কালো জিরা ভর্তা রেসিপি❤️

in আমার বাংলা ব্লগ5 days ago

হ্যালো

কেমন আছেন সবাই। আশা করছি খুবই ভালো আছেন সুস্থ আছেন। আমিও ভালো আছি সুস্থ আছি আপনাদের আশির্বাদে ও সৃষ্টি কর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।
আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেবো উপকারী ভর্তা কালোজিরা ভর্তা রেসিপিটি । আশা করছি আপনাদের ভালো লাগবে।

IMG20250411205055.jpg

মৃত্যু ছারা সকল রোগের মহা ঔষধ খ্যাতো কালোজিরা। কালোজিরা ভর্তা খেতে ভীষণ ভালো লাগে।আমার মুখে রুচি না থাকলে মুখের রুচি ফেরানোর জন্য কালোজিরা ভর্তা খেয়ে থাকি।দারুণ লাগে খেতে।কালোজিরা ভর্তা খেলে মুখের রুচি পুরাপুরি ভাবে ফিরে আসে।আমি নানান ভাবে কালোজিরে ভর্তা খেয়ে থাকি।লাউ পাতা কিংবা পটলের খোসা ভর্তা বানিয়ে খেয়ে থাকি।আজকে শুধুই কালোজিরে ভর্তা করেছি।খেতে দারুণ লাগে। কালো জিরা ভর্তা কালো কুচকুচে তবে খেতে যেমন সুস্বাদু তেমনি উপকারী। নামে কাজে কালো জিরা তাই ভর্তা তো কালো হবেই।

তো চলুন দেখা যাক রেসিপিটি কেমন

IMG_20250411_225415.png

PhotoCollage_1744390298354.jpg

প্রথম ধাপ

প্রথমে কালোজিরে ধুয়ে পরিস্কার করে নিয়েছি। শুকনা কালোজিরা ভাজতে সুবিধা হয় আর সেজন্য আগে থেকে ধুয়ে রোদে শুখালে রান্নার সময় আর ধুয়ে নিতে হয় না আর ভাজতেও সুবিধা হয়।

PhotoCollage_1744390616370.jpg

দ্বিতীয় ধাপ

এখন চুলায় কড়াই বসিয়েছি ও তাতে সরিষার তেল দিয়ে শুকনা মরিচ ও রসুন ভেজে নিয়েছি।

InShot_20250411_230229644.jpg

তৃতীয় ধাপ

এখন কালোজিরা গুলো খুব ভালো করে ভেজে তুলে নিয়েছি।

PhotoCollage_1744391104212.jpg

চতুর্থ ধাপ

এখন শিল পাটায় সব উপকরণ সহ কালোজিরা নিয়েছি।

IMG_20250411_230810.jpg

পঞ্চম ধাপ

এখন বেঁটে নিয়েছি এবং তাতে লবন দিয়ে আবারও বেটে নিহি করে নিয়েছি। খুবই ভালো করে বাটা হয়ে গেছে তাই পরিবেশের জন্য নামিয়ে নিয়েছি।

PhotoCollage_1744391646109.jpg

পরিবেশন

IMG20250411205055.jpg

IMG20250411205106.jpg

IMG20250411205018.jpg
এই ছিলো আমার আজকের মজাদার কালো জিরা ভর্তা রেসিপিটি। অনেক উপকারী এবং মুখে রুচি ফেরানোর রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন।
আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোন পোস্টের মাধ্যমে।
সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীরেসিপি
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



20250402_220607.jpg

IMG_20250402_151129.png

Sort:  
 4 days ago 

কালোজিরে স্বাস্থ্যর জন্য খুবই উপকারী। আর কালো জিরের ভর্তা খেতে ও অনেক সুন্দর লাগে। আপনি অনেক সুন্দর করে কালো জিরে ভর্তা টি তৈরি করেছেন। ধন্যবাদ দিদি আপনাকে এত সুন্দর রেসিপি শেয়ার করার জন্য।

 4 days ago 

ছোটবেলায় কালোজিরার ভর্তা খেতে পারতাম না। তবে এখন এটা আমার খুব পছন্দের একটা ভর্তা। বেশ ভালো লাগলো আপনার আজকের রেসিপি টা দেখে। এই ভর্তায় রসুনটা একটু বেশি পরিমাণে দিতে হয়। ভালো লাগলো আপনার আজকের রেসিপি টা দেখে। রেসিপি টা শেয়ার করার জন্য ধন্যবাদ।

 4 days ago 

কালো জিরা ভর্তা রেসিপি শেয়ার করেছেন দেখে ভালো লাগলো আপু। ভর্তা খেতে অনেক ভালো লাগে। দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 2 days ago 

কালো জিরা টা খুবই উপকারী একটা খাবার। এটা ভর্তা করলে বেশ ভালো লাগে। যদিও অনেক দিন হয় এই ভর্তাটা একেবারেই খাওয়া হয় না। দারুণ তৈরি করেছেন কালোজিরা ভর্তাটা আপু। সবমিলিয়ে চমৎকার ছিল। ধন্যবাদ আপনাকে।।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.25
JST 0.031
BTC 83360.21
ETH 1547.14
USDT 1.00
SBD 0.82