ফটোগ্রাফি❤️

in আমার বাংলা ব্লগlast month

হ্যালো

কেমন আছেন সবাই। আশা করছি খুবই ভালো আছেন সুস্থ আছেন। আমিও ভালো আছি সুস্থ আছি আপনাদের আশির্বাদে ও সৃষ্টি কর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।
আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেবো ফটোগ্রাফি। আশা করছি আপনাদের ভালো লাগবে।
আমাদের বাংলাদেশ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দেশ।যেদিকে তাকানো যায় সেদিকে সুন্দর আর সুন্দরের সমাহার সবুজের রাজ্য।

তো চলুন দেখা যাক ফটোগ্রাফি গুলো কেমন।

প্রথম ধাপ কলা পাতা

কচি কলা পাতা খুবই সুন্দর। কলা পাতা কচি থাকতে একদমই সুন্দর কালার ও নিখুঁত হয়ে থাকে।বয়স বাড়ার সাথে সাথে কলা পাতার কালার পরিবর্ত হয়ে যায় এবং বাতাসের কারনে ছিরে চেরা চেরা হয়ে থাকে।আগেকার দিনে গ্রামের বিয়ে বাড়িতে বা যে কোন বড়ো ছোট অনুষ্ঠানে কলাপাতায় খাওয়াতো।নিখুঁত কলাপাতা কেটে কেটে তাতে করে খেতে দিতো।বেশ ভালোই ছিলো কিন্তুু।

InShot_20250311_195555052.jpg

দ্বিতীয় ধাপ বটপাতা

এটি একটি বট গাছের কচি পাতা। যে কোন পাতা কচি অবস্থায় এক কালার এবং বয়স হলে আর এক কালার ধারণ করে।দু সময়ের দুই কালার সুন্দর হলেও কচি পাতা বেশি সুন্দর লাগে দেখতে।বটতলায় মানুষ ক্লান্তি দূর করতে বসে। পথে পথে বট গাছ লক্ষ করা যায়। পথিক বা কৃষক বটতলায় বসে বিশ্রাম নেয়।বটতলা অনেক ঠান্ডা হয়ে থাকে।

IMG_20250311_200416.jpg

তৃতীয় ধাপ কাঁঠাল

কাঁঠাল আমাদের জাতীয় ফল।কাঁঠাল খেতে যেমন মজাদার তেমনি পুষ্টিকর। কাঁঠাল কাঁচাও পাকা দুটোই খাওয়া যায়। পাকা কাঠাল খুবই মিষ্টি হয়ে থাকে।কাঁচা কাঁঠালের তরকারি খেতে খুবই ভালো লাগে। পাকা কাঁঠালের নানান রকমের রেসিপি করে খাওয়া যায়।এখানে যে কাঁঠালের ফটোগ্রাফি দেখতে পারছেন এটি একটি এচোর কাঠাল।নতুন ধরেছে এই কাঁঠাল টি।খেতে অনেক মিষ্টি হবে সেই প্রত্যাশা করছি।

IMG_20250311_200547.jpg

চতুর্থ ধাপ কলা

কলা খুবই পুষ্টিকর একটি ফল।বিশেষ করে মালভোগ কলা খুবই পুষ্টিকর একটি ফল।মালভোগ কলায় অনেক পুষ্টিকর।মালভোগ কলা অনেক দামী ও।আমাদের গাছের এই কলা গুলো মালভোগ কথা।বাড়ির গাছের এই কলা খুবই সুস্বাদু। এই কলার ছড়িটিতে অনেক কলা আছে।কেনা কলায় খুব বেশি পুষ্টিকর নাও থাকতে পারে কারণ মেডিসিন দিয়ে অপরিপক্ক কলা পাকিয়ে বিক্রি করে থাকে কিন্তুু বাড়ির নিজের গাছের কলায় সে ভয় নেই এবং পুরা কলায় পুষ্টিতে ভরপুর।

