লেভেল-৩ হতে আমার অর্জন by @shahin05 // ১০% লাজুক খ্যাঁকের জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা
আসলাম আলাইকুম।
আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও আল্লাহ তায়ালা অশেষ রহমতে আমিও ভালো আছি। প্রথমে জানাই বাংলা ব্লাগ এর প্রতি আন্তরিক শুভেচ্ছা। কারণ স্টিমিটের অনেক বিষয় আমাদের অজানা। কিন্তু বাংলা ব্লগ এ @abb-school থেকে সব বিষয় আমাদের সুন্দরভাবে হাতে কলমে শেখানো হয়েছে। এমনভাবে শেখানে হয়েছে যাতে করে কেনে ধরনের সমস্যায় পড়তে না পারি।
আমাদের সবার প্রিয় কমিনিটি বড় ভাইদের প্রতি আন্তরিক শুভেচ্ছা। তারাও আমাদের জন্য অনেক পরিশ্রম করতেছে। তাদের কারণে আমরা সব কিছু পরিষ্কার ভাবে জানতে পেরেছি। তাদের কাছ থেকে লেভেল-৩ সকল কিছু ভালোভাবে জানতে পেরেছি। তাদের কাছে থেকে জানার বিষয়গুলোর মধ্যে থেকে লেভেল ৩ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পোস্টটি নিয়ে আসলামঃ

received_4508687909246239.jpeg

লেভেল-৩ এর প্রশ্নপত্র গুলোর উত্তরসমূহ নিম্নরুপঃ


মার্কডাউন কি?

  • আমাদের লেখাগুলোকে সুন্দর, আকর্ষণীয় এবং অন্যেকে তাক লাগানোর জন্য যে কোড বা ফরমেট ব্যবহার করে থাকি তাকে মার্কডাউন বলে।

মার্কডাউন কোডের ব্যবহার কেন গুরুত্বপূর্ণ?

  • আমরা কোনো ধরনের পোস্ট করতে গেলে সব লেখা সাধারণ ভাবে হয়ে থাকে। তখন লেখার মাঝে কোনো কিছু বুঝা যায় না। কিন্তু একটি পোস্ট করার সময় যখন আমরা মার্কডাউনগুলো ব্যবহার করবো তখন আমাদের পোস্টের মান বৃদ্ধি পাবো। পোস্টের মাঝে জাস্টিফাই, হাইলাইট, সেন্টার,টেবিল,হেডার ইত্যাদি সবকিছু সহজেই বের করতে পারবো এবং পোস্টটি দেখতে অনেক সুন্দর হবে। একন্য মার্কডাউন কোড ব্যবহার করা গুরুত্বপূর্ণ।

পোস্টের মধ্যে মার্কডাউন কোডগুলোর প্রতিফলন না ঘটিয়ে কিভাবে অদৃশ্য করে দেখানো যায়?

  • পোস্টের মধ্যে মার্কডাউন কোড ব্যবহার না ঘটিয়ে চারটি স্পেস এবং পোস্টের সামনে ও পিছনে (`) এপোস্টোপি চিহ্ন ব্যবহার করে অদৃশ্য করা যায়।

নিচের ছবিতে দেখানো টেবিলটি কিভাবে তৈরি করা হয়েছে? মার্কডাউন কোডগুলো উল্লেখ করুন।

টেবিলটি তৈরি করার নিয়মঃ



User | Post | Steem power |
----- | ----- | ---- |
Sumon | 20 | 200
Shohel |30| 300

ফলাফলঃ

userpoststeem power
Sumon20200
Shohel30300

সোর্স উল্লেখ করার নিয়ম কি ?

  • সাধারণ কোনো ধরনের পোস্ট করতে গেলে আমাদের সর্বপ্রথম ছবি যোগ করতে হয় এবং এই ছবিগুলো কোথায় থেকে তুলেছি সেটা উল্লেখ করার জন্য আমাদের সোর্স দিতে হয়। আর এই সোর্স উল্লেখ করার নিয়মঃ

[সোর্স](…,,,...)

বৃহৎ হতে ক্ষুদ্র - ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড লিখুন।

  • পোস্টের মাঝে অনেক সময় লেখাগুলোকে বড়,ছোট ও মাঝারি করেথাকি এই সব করার জন্য আমাদের কিছু কোড ব্যবহার করতে হয় সেগুলো হলোঃ
    #হেডার১
    ##হেডার ২
    ###হেডার ৩
    ####হেডার৪
    #####হেডার ৫
    ######হেডার ৬

আবার এসটিএম এল কোড গুলো হলোঃ

<h1>হেডার ১ </h1>
<h2>হেডার ২ </h2>
<h3>হেডার ৩ </h3>
<h4>হেডার ৪ </h4>
<h5>হেডার ৫ </h5>
<h6>হেডার ৬ </h6>

ফলাফলঃ

হেডার ১

হেডার ২

হেডার ৩

হেডার ৪

হেডার ৫
হেডার ৬

টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোড টি লিখুন।

  • টেক্সট জাস্টিফাই মার্কডাউনটি হলোঃ

<div class="text-justify"></div>

কনটেন্টের টপিকস নির্বাচনে কোন বিষয়ের উপর বেশী গুরুত্ব দেয়া উচিত?

