বৃত্তের মাঝে পেন্সিল আর্ট বিড়ালের চাঁদ দেখার দৃশ্যে❤️
হ্যালো
আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ ও সৃষ্টিকর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।
চাঁদি রাত বিদুৎ নেই।অনেক লোডশেডিং আমাদের এখানে।রাত্রির বেলা গরমে জনজীবন অতিষ্ঠ। রুমেই ছিলাম বিদুৎ চলে গেছে তাই বাইরে চলে আসলাম আর বাইরে গিয়ে চমৎকার সুন্দর করে চাঁদনী রাত উপভোগ করার সৌভাগ্য হলো।
সৌভাগ্য হলো কেন বলছি কারণ বিদুৎ থাকার কারণে কখন চাঁদনী রাত আর কখন অমাবস্যা রাত তা বোঝা মুসকিল। বিদুৎ চলে যাওয়ার কারণে আজ বাইরে বের হয়েছি ও উপভোগ করার সৌভাগ্য হয়েছে। দি দারুণ প্রাকৃতিক দৃশ। মাঝে মাঝো মেঘের ভেলা এসে চাঁদকে আড়াল করে আবার যখ৷ মেঘ কেটে যায় তখন ফুটফুটে চাঁদনী রাতের মনোরম পরিবেশের সৃষ্টি হয়।অনেক সময় ধরে চাঁদনি রাত উপভোগ করছি আর ভাবছি এখন পোস্ট লিখে ফেলি কারণ গতকাল বৃত্তের মাঝে একটি কালো বিড়াল গ্রিলে বসে চাঁদকে উপভোগ করছে সেই পোস্ট টি আপনাদের সাথে ভাগ করে নিলে মন্দ হয় না।
তো চলুন দেখা যাক রেসিপি কেমন
১.খাতা |
---|
২.পেন্সিল |
৩.চুড়ি |
৪.সাইনপেন |
প্রথম ধাপ
প্রথমে একটি খাতায় চুড়ির সাহায্যে বৃত্ত এঁকেছি ও মাঝ বরাবর ডাবল করে সমান ভাবে দাগ কেটে নিয়েছি।
দ্বিতীয় ধাপ
এখন একটি বেষ্টনী বানিয়ে নিয়েছি।
তৃতীয় ধাপ
এখন গাছের ডাল পাতা বানিয়েছি।
চতুর্থ ধাপ
এখন একটি আংটির সাহায্যে চাঁদ আর্ট করে নিয়েছি।
পঞ্চম ধাপ
এখন বেষ্টনীর উপরে একটি বিড়াল আর্ট করে নিয়েছি।
ষষ্ঠ ধাপ
এখন পেন্সিলের সাহায্যে পুরা বৃত্তটি কালার করে নিয়েছি হালকা ভাবে।
সপ্তম ধাপ
এখন সুন্দর করে বেষ্টনী টি সাইনপেন দিয়ে কালো কালার করে নিয়েছি।
অষ্টম ধাপ
এখন বিড়ালটি কালো করে নিয়েছি সাইনপেন দিয়ে।সাইনপেন দিয়ে কালার করার পর পুরাপুরি ভাবে সফল হয়েছে আমার সুন্দর আর্ট বৃত্তের মাঝে বিড়ালের চাঁদ দেখার দৃশ্যের পেন্সিল আর্ট টি।
ফাইনাল লুক
এই ছিলো আমার আজকের পেন্সিল আর্ট পদ্ধতি বৃত্তের মাঝে বিড়ালের চাঁদ দেখার দৃশ্যে।আশা করছি আপনাদের ভাকে লাগবে।আজকের মতো এখানেই শেষ করছি।আবারও দেখা হবে অন্যকোন পোস্টের মাধ্যমে। সে পর্যন্ত সবাই ভালে থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।
টাটা
পোস্ট | বিবরণ |
---|---|
পোস্ট তৈরি | @shapladatta |
শ্রেণী | আর্ট |
ডিভাইস | OppoA95 |
লোকেশন | বাংলাদেশ |
আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।
বৃত্তের মাঝে পেন্সিল আর্ট বিড়ালের চাঁদ দেখার দৃশ্যে খুবই খুবই সুন্দর হয়েছে। দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। আপনি খুবই দক্ষতার সাথে এই দৃশ্যটি ফুটিয়ে তুলেছেন।
ধন্যবাদ ভাইয়া
পেন্সিল আর্ট যেটা আমার কাছে খুবই প্রিয় ছিল ।একসময় অনেক ছবি আঁকতাম এখন আর ছবি আঁকার সময় পাইনা। এই ধরনের চিত্র অনেক আগে আমি একে ছিলাম। আপনি দেখছি খুব সুন্দর করে বিড়ালের চাঁদ দেখার দৃশ্যটি অংকন করেছেন। ভালো লাগলো দেখে।
পেম্সিল আট আপনার প্রিয় ছিলো জেনে ভালো লাগলো।আর্ট আসলে সময় মিয়ে করতে হয়
