এরকম ছোট ছোট অনু কবিতা গুলি পড়তে এবং দেখতে ভালই লাগে। কেননা মনের অনুভূতি খুবই নিখুঁতভাবে প্রকাশ করা যায় এরকম অণু কবিতা গুলির মধ্যে। আপনার আজকের লেখা অণু কবিতা গুলি আপনার প্রিয় মানুষের তরে উৎসর্গ করে লিখেছেন। এক কথায় দুর্দান্ত হয়েছে প্রতিটি কবিতা।
জি ভাই আপনি ঠিক বলেছেন অনু কবিতার মধ্য দিয়ে মনের অনুভূতিগুলো খুব সুন্দর ভাবে প্রকাশ করা যায়।