  • কনটেন্টের টপিকস তিন ধরনের। এই তিন ধরনের টপিকস এর মাধ্যমে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করে থাকি। কেউ গানের মাধ্যমে কেউ লেখার মাধ্যমে আবার কেউ ভিডিওর মাধ্যমে তাদের মনের ভাব প্রকাশ করে থাকে। কনটেন্টের টপিকসগুলোঃ
    অডিও

    ভিডিও

    টেক্সট

    কনটেন্টের টপিসব নিবাচনে টেক্সট টপিকস এর উপর বেশি গুরুত্ব দেওয়া উচিত।

কোন টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরী কেন ?

  • কোনো টপিকস এর উপর ব্লগ লিখতে লেগে সেই টপিকস এর উপর যথেষ্ট পরিমাণ জ্ঞান থাকা প্রয়োজন। কারণ আমরা যদি কোনো টপিকস লিখতে এবং সেই টপিকস এর উপর কোনো ধরনের জ্ঞান না থাকে তাহলে সেই টপিকসটি আমাদের মানসম্মত হবে না। টপিকস এর উপর জ্ঞান না থাকলে সেটা মানসম্মত পোস্ট হিসাবে গন্য করা হবে না। মানসম্মত পোস্ট এবং আকষণীয় করতে গেলে সেই টপিকস এর উপর জ্ঞান থাকা অত্যন্ত জরুরি।

ধরুন প্রতি STEEM কয়েনের মূল্য $0.50 । আপনি একটি পোস্টে $7 এর ভোট দিলেন। তাহলে আপনি কত $ [USD] কিউরেশন রেওয়ার্ড পাবেন ?

  • একটি পোস্টের মোট ভোট সংখ্যা থেকে ৫০% পাবে কিউরেটর এবং বাকি ৫০% পাবে অর্থর।
    তাহলে $7 এর মধ্যে কিউরেটর পাবে
    = 7÷2
    =3.5

  • $7 এর মধ্যে অর্থর পাবেঃ
    =7÷2
    =3.5

  • $3.5 এর মধ্যে অর্ধেক পাবে steem power আর বাকি অর্ধেক পাবে SBD তে।

  • $3.5 এ SBD পাবোঃ
    =3.5÷2
    =1.75 [SBD]

  • $1.75 এ steem power পাবোঃ
    =1.75÷0.50
    =3.5 [steem power]

যদি একটি পোস্টে মোট $64 ডলার হয়। সেই পোস্টির প্রথম ভোটার হিসাবে আমি $4 ডলার দেই। তাহলে সেখান থেকে আমি কত ডলার পাবো?

এখানে $64 কে তিনটি অংশে ভাগ করে নিতে হবে।

a = মোট ভোট সংখ্যা।
b=আমি ভোট দেওয়ার পর মোট ভোটের সংখ্যা।
c=আমি ভোট দেওয়ার আগে মোট ভোট সংখ্যা

আমরা জানি,
1/2×√b×(√a-√c)
=1/2×√4×(√64-√0)
=1/2×2×8
=8
তাহলে পোস্টটি থেকে আমি $8 পাবো

সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়ার কৌশল কি?

  • কোনো পোস্ট করার ৫ মিনিট পর থেকে ৬ দিন ১২ ঘন্টা পর্যন্ত কোনো পোস্টে ভোট দিলে সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়া যায়।কারণ ৫ মিনিট এর আগে কোনো পোস্ট ভোট দিলে প্রতি মিনিটে ২০% করে রেওয়ার্ড হারায়।আর সবচেয়ে প্রথমে কোনো পোস্টে ভোট দিলে সবচেয়ে বেশি রেওয়ার্ড পাওয়া যায়।যদি পোস্টটিতে বিপুল পরিমাণ ভোট পড়ে।

নিজে কিউরেশন করলে বেশি আর্ন হবে, নাকি @Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে…?

  • @Herosim এ ডেলিগেশন করলে আমরা বেশি আর্ন করতে পারবো। কারণ আমরা যদি নিজে কিউরেশন করি তাহলে আমরা শুধু steem power পাবো। আর যদি @Herosim এ ডেলিগেশন করি তাহলে সেটা থেকে SBD + Steem power পাবো। একদিকে steem power পাবো আবার অপরদিকে SBD পাইতেছি। SBD কে steem এ পরিণত করলে সেটা অনেক স্টিমে পরিণত হবে। এজন্য @Herosim এ ডেলিগেশন করলে আমরা বেশি লাভবান হবো।

Cc-
@alsarzilsiam

সবার সুস্থতা দান করে শেষ করলাম। তবে লেখার মাঝে ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

❤️সবাইকে ধন্যবাদ ❤️

Sort:  
 3 years ago 

আপনার উপস্থাপনাটি আমার কাছে অনেক ভালো লেগেছে বিশেষ করে আপনি সম্পুন্ন ক্যালকুলেশন টি একদম নিখুঁত ভাবে ভেঙে ভেঙে দেখিয়েছেন। যেটা আমার কাছে বিশেষভাবে অনেক সুন্দর লেগেছে এবং সাইফুল ভাই যে সূত্রটি দেখিয়েছে সেটিও আপনি মোটামুটি ভালই বুঝতে পেরেছেন এবং সেটি উপস্থাপন করেছেন। আপনার পরবর্তী লেভেলের জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ভাইয়া তোমাদের জন্য অজানা জিনিসগুলো আমি সুন্দর ভাবে জানতে পেরেছি।
তোমার জন্য ভালবাসা রইলো ভাইয়া ❤️❤️

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.24
JST 0.037
BTC 96071.21
ETH 3327.74
USDT 1.00
SBD 3.21