লাভ দিয়ে রাজহাঁস আর্ট ❣️
হ্যালো,
আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ ও সৃষ্টিকর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।
শীতের আমেজ চলে এসেছে। বর্তমান আবহাওয়া টা যদি সারাবছর থাকতে ভালো হতো।গরমও নেই তিব্র। শীতও নেই তিব্র। শীত গরম অতিরিক্ত কোনটাই আমার ভালো লাগে না।সেজন্য বর্তমান এই আবহাওয়া খুব ভালো লাগে আমার কাছে।শরীরটা বেশি ভালো লাগছে না।মন দিয়ে একটানা কাজে মন বসাতে পারছি না।আর্ট করতে সময়, মনোযোগ প্রচুর প্রয়োজন। মন দিয়ে আর্ট করলে তা সুন্দর ও নিখুঁত।
আমি আজকে আর্ট করতে বসেছিও লাভ দিয়ে দুটো হাঁস আর্ট করেছি এবং সেই আর্ট পদ্ধতি আপনাদের সাথে ভাগ করে নিয়েছি।
তো চলুন দেখা যাক কেমন করে লাভ দিয়ে রাজহাঁস আর্ট করলাম।
খাতা |
---|
জল রং |
পেন্সিল |
প্রথম ধাপ
প্রথমে পেন্সিল দিয়ে লাভ আর্ট করে নিয়েছি এরপর লাভটিতে ডাবল বর্ডার দিয়েছি।
দ্বিতীয় ধাপ
এখন রাজহাঁস আর্ট করার জন্য পিঠের অংশ আর্ট করে নিয়েছি।
তৃতীয় ধাপ
এখন হাঁসের নিচের অংশ ও লেজ আর্ট করেছি একে একে দুটো হাঁসের।
চতুর্থ ধাপ
এখন হাঁস দুটোর পাখা আর্ট করেছি।
পঞ্চম ধাপ
হাঁসের নিচে জলের ডেউ আর্ট করে নিয়েছি।
ষষ্ঠ ধাপ
হাঁসের ঠোঁট লাল কালার করে নিয়েছি দুটোরেই।
সপ্তম ধাপ
এখন প্রথমে একটি হাঁসকে কালো জলরং দিয়ে পাখা ও সাদা জল রং দিয়ে সাদা কালার করে নিয়েছি।
অষ্টম ধাপ
এরপর অপর হাঁসটি পাখা লাল ও বডি হলুদ কালার করে নিয়েছি।
ফাইনাল লুক
এই ছিলো আমার আজকের লাভ দিয়ে রাজহাঁস আর্ট পদ্ধতি। প্রথমে ভেবেছিলাম শুধুই পেন্সিল আর্ট করবো কিন্তুু পরে কালার করেছি।কালার করার পর বেশ সুন্দর লাগছে কিন্তুু।
আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্যকোন পোস্টের মাধ্যমে।
সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।
টাটা
পোস্ট | বিবরণ |
---|---|
পোস্ট তৈরি | @shapladatta |
শ্রেণী | আর্ট |
ডিভাইস | OppoA95 |
লোকেশন | বাংলাদেশ |
আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।
লাভ দিয়ে খুব সুন্দর রাজ হাস তৈরি করেছেন।দেখতে অনেক সুন্দর লাগছে আর ইউনিক ছিল এটা আগে কখনো এমন অংকন দেখি নাই।খুব সুন্দর হয়েছে ধন্যবাদ শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
দারুন একটা আর্ট হয়েছে আপু। লাভ এর আকৃতিকে কেন্দ্র করে দুইটা হাসের চিত্র অংকন করেছেন। বেশি দারুন লাগে এত সুন্দর ভাবে আপনার আর্ট করতে দেখে। চমৎকার এই দক্ষতা তুলে ধরার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
হাঁসের প্রেম তোমার আঁকার নাম। জান কবিতায় হাঁস দারুণ ব্যবহার হয় রূপক হিসেবে।
শীত এলো বলে যে ভালো লাগা কাজ করছে সেটা ভালো কথা। তবে আমারও অতিরিক্ত কিছুই ভালো লাগে না৷
হ্যাঁ অতিরিক্ত শীত,গরম কোনটাই ভালো লাগে না।
ঠিক বলেছেন আপু এরকম ওয়েদার যদি সব সময় থাকতো তাহলে খুব ভালো হতো। যাই হোক আপনার আজকের ড্রইং টা ভীষণ সুন্দর হয়েছে। লাভ শেপের মাধ্যমে খুব সুন্দর দুটো রাজহাঁস আর্ট করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর আর্ট শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
রাজহাঁস আর্ট খুবই চমৎকার হয়েছে। এত চমৎকার ভাবে আর্ট করেছেন দেখে সত্যিই ভালো লেগেছে। আইডিয়াটা দারুন ছিল আপু। অসাধারণ একটি আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
বর্তমানে আবহাওয়া ভালো তবে মানুষ অসুস্থ হচ্ছে। আপনার শরীরটা ভাল না আপনার জন্য দোয়া রইল আপু। আজকে আপনি দেখতেছি লাভের মধ্যে চমৎকার রাজহাঁসের আর্ট করেছেন। আপনার আর্ট সত্যিই অসাধারণ হয়েছে। ভিন্ন ভিন্ন কালারের দুটো রাজহাঁস আর্ট করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
লাভ দিয়ে অনেক সুন্দর দুটি রাজহাঁসের আর্ট করেছেন। হাঁস দুইটি দেখতে অনেক সুন্দর লাগছে। পানির উপর ভাসমান হাঁস দুইটি একসাথে দেখতে চমৎকার দেখাচ্ছে। ধন্যবাদ আপু এর সুন্দর আর্ট শেয়ার করার জন্য।
আপু আপনার আর্টের পদ্ধতি দেখে অনেক ভালো লাগলো। নতুন পদ্ধতিতে আপনি সুন্দর একটি আর্ট করেছেন। হাঁস গুলো দেখতে অনেক সুন্দর লাগছে। আর রংয়ের ব্যবহার করাতে দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগছে।