গল্প থেকে গল্পকাহিনী বাঘ ও বকের গল্প ❤️
হ্যালো,
আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ ও সৃষ্টিকর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।
আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেবো ভিন্নজগৎতের একটি ভার্স্কয থেকে নেয়া গল্প।এই ভার্স্কয টি দেখে খুব একটি সুন্দর শিক্ষানীয় গল্প মনে পড়লো।
গল্পটি চমৎকার সুন্দর এবং শিক্ষানীয় বটে।এই গল্প থেকে আমরা বুঝতে পারি যে কারো উপকার করলে সে তার প্রতিদান এভাবে দেয়।
গল্পটি এক নজরে দেখে আসি চলুন।
এক ছিলো বাঘ আর এক ছিলো বক।বাঘ একদিন একটি হরিণ শিকার করে খাচ্ছিল আর হঠাৎ করে বাঘের গলায় একটি হার আটকে যায়।বাঘ হরিনের হার গলায় ফোঁটার কারণে যন্ত্রণায় ছটফট করছিলো।ছটফট করতে করতে হঠাৎ বাঘের সামনে শেয়াল পড়লো তখন বাঘ শেয়ালকে বলতে লাগলো শেয়াল ভাই শেয়াল ভাগ্নে কিছু একটা করো আমার গলায় হার ফুঁটে আছে বের করে দাও না।
তখন শেয়াল বল্লো হ্যাঁ আমি তোমার গলার কাটা বের করতে যাই আর তুমি আমার মাথাটা চিবিয়ে খেয়ে ফেলো।তখন বাঘ মামা বল্লো না না ভাগ্নে তুমি শুধু আমার গলার কাঁটা বের করো দেখো আমি তোমার সারাজিবন বন্ধু ও গোলাম হয়ে থাকবো।শেয়াল সাফ জানিয়ে দিলো না না আমি পারবো না তোমার গলার হাড় বের করতে তুমি অন্য কোথাও যাও।
এখন বাঘ নিরুপায় হয়ে সামনে যাকে পাচ্ছে তাকেই অনুনয় বিনয় করছিলো এবং পুরস্কারের লোভ দেখায়।সবাই তো জানে বাঘকে বিশ্বাস করা যায় না তাই সবার একই কথা তোমার গলার হাড় বের করে দেই আর তুমি আমাদের মাথাটা চিবিয়ে খাও।
কোন জন্তুই বাঘের গলার হার বের করে দিতে রাজি হলো না।
হঠাৎ বাঘের সামনে একটি গাছের ডালে একটি বক এসে বসলো আর তখন বাঘ বলতে লাগলো ওভাই বক কেমন আছো।বক উত্তর দিলো ভালো আছি তুমি কেমন আছো।বাঘ কান্না জাড়িত কন্ঠে বককে বলতে লাগলো আমি ভালো নাই আমার গলায় হাড় আটকে গেছে তুমি তোমার লম্বা গলা দিয়ে আমার গলার হাড়টি বের করে দাও না।
তুমি যদি আমার গলার হাড়টি বের করে দাও তাহলে আমি তোমাকে শ্রেষ্ঠ পুরস্কার দেবো।এ কথা শুনে বকের একটু লোভ হয়ে গেলো।বক বল্লো ঠিক আছে আমি রাজি। এ কথা বলে বক বাঘের কাছে গিয়ে খুব যত্নের সাথে হাড় টি বের করে দিলো।
বাঘ হাফ ছেড়ে বাঁচলো এবং বক তখন বাঘকে বল্লো এবার আমার পুরস্কার দাও।একথা শুনে বাঘ গর্জন করতে করতে বলতে লাগলো তোর মাথাটা মটকে দেইনি এটা তোর ভাগ্য। বাঁচতে চাইলে পালা কিসের পুরুস্কার চাস। একথা শুনে বক ভয়ে পড়েতো মরে করে দৌড়ে উড়ে পালিয়ে গেলো।বক মনে মনে ভাবতে লাগলো বাবা পুরস্কারের চাইতে আমার জীবনটা অনেক বেশি। এখানে থাকলে দুষ্ট বাঘ আমাকে খেয়ে ফেলতো পালিয়ে ভালো করেছি।
এই গল্প থেকে আমরা এটা শিক্ষা পাই যে দুষ্ট কারো কথা শুনতে নাই তাহলে বিপদে পড়তে হয়।দুষ্ট বাঘের মতো আমাদের সমাজে অনেক লোক আছে যে যারা কিনা বিপদে পড়লে আপনাকে আপন করে নেবে।বিপদে পরলে আপনাকে ভাই ভাই বলবে বিপদ কেটে গেলে ভয়ংকর গর্জন করবে।বিপদ পড়লে এমন ভাব করবে যে আপনি ছারা তাকে উদ্ধার করার মতো কেউ নাই আপনি তার সব কিন্তুু বিপদ কেটে গেলে ছুঁড়ে ফেলে দেবে।
এই গল্প থেকে শিক্ষা নেয়া দরকার আমাদের এবং যে দুষ্ট লোক তার মিষ্টি কথায় কখনোই ভোলা উচিত নয়।দুষ্টু লোকেরা নিজের প্রয়োজনে শুধু ব্যাবহার করে কিন্তুু কখনো ভালোবাসে না।এরকম দুষ্ট প্রকৃতির লোক থেকে অবশ্যই আমাদের দূরে থাকা উচিত।
আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোন পোস্টের মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।
টাটা
পোস্ট | বিবরণ |
---|---|
পোস্ট তৈরি | @shapladatta |
শ্রেণী | গল্প |
ডিভাইস | OppoA95 |
লোকেশন | বাংলাদেশ |
আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।
আপু আপনি খুব সুন্দর একটি গল্প শেয়ার করেছেন। ছোটবেলায় এই গল্প পড়েছিলাম কিন্তু তখন শুধু গল্পের মানেটাই বুঝতাম। কিন্তু বড় হওয়ার পর দেখলাম গল্পের সাথে বাস্তবের অনেক মিল রয়েছে। বিপদে পড়লে তখন তারা যেনো আর কিছুই বুঝে না কিন্তু যখন বিপদ কেটে যায় তখন ছুঁড়ে ফেলে দেয়। সাহায্যকারীর প্রতিদান এভাবেই দেওয়া হয়। ঠিক বলেছেন আপু এই গল্প থেকে অনেক কিছু শেখার রয়েছে। ধন্যবাদ এত সুন্দর একটি গল্প শেয়ার করার জন্য।
একদমই ঠিক বলেছেন আপু ছোটবেলায় বুঝিনি এখন বুঝি এই গল্পের সাথে বাস্তবতার কতোটা মিল রয়েছে।
অনেক ভালো লাগলো ছোটবেলার সেই সুন্দর গল্পটা আজকে আপনার মাধ্যমে দেখতে পারলাম আর পড়তে পারলাম। এমন কিছু কিছু গল্প রয়েছে যেগুলো ছোটবেলায় পড়েছি আর এখন হারাতে বসেছি। তবে এই চিত্রকর্মগুলো কিন্তু ছাত্রছাত্রীদের খুব সহজভাবে বুঝার সহযোগিতা সৃষ্টি করে।
ঠিক বলেছেন ভাইয়া এই ভাস্কর্য ছোটোদের সহজভাবে বুঝানোর সহযোগিতা সৃষ্টি করেছে।
ছোটবেলার গল্পগুলো পড়তে অনেক ভালো লাগতো। আজকে আপনি ছোটবেলার একটি গল্প আমাদের মাঝে শেয়ার করেছেন গল্পটি পড়ে বেশ ভালো লাগলো যদি এই গল্পটি এর আগে অনেকবার পড়েছি। গল্পে অকৃতজ্ঞ বাঘ ও উপকারী বাকের কথা উল্লেখ করা আছে। ধন্যবাদ অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন ভাইয়া অকৃতজ্ঞ বাঘও উপকারী বকের কথা উল্লেখ করা হয়েছে এখানে।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
জ্বি আপু শুকরিয়া জানাচ্ছি ভালো থাকবেন।
ভাইয়া আপনি হয়তো ভুলে গেছেন একটি পোস্টে শুধু একটি করে কমেন্ট করতে হয় একাধিক করা যাবে না।ধন্যবাদ আপনাকে।
এই গল্প থেকে পজেটিভ এবং নেগেটিভ দুইটা শিক্ষা আমরা পাই। প্রথমত কারো উপকার করা যাবে নাহ। আর সে যদি দুষ্ট হয়ে তাহলে তো প্রশ্নই আসে না। আর কোন বিপদগ্রস্ত ব্যক্তিকে সাহায্য না করা একেবারে অমানবিক হয়ে যায়।
অনেকে আছে যারা উপকারীর উপকার স্বীকার করতে চায় না। তাইতো তারা যখন পরবর্তীতে কোনো বিপদে পড়ে সে কাউকে পায় না। ঠিক বলেছেন তাই তো দুষ্ট লোকের মিষ্টি কথায় একদম ভুলতে নেই। সুন্দর একটি শিক্ষনীয় গল্প আপনি আমাদের সাথে শেয়ার করেছেন আপু বেশ ভালো লাগলো পড়ে।
ছোট সময় বইয়ের মধ্যে শিয়াল ও বকের এই গল্পটি পড়েছিলাম। আজকে তার চিত্র দেখতে পেলাম। গল্পের সাথে গল্প কাহিনী পড়ে খুবই ভালো লেগেছে। বাস্তব চিত্র মনে হচ্ছে। ধন্যবাদ।