আশা করছি আর্ট করার সময় চলে আসবে কখনো না কখনো।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য
বৃত্তের মাঝে সৌন্দর্যটা দারুণভাবে ফুটিয়ে তুলেছেন বিড়ালটা যেন চাঁদের দিকে তাকিয়ে আছে এই দৃশ্যটা বেশি ভালো লেগেছে। আপনার আর্ট করার দক্ষতা শেয়ার করার জন্য ধন্যবাদ দিদি।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
আপনি আজকে খুবই চমৎকার একটি আর্ট তৈরি করেছেন। আমার মনে আছে ঠিক এমন একটা আর্ট আমিও তৈরি করেছিলাম। তবে আপনার আর্ট খুবই দারুণ হয়েছে। তৈরির ধাপ গুলো সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ।
বিদ্যুৎ চলে যাওয়াতে তাহলে তো আপনাদের ভালোই হলো। লোডশেডিং এর কারণে বাইরে বের হয়েছেন সুন্দর চাঁদ রাত উপভোগ করতে পেরেছেন। যাই হোক আপনার চাঁদ রাতের পেন্সিল আর্ট খুবই সুন্দর হয়েছে। বসে থাকা বিড়ালটা কেও খুব সুন্দর লাগছে দেখতে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পেন্সিল আর্ট শেয়ার করার জন্য।
এমনিতে আমি পেন্সিলের আর্ট গুলো অনেক বেশি পছন্দ করে থাকি আপু। আপনি তো খুব দারুণভাবে আজকে একটি আর্ট করেছেন। সত্যি বলতে আমি কখনো পেন্সিলের আর্ট গুলো করি নাই। এছাড়াও অনেক ধরনের আর্ট করার চেষ্টা করেছি। অনেক বেশি ভালো লাগলো আপনার পোস্ট দেখে। এগিয়ে যান শুভকামনা রইল।
বাহ্ আপনি বেশ সুন্দর ভাবে পেন্সিল দিয়ে বিড়ালের চাঁদ দেখার দৃশ্য আর্ট করছেন।পেন্সিল দিয়ে আর্ট করা জিনিস গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমিও এইরকম পেন্সিল দিয়ে অনেক কিছু আর্ট করতাম।তবে অনেক দিন ধরে এগুলো আর আর্ট করা হয়না।যাইহোক আর্ট টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপু। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আপনার এই ব্যানার টি একটু ভুল হয়েছে, সংশোধন করে নিলে ভালো হয়।
পেন্সিলের আর্ট গুলো আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি বৃত্তের মাঝে খুব সুন্দর করে বিড়ালের চাঁদ দেখার দৃশ্য আর্ট করেছেন। তবে আপনার আর্ট এর মধ্যে বিড়ালটি মনে হয় খুব নিরিবিলে বসে চাঁদ এর সৌন্দর্য উপভোগ করতেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি বিড়ালের চাঁদ দেখা দৃশ্য আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য। আর আপু আপনি আর্ট এর জায়গা রেসিপি লিখেছেন। আশা করি ভুলটি সংশোধন করে নেবেন।
ধন্যবাদ আপু সুন্দর কমেন্ট করে ভুল ধরিয়ে দেয়ার জন্য।তবে রেসিপিটি কোথায় লিখেছি তা তো খুজে পেলাম না।
গোল বৃত্তের মাঝে সুন্দর একটি আর্ট করেছেন আপু। বিশেষ করে বিড়ালটি দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। আপনি অনেক পরিশ্রম করে এবং অনেক দক্ষতা কাজে লাগিয়ে সুন্দর একটি আর্ট করেছেন আপু। দারুন হয়েছে আপনার করা পেন্সিল আর্ট।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
আপু আজ আপনি চমৎকার একটি আর্ট তৈরি করেছেন। বৃত্তের মাঝে খুব সুন্দর করে বিড়ালের চাঁদ দেখার দৃশ্য আর্ট করেছেন। আপনি অনেক দক্ষতার সাথে কাজটি সম্পন্ন করেছেন।ধন্যবাদ সুন্দর একটি আর্ট পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।