মানুষ বাঁচে শিকড়ের টানে তাইতো জন্ম স্থানের প্রতি মানুষের এক অপ্রকাশিত ভালোবাসা বিদ্যমান থাকে। যাই হোক ঈদের ছুটিতে বাসায় এসে চমৎকার চমৎকার ফটোগ্রাফি করেছিলেন। সে সকল দুর্দান্ত ফটোগ্রাফি গুলির মধ্য হতে সবু জ ধানক্ষেত এবং আপনাদের মসজিদ ঈদগা ময়দান সহ প্রত্যেকটা ফটোগ্রাফি চমৎকার হয়েছে। খুবই ভালো লাগলো।