ে,ধানদূর্বা দিয়ে আশির্বাদ করে পায়েস মুখে দিয়ে আইবুড়ো ভাত খাওয়ালাম।বেশ ভালো লাগছিলো মুহুর্ত টা।
সবাই মিলে অনেক মজা করলাম।খুব ভালো একটা সময় অতিবাহিত করলাম।সবাই আমার ভাইকে আশির্বাদ ও দোয়া করবেন। নতুন জীবন যেন সুন্দর ভাবে অতিবাহিত করতে পারে।
আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্যকোন পোস্টের মাধ্যমে।সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন।
টাটা
পোস্ট | বিবরণ |
---|---|
পোস্ট তৈরি | @shapladatta |
শ্রেণী | জেনারেল রাইটিং |
ডিভাইস | OppoA95 |
লোকেশন | গাইবান্ধা, বাংলাদেশ |
আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।
ভাইকে আইবুড়ো ভাত খাওয়ানোর সুন্দর অনুভূতি আপনি আমাদের সাথে শেয়ার করেছেন পরিবেশ ভালো লাগলো দিদি। অনেক খাবার আর ফুল দিয়ে বেশ সুন্দর করে আসন সাজিয়েছেন দেখতে দারুণ লাগছে। অসংখ্য ধন্যবাদ দিদি আপনার জন্য শুভকামনা রইল।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
আইবুড়ো ভাত খাওয়ানোর সিস্টেমটা তো বেশ মজার। অবিবাহিত অবস্থায় যত খাবার খেতে পারে সব খেয়ে নিবে। কেন বউ আসলে কি আর খাবার খেতে দিবে না? যাইহোক আপু দুইদিন আগে করেই ভালো করেছেন তা না হলে তো আবার নিরামিষ দিয়ে আইবুড়ো ভাত খাওয়ানো হতো না। প্লেটটা সাজানোটা খুব সুন্দর হয়েছে। ভালো লাগছে দেখতে।
বউ আসলে খাবার ভাগ হয়ে যাবে হাহাহা।আসলে এটা আমাদের রীতিনীতি।
আপনার ভাইয়ের বিবাহর কথা শুনে ভালো লেগেছে। ভাইকে আইবুড়ো ভাত খাওয়ানোর মুহূর্তটা সুন্দর করে সবার মাঝে শেয়ার করেছেন দেখে ভালোভাবে উপভোগ করেছি। আইবুড়ো ভাত সম্পর্কে কোন ধারণা ছিল না আগে, আজকে আপনার পোস্ট পড়েই বুঝতে পারলাম আইবুড়ো ভাত আসলে কি। যদিও বড় অনুষ্ঠান করার প্ল্যান ছিল, তবে এটা করতে পারেননি জেনে খারাপ লাগলো। তবে যাই হোক অনেক রান্নাবান্নার আয়োজন করেছিলেন দেখছি। সাজানোটা অনেক বেশি সুন্দর হয়েছে।
আইবুড়ো ভাত সম্পর্কে আমরা পোস্টে জানতে পেরেছেন জেনে ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করবার জন্য।
মানুষের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত এই সময়টা অতিবাহিত করা।আপনারা নিজ হাতে সুন্দরভাবে পরিবেশন করেছেন আপনার ভাইয়ের আইবুড়ো ভাত।ডেকোরেশনটা সুন্দর হয়েছে আর এমন ভিন্ন ধরনের পোষ্ট দেখে ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।