//Superwalk এর আমার গত এক সপ্তাহের এক্টিভিটিস// পঞ্চম সপ্তাহ//
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
সুপারওয়াকে আবার আরো একটি সপ্তাহ পার করে ফেললাম। এই নিয়ে আমার সুপারওয়াকে মোট ৫ সপ্তাহের এক্টিভিটিস হয়ে গেল। আমার আজকের এই পোস্টটি যদিওবা গতকালকে করার কথা ছিল কিন্তু গতকালকে অন্য পোস্ট করে ফেলেছিলাম তাই আজকে সকাল সকাল লিখতে বসে পড়লাম। সুপার ওয়াক নিয়ে নতুন করে বলার মত আর কিছু নেই। কেননা প্রত্যেকেই এখন এই বিষয়ে অবগত আছেন। তবে আমি বলব সুপার ওয়াক আমাদের প্রত্যেকের জন্যই অনেক উপকারী একটা অ্যাপ্লিকেশন। যার মাধ্যমে আমাদের প্রত্যেকের হাঁটা চলার অভ্যাসটা পুনরায় ফিরে আসতেছে।
একটা সময় আমরা অনেক ছোটাছুটি করতাম কিন্তু পরিণত বয়সে আসার পর শুধুমাত্র কাজের খাতিরে যতটুকু হাঁটাচলা করতে হয় তার বাইরে আমরা একটুও হাটার চেষ্টা করি না। কিন্তু সুপার ওয়াক আসার পরে আমাদের সেই অভ্যাসটাকে পরিত্যাগ করে পুনরায় হাটাহাটি করার জন্য উদ্বুদ্ধ করে তুলেছে। এখন প্রায় প্রত্যেকেই প্রতি সপ্তাহে কিছুটা করে হলেও হাটাহাটি করার চেষ্টা করে। ঠিক তেমনিভাবে আমিও আমার জায়গা থেকে নিজে হাঁটাচলা করার চেষ্টা করে যাচ্ছি। আমি আমার গত এক সপ্তাহে সুপার ওয়াকে একটিভিটিস আপনাদের মাঝে তুলে ধরলাম।
গত সপ্তাহের প্রথম দিনে সুপার ওয়াক অ্যাপ্লিকেশন এর রিপোর্ট অনুযায়ী আমি ৫৫৭১ স্টেপ হেঁটেছিলাম দ্বিতীয় দিনে৩৩০৯ স্টেপ এবং তৃতীয় দিনে ১৩ হাজার 250 স্টেপ হেঁটেছিলাম। গত সপ্তাহের তৃতীয় দিনে অনেক ব্যস্ততার কারণেই বেশ কয়েকটি জায়গায় যেতে হয়েছিল যার ফলে তৃতীয় দিনের হাটাহাটি অনেক বেশি হয়েছিল।
গত সপ্তাহের চতুর্থ দিনে সুপার ওয়াকে আমার একটিভিটিস ছিল ৮৩৫৩ স্টেপ সেই সাথে পঞ্চম দিনে আমার একটিভিটি ছিল ৪ হাজার ৫১৭ স্টেপ এবং ষষ্ঠ দিনে ছিল ২৩২৭ স্টেপ। মূলত এই হাটাহাটির কমবেশি টা হয় কাজের উপর নির্ভর করে। আমার ব্যক্তিগতভাবে যেদিন বাইরে অধিক পরিমাণে কাজ থাকে সেই দিন একটু হাটাহাটির পরিমাণ অনেক বেড়ে যায়। যার ফলে অনেকগুলো স্টেপ হাটা হয়ে যায়। কিন্তু যেদিন কাজ থাকে না সেই দিন বাসার বাইরে খুব কম বের হয় আমি।
গত সপ্তাহের শেষের দিন তথা সপ্তম দিনে সুপারওয়াকের রিপোর্ট অনুযায়ী আমার হাটাহাটির পরিসংখ্যান ছিল ১২১১৪ স্টেপ। এই ছিল আমার গত এক সপ্তাহে সুপার ওয়াক এপ্লিকেশন এর একটিভিটিস যা আপনাদের মাঝে উপস্থাপন করলাম।
আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আমার পোস্টের নিচে করা আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই গভীর আশা ব্যক্ত করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো দেখতে পাবো কমেন্ট বক্সে।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
https://x.com/mdetshahidislam/status/1880106960231743586?t=-fztcpnTeIFRrZFZlVIGXw&s=19
ডেইলি টাস্ক প্রুফ
বাহ আপনার এক্টিভিটি তো অনেক ভালো। বোঝা যাচ্ছে এই কাজের বিষয়টি নিয়ে আপনি অনেকটাই সিরিয়াস এর জন্য নিজের এক্টিভিস্ট টা বহাল রেখেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাই এগিয়ে যান।
আপনি আপনার গত সপ্তাহের সাত দিনের হাঁটাহাঁটির এক্টিভিটিস শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো। আপনি তৃতীয় দিন এবং সপ্তম দিনে বেশ হাঁটাহাঁটি করেছেন। আসলে আমাদের সবার উচিৎ নিয়মিত হাঁটাহাঁটি করা। ধন্যবাদ আপনাকে সুপার ওয়াল্কের এক্টিভিটিস শেয়ার করার জন্য।
আপনার গত এক সপ্তাহের একটিভিটিস দেখে আমি মুগ্ধ হয়েছি। আপনি অনেক হাঁটাহাঁটি করেছেন। তবে এখন থেকে এটা বাধ্যতামূলক বন্ধ হয়ে গেছে। তবুও অভ্যাস রাখতে হবে।
আপনি দেখছি অনেক সুন্দর করে সপ্তাহের Superwalk পোস্ট এর এক্টিভিটিস আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে হাঁটাহাঁটি করলে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হয়। আর মানুষের শরীর ঠিক রাখতে হলে সবাই কম বেশি হাঁটাহাঁটি করা দরকার। আর আপনার পোস্ট দেখেই বোঝা যাচ্ছে ভালোই হাঁটাহাঁটি করলেন। Superwalk পোস্টটি আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।