IMG_20250311_214929.jpg

পঞ্চম ধাপ আমের মুকুল

সামনে মধুমাস জৈষ্ঠ্যমাস আসবে এবং পাকা পাকা আম খেতে পারবো আমরা।যদিওবা বৈশাখেই আমরা আম পেয়ে থাকি পরিপক্ক আম।আমের মুকুল এসেছে গাছে গাছে তবে এবার আম অনেক কম।আম গাছে মুকুল নেই বল্লেই চলে।আমার আট দশটি গাছের মধ্যে দু থেকে তিনটি গাছে আমের মুকুল এসেছে তাও পরিমাণে খুবই কম।আম খেতে আমরা খুবই পছন্দ করি।আম এতোটাই সুস্বাদু ফল যে আমার মনে হয় কাঁঠাল কে নয় আমাকে জাতীয় ফল করা উচিত ছিলো।এই আমের মুকুল টি আমার গাছের মুকুল।মুকুলটিতে লক্ষ্য করলে দেখতে পারবেন যে গুটি গুটি আম হয়েছে। আমের মুকুল মানে আম হওয়ার আগে যে ফুল হয় ফুল থেকে একদমই ছোট গুটি গুটি আম এরপর এই আমের গুটিগুলো আস্তে আস্তে বড়ো হবে তারপর এক সময় পাকবে।সত্যি সৃষ্টিকর্তা আমাদের জন্য কতোই সুস্বাদু ফল উপহার দিয়েছে।

IMG_20250311_220218.jpg
এই ছিলো আমার আজকের চমৎকার সুন্দর ফটোগ্রাফি। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্যকোন পোস্টের মাধ্যমে।সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG_20250307_183349.png

IMG_20250307_183340.png

Sort:  
 last month 

PhotoCollage_1741710208730.jpg

 last month 

অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু।ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো। বিশেষ করে কলাপাতার ফটোগ্রাফিটি বেশি সুন্দর ছিল। কলাপাতার উপর সূর্যের আলো পড়েছে তাই ফটোগ্রাফিটি বেশি সুন্দর হয়েছে। ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে এত সুন্দর ভাবে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 29 days ago 

সুন্দর সাবলীল মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 last month 

অনেক সুন্দর সুন্দর কয়েকটি ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন দিদি। ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে।তবে সব থেকে বেশি ভালো লাগছে কলার পাতা এবং কাঁঠালের ফটোগ্রাফি। কাঁঠাল দেখে মনে হচ্ছে এইতো আর কদিন পরেই কাঁঠাল খাওয়া যাবে। আমের সিজনও চলে এলো। চমৎকার ফটোগ্রাফি গুলো বিস্তারিত বর্ণনা সহকারে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ দিদি।

 29 days ago 

ধন্যবাদ দিদি সুন্দর মন্তব্য করার জন্য।

 last month 

আপু আপনি গ্ৰামীণ পরিবেশ থেকে তোলা খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। পাতার পাশাপাশি ফল ও মুকুল এর খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন। ফটোগ্ৰাফি করতে আমরা সবাই পছন্দ করি। তাইতো সামনে যা পাই তাই ক্যামেরা বন্দি করার চেষ্টা করি। ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 29 days ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করেছেন জন্য।

 last month 

গ্রামীণ পরিবেশে নানান জিনিস এত সুন্দর ভাবে চোখের সামনে ধরা দেয় যে কোনটা ছেড়ে কোনটা দেখবো তা খুজে পাইনা তবে এসবের মাঝেও তুমি যে চমৎকার বেশি কিছু ছবি তুলেছ তা দেখে খুবই ভালো লাগছে। প্রতিটি ছবি খুব সুন্দর হয়েছে। এত উজ্জ্বল যে চোখে লেগে থাকছে যেন।

 29 days ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 29 days ago 

গ্রামীণ পরিবেশের এত সুন্দর মুহূর্তগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে তোমার ক্যামেরায়।প্রতিটি ছবি এত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, যে চোখ থামিয়ে তাকিয়ে থাকতে হয়। সেই সব দৃশ্যের মধ্যে, আপনার তোলা ছবিগুলো বিশেষভাবে আলাদা হয়ে গেছে। রঙিন এবং উজ্জ্বল, যেন প্রকৃতি নিজেই তোমার সাথে মিলে ছবিগুলো সৃষ্টি করেছে। সত্যি, খুব ভালো লাগলো ধন্যবাদ আপু।

 29 days ago 

ধন্যবাদ আপু সাবলীল মন্তব্য করার জন্য।

 26 days ago 

কাঁঠালের ফটোগ্রাফি টা বেশ করেছেন আপনি আপু। গ্রামে এগুলো এগুলো স্বাভাবিকভাবেই চোখে পড়ে। বেশ অসাধারণ ছিল আপনার ফটোগ্রাফি গুলো। বেশ সুন্দর করেছেন আপনি। ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি টা শেয়ার করে নেওয়ার জন্য।।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.24
JST 0.030
BTC 81824.63
ETH 1593.19
USDT 1.00
SBD 0.79