কালীপূজার ব্যাস্ততা ও পূজা❤️
আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ ও সৃষ্টিকর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।
আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেবো কালিপূজায় ব্যাস্ততা ও পূজা সম্পর্কে কিছু কথা।আশা করছি আপনাদের ভালো লাগবে।
আমার শ্বাশুড়ির মাতনের পূজা ছিলো কালিপূজা।দুঃখজনক ঘটনা যে তিনি পূজা দেয়ার আগেই এ পৃথিবীর মায়া মমতা ত্যাগ করে চলে যান পরোপারে।
পূজা টা দিতেই হবে কারণ শ্বাশুড়ির মানসার পূজা না দিলে তার আত্না শান্তি পাবে না।
অনেকদিন থেকে ভাবছিলাম আমরা যে পূজা দেবো তবে নানান কারণে হয়ে ওঠেনি।এখন মনস্থির করলাম এবারই দেবো আমরা কালীপূজা। আমদের বাড়ির পাশে দশহরা একটি কালী মন্দির আছে আর সেই মন্দিরেই কালি পূজা করা হয় তবে প্রতিবছর নয় মাঝে মাঝে যদি কেউ মানসা করে তখন এই পূজা দেয়া হয়।
আমি গত কয়েকদিন থেকে পূজার কেনাকাটায় ব্যাস্ত। এক সপ্তাহ ধরে শুধু কেনাকাটা করলাম। ঠাকুর মশার লিষ্ট অনুয়ায়ী খরচ করলাম এবং একেক দিন একেক রকমের খরচ করতে লাগলাম। বেশ ব্যাস্ত সময় পার করলাম কেনাকাটায়।
সব কেনাকাটা শেষে মাটির ঘট গুলোতে আলপনা করতে বসে পড়লাম।যেহেতু শীতলা,কালীও মহাদেব পূজা হবে তাই তিনটি ঘটের দরকার। তিনটা ঘটে আলপনা করছি।
সারাটাদিন আমরা চার পাঁচজন পূজার যোগাড়ি ছিলাম।ফলমূল, আলপোনা দেয়া, ঘট,পুষ্পপাত্র সব মিলিয়ে বেশ সারাটাদিন কেটে গেলো বুঝতেই পারলাম না।
আমাদের এই কালীপূজায় বলি হয় তাই বলিদানের জন্য দুটো পাঠা কেনা হয়েছিলো।পূজো হবে মহাদেব, শীতলাও কালী।শীতলার জন্য ধবধবে সাদা পাঠাও মাকালীর জন্য কুচকুচে কালো পাঠা কেনা হয়েয়ছে।
পূজা হয়েছে তিনটে সন্ধ্যা সাতটায় প্রথম শুরু হয় মহাদেব পূজা।মহাদেব পূজার পর হয় শীতলা পূজা।শীতলার জন্য সাদা পাঠার সাথে সাদা কবুতরের বাচ্চা ও ছিলো।
মহাদেব ও শীতলা পূজা শেষ হওয়ার পর অপেক্ষার পালা কালীপূজার জন্য কারণ কালীপূজা শুরু হবে রাত বারোটার পর এবং চারটায় পাঠা বলি হবে এবং যজ্ঞের মাধ্যমে পূজা সমাপ্তি হবে।
কালীপূজার জন্য সবাই অপেক্ষায় রইলাম কিন্তুু সময়তো কাটছে না।প্রচন্ড ঠান্ডা। যতো রাত বাড়ছে ততই ঠান্ডা বেড়েই চলছে।ঠান্ডায় অস্থির হয়ে গেছি সবাই। এর মাঝে এলাকার এক ব্যাক্তি কাঠ খড়ি দিয়ে দারুণ করে আগুন জ্বালিয়ে দিলেন। আগুন পেয়ে আমরা সবাই চারদিকে চেয়ার নিয়ে বসে আগুন পোহাতে লাগলাম।
আগুনের তাপ কি যে মিষ্টি লাগছিলো তা বলে বোঝানো মুসকিল।
আগুনের তাপ পেয়ে শরীরে বেশ ভালো অনুভব হলো এবং কালীপূজার সময় হয়ে আসলো। আমরা সবাই পূজার জন্য বসলাম এবং পূজা শুরু করলাম। খুব সুন্দর নিরিবিলি পরিবেশে পূজা হতে থাকলো এবং শেষ পর্যায়ের পাঠা উৎসর্গ করে বলিদান করা হলো এবং যজ্ঞের মধ্যদিয়ে শক্তির দেবী কালীপূজার সমাপ্তি হলো।
সবার সব জীবের মঙ্গলকামনায় এই কালীপূজা সবার মঙ্গল হোক সেই কামনা করছি।
আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্যকোন পোস্টের মাধ্যমে।
সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।
টাটা
পোস্ট | বিবরণ |
---|---|
পোস্ট তৈরি | @shapladatta |
শ্রেণী | জেনারেল রাইটিং |
ডিভাইস | OppoA95 |
লোকেশন | বাংলাদেশ |
আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।
ধন্যবাদ দিদি আপনাকে পুজার এত সুন্দর মুহুর্ত আমাদের মধ্যে তুলে ধরার জন্য। আপনার শাশুড়ীর আত্মা শান্তি পাক এই কামনা করি।
মহাদেব, মা কালী, মা শীতলার কৃপায় সবাই সুস্থ থাকুক ভালো থাকুক এই প্রার্থণা করি।
অসংখ্য ধন্যবাদ দাদা সুন্দর মন্তব্য করার জন্য।
কালী পূজাতে কাটানো কিছু অনুভূতি শেয়ার করেছেন পড়ে খুব ভালো লাগলো। আসলে পূজাতে বেশ ব্যাস্ত থাকতে হয়। আপনার শাশুড়ীর আত্মা শান্তি পাক এই কামনা করি।সুন্দর ভাবে কালী পূজা কাটিয়েছেন দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আপু।