মেয়ে যখন বাংলা ব্লগের সদস্য হতে চায়
হ্যালো বন্ধুরা,
আমার মেয়ে ঐশ্বর্য বক্সী আরাধ্যা ওর বয়স সাত কিন্তুু পাকনামো তে সেরা ওকে কেউ দেখলে বুঝতে পারবে না সে কতোটা দুষ্ট কারণ তার দুষ্টমি গুলো বেশিভাগ রুমেও বাড়িতেই সীমাবদ্ধ থাকে।বাইরে গেলে সে একদম শান্তশিষ্ট একটা বেবি।সবাই আমাকে বলে বাহ আপনার মেয়ে টা তো অনেক শান্ত হয়েছে কিন্তুু আমি জানি ও কতোটা শান্ত। ও সব কিছুতেই আমাকে ফলো করতে চায়,আমি যখন বাংলা ব্লগের লেভেল গুলোতে ছবি তুলি সেও তুলবে এবং তার ছবিও আমার মতোই পোস্ট করতে বলে সে কি কান্না আমিও উঠবো ছবি আমিও ব্লগিং করবো কি আর করার বাধ্য হয়েই শান্তনা দেয়ার জন্য ওর ছবিও তুলে দেয়া হলো।
সে তো মহা খুশি মায়ের মতোই ছবি তুলতে পেরে কিন্তুু বিপত্তি বাধলো পোস্ট করার পর যখন দেখলো যে তার ছবি পোস্ট করা হয়নি বাংলা ব্লগে তখন শুরু হয়ে গেলো আসল রুপ,কান্নাকাটি। বাধ্য হয়ে বোঝালাম যে তোমার ছবি তুলে রাখা হলো তুমি যখন বড়ো হবে তখন তুমি ও কাজ করবে দেখ আমি বড়ো তবুও কতো ভুল হচ্ছে সব শিখতে হচ্ছে এই বলে শান্তনা দিয়ে রাখতে পারলাম অবশেষে। এখন সে হ্যাংআউটে সবার কবিতাও গান শুনে বায়না ধরেছে আমাকে তার পছন্দের ছড়া দিতে হবে হ্যাংআউটে আমি এখন হাসবো,না কি কাঁদবো সেটাই ভুলে গেছি। আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন,সুস্থ থাকুনও নিরাপদ থাকুন।
টাটা
বাচ্চারা অনুকরণ প্রিয় হয়,তাই বড়দের যা দেখে তাই করতে চায়।যাক আমরা তাহলে খুব শীঘ্রই নতুন একজন সদস্য দেখতে পারবো আমার বাংলা ব্লগ এ।আরাধ্যার সবগুলো ছবি অনেক সুন্দর লাগছে।অনেক অনেক শুভকামনা রইলো।
ছবি গুলো একটু এডিট কর দিতে হবে।ছবির উপরে ইমেজ ডিটেইলস এর কিছু অংশ দেখা যাচ্ছে।
ঠিক বলেছেন বাচ্চারা অনুকরণ প্রিয়।ভুল ধরিয়ে দেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।
ছোট মানুষ তো আপনাকে দেখে তারাও ইচ্ছে পোষণ করছে, এখন তারা খুবই ছোট একটা বয়সের পর তারাও ব্লগিং শুরু করতে পারবে, কোন একদিন আমরাও আপনার ছেলে মেয়েদের পোস্ট দেখতে পারবো।
ঠিক বলেছেন আমাকে দেখেই ইচ্ছে পোষণ করেছে। বাচ্চারা সব কিছুই ওদের খেলনার মতো করেই ভাবে আর ঝটপট ইচ্ছে পোষণ করে ফেলে তবে ইচ্ছে শক্তি থাকা ভালো। হ্যা ওদের পোস্ট হয়তো আমরা দেখতে পারবো কোন এক সময়। ধন্যবাদ আপনাকে।
আসলে আপু আপনার মেয়ে ছোট মানুষ তো আপনাকে কাজ করতে দেখে হয়তো তারও ইচ্ছে হয় কাজ করার। তবে ছবিগুলো তোলার পরে বেশ খুশি হয়েছে জানতে পেরে বেশ ভালো লাগলো আপু। হয়তো আপু খুব শীঘ্রই আমরাও আপনাদের ছেলেমেয়েদের পোস্ট খুব তাড়াতাড়ি আমার বাংলা ব্লগে দেখতে পারব। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।