গাদা ফুলের ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি ❤️

in আমার বাংলা ব্লগ5 days ago

হ্যালো

আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ ও সৃষ্টিকর্তার কৃপায়।

আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।

আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেবো গাদা ফুলের ফটোগ্রাফি । আশা করছি আপনাদের ভালো লাগবে তো চলুন দেখা যাক।

শীতকাল গাধা ফুলের স্বর্গরাজ্য। এই শীতকালে অনেক তরতাজা নানান প্রকারের নানান জাতের ফুল ফুটে থাকে যা আমাদের নজর কারে এবং মনটা ভরিয়ে দেয়।গাদা ফুলের সমারোহ প্রতিটি বাড়িতেই। গ্রাম অঞ্চলে প্রতিটা বাড়ির উঠানে গাদা ফুল দেখতে পাওয়া যায়।বাড়ির সুন্দর্য বাড়িয়ে তোলার জন্য সবাই গাদা ফুল লাগিয়ে থাকে তবে শুধু শীতকালেই এই গাঁদাফুল হয় বাড়িতে।

IMG20250124172234.jpg

সারাবছর যে গাদা ফুল পাওয়া যায় গেগুলো বাণিজ্য ভাবে চাষ হয় এবং সারাবছর পাওয়া যায় এবং আমাদের দেশের সারাবছর ফুলের চাহিদা মিটায়।
আমি গত কিছুদিন আগে আমার বাড়িতে পূজা উপলক্ষে গ্রামে বের হয়েছিলাম নিমন্ত্রণ করতে আর তখন সব বাড়ি বাড়ি সুন্দর সুন্দর সব গাদা ফুলের সমারোহ দেখে চোখ ছানাবড়া হয়ে গিয়েছিলো। এতো চমৎকার চমৎকার সব ফুল ধরে আছে গাছে গাছে। রাশি রাশি ফুল দেখে খুবই ভালো লেগেছে আমার আর তাই ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি করে নিয়েছি গাদা ফুলের।

IMG20250124172258.jpg

আমার ফটোগ্রাফিতে দু প্রকারের গাদা ফুলের ফটোগ্রাফি করেছি আর এক প্রকারের ভিডিওগ্রাফি করেছি।বেশ চমৎকার সুন্দর হয়েছে দেখতে।রাতের বেলায় ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি গুলো বেশ সুন্দর ফুটে উঠেছে। এগুলো গাদা সাইজে বেশ বড়ো এগুলো দেশি জবা।অনেক বড়ো গাছ এবং গাছ ভর্তি অসংখ্য বড়ো গাদাও গাদা ফুলের কলি।অসাধারণ সুন্দর। একটি গাদা ফুলের গাছে অসংখ্য ছোট বড়ো গাদা ফুল ধরে থাকে যা ভীষণ চমৎকার সুন্দর লাগে দেখতে।

বড়ো গাদা ফুলের গাছের পাশাপাশি ছোট গাদা ফুলের গাছে ফুল রয়েছে অসংখ্য। আমার বড়ো গাদা ফুল দেখতেই বেশি ভালো লাগে।এই গাদা ফুলের বিজ সংরক্ষণ করে রেখে রোপন করা যায়।বিজ থেকে দেশি গাদা ফুলের গাছ হলে সেই গাছ অনেক বড়ো হয় এবং বিশাল আকৃতির ফুল ধরে।

IMG20250115182732.jpg

IMG20250124172228.jpg

তো চলুন দেখি ভিডিওগ্রাফি টি কেমন সুন্দরী গাদা ফুলের।

লিংক
এই ছিলো আমার আজকের চমৎকার সুন্দর গাদা ফুলের ভিডিওগ্রাফি । আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্যকোন নতুন পোস্টের মাধ্যমে।
সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীভিডিওগ্রাফি
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG_20250202_194120.png

IMG_20250202_194113.png

Sort:  
 4 days ago 

গাদাঁ ফুল কিন্তু আমার পছন্দের একটি ফুল কারণ ফুলটির ঘ্রাণ আমার ভীষণ ভালো লাগে। আপনি চমৎকার সব ফটোগ্রাফি শেয়ার করেছেন পাশাপাশি ভিডিও এর মাধ্যমে দেখিয়েছেন।

 3 days ago 

গাধা ফুল আপনার খুবই পছন্দের এবং ঘ্রাণ খুব ভালো লাগে জেনে ভালো লাগলো।

 5 days ago 

PhotoCollage_1739023256383.jpg

 5 days ago 

বর্তমান সময়ে প্রতিটি গাছের মধ্যে খুবই সুন্দর সুন্দর গাঁদা ফুল ফুটেছে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে গাদা ফুলের ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ভিডিও ক্লিপ টি দেখার মাধ্যমে গাঁদা ফুলের সৌন্দর্য উপভোগ করার সুযোগ হলো। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি ভিডিও শেয়ার করার জন্য।

 5 days ago 

রাতের বেলায় পুজো উপলক্ষে নিমন্ত্রণ দিতে গিয়ে অন্যের বাসায় বেশ চমৎকার চমৎকার গাদা ফুল এর ফটোগ্রাফি করে এনেছেন দেখতেছি। সেই সাথে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি গুলিও চমৎকার ছিলো। অসম্ভব সুন্দর ছিলো আপনার আজকের পোস্টটি।

 3 days ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করেছেন জন্য।

 5 days ago 

ফুলের ফটোগ্রাফি করতে আমার খুব ভালো লাগে। চমৎকার ছিল আপনার আজকের এই গাঁদা ফুলের ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি। অনেক ভালো লাগলো আপনার সুন্দর এভাবে সাজানো এই ফুলের ব্লগ।

 5 days ago 

আসলে গ্রামের বাড়িগুলোতে এই ধরনের গাঁদা ফুলের সুন্দর বাগান দেখা যায়। আপনি খুব সুন্দরভাবে এই ফুলের ফটোগ্রাফি এবং ভিডিওটি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে আপনার আঙ্গিন আর এত সুন্দর গাঁদা ফুলের ফটোগ্রাফি এবং ভিডিও আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 days ago 

একদমই ঠিক বলেছেন গ্রামের বাড়িতে এরকম গাদা ফুলের সমারোহ দেখা যায়।

 5 days ago 

খুব সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করছেন আপনি। এত সুন্দর দৃশ্য দেখতে বেশ ভালো লাগবে। গাঁদা ফুলের ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগলো। এত সুন্দর ফটোগ্রাফি গুলো দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।

 3 days ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করেছেন জন্য।

 5 days ago 

শীতকালের ফুলের মধ্যে গাঁদা ফুল সবচেয়ে জনপ্রিয়। এই ফুল আমার কাছে অনেক ভালো লাগে। শীতকালে বিভিন্ন পার্ক কিংবা নার্সারি গাঁদা ফুলে ভরপুর থাকে। আপনি পূজো উপলক্ষে নিমন্ত্রণ করতে গিয়ে গ্ৰামে থেকে খুব সুন্দর ভাবে গাঁদা ফুলের ভিডিওগ্রাফি করেছেন। ঠিক বলেছেন আপু রাতের অন্ধকারে ফুলের ভিডিও কিংবা ফটোগ্রাফি করলে তা দেখতে খুব ভালো লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ফুলের ভিডিওগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 days ago 

আমারও গাদা ফুল সব থেকে প্রিয় আপু।

 5 days ago 

শীতকাল মানে সর্বত্র গাঁদা ফুলের ছড়াছড়ি। আপনার গাঁদা ফুলের ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি দেখে খুব ভালো লাগলো। গাঁদা ফুল গুলো সৌন্দর্য সত্যি খুব দারুণ দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আপু এতো সুন্দর ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য।

 3 days ago 

ঠিক বলেছেন শীতকাল মানেই গাদা ফুলের ছড়াছড়ি।

 5 days ago 

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.24
JST 0.034
BTC 97866.64
ETH 2736.91
SBD 